Tag Archives: Indian Cricket

IPL 2024 controversies: যত কাণ্ড আইপিএলে! চলতি আইপিএলের পাঁচ বিতর্কিত সিদ্ধান্ত, যা পাল্টে দিতে পারত অনেক হিসাব

আইপিএল মানেই বিতর্ক। বিতর্ক ছাড়া আইপিএল যেন ভাবাই যায় না। বিতর্কই কখনও কখনও ট্রেন্ডিং করে দেয় আইপিএল। চলতি আইপিএলেও এমন পাঁচটি বিতর্কিত সিদ্ধান্ত রয়েছে, যা আইপিএলের হিসাব বদলে দিতে পারত।

১. দিল্লি বনাম রাজস্থান ম্যাচে সঞ্জুর উইকেট: দিল্লির বিরুদ্ধে মুকেশ কুমারের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন রাজস্থানের অধিনায়ক। বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ক্যাচ ধরেন হোপ। হোপের পা বাউন্ডারি লাইনের খুবই কাছে ছিল, স্পষ্ট বোঝা যায়নি আউট না নট আউট। তৃতীয় আম্পায়ার আউট দেন।

২. কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচে বিরাটের উইকেট: হর্ষিত রানার ফুলটস বল ক্যাচ দিয়ে আউট হন বিরাট। ২২৩ রান তাড়া করতে নেমে ৭ বলে ১৮ করেছিলেন বিরাট। বলটি কোমরের উপরে ছিল না কি নীচে সেই নিয়ে অনেক বিতর্ক হয়।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য নজির গড়লেন যুযবেন্দ্র চাহাল, কী করলেন দিল্লির বিরুদ্ধে?  

৩. রাজস্থান বনাম গুজরাত ম্যাচে মোহিত শর্মার ওয়াইড: রাজস্থান বনাম গুজরাত ম্যাচে শেষ ওভারে বল করছিলেন মোহিত শর্মা।  বলটি ওয়াইড লাইনের বাইরে থাকলেও মারতে এগিয়ে যান সঞ্জু। মিস করলে বলটি ওয়াইড হয়। তৃতীয় আম্পায়ারের কাছে গেলেও ওয়াইডের সিদ্ধান্ত বদলায়নি।

৪. লখনউ বনাম দিল্লি ম্যাচে ঈশান্ত শর্মার ওয়াইড: ১২ এপ্রিলের দিল্লি বনাম লখনউ ম্যাচে লখনউয়ের ব্যাটিংয়ের সময় চতুর্থ ওভারে ওয়াইড দেন আম্পায়ার, তার পরে দিল্লির রিভিউ দেন আম্পায়ার। যদিও পন্থকে দেখে মনে হয়েছিল তিনি রিভিউ নেননি। রিভিউ হারিয়ে স্বাভাবিক ভাবেই অখুশি হন পন্থ।

আরও পড়ুন: সেলফি তুলতে চাওয়ার শাস্তি, ঘাড় ধরে মারতে গেলেন শাকিব, রইল ভিডিও

৫. মুম্বই-লখনউয়ের ম্যাচে আয়ুস বাদোনির রান আউট: মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে আয়ুস বাদোনির রান আউট নিয়ে বিতর্ক শুরু হয়। প্রথম চেষ্টায় যখন ঈশান আউট করতে যান পারেননি, তার পরে ক্রিজে পৌঁছে যান আয়ুস এবং ঈশান উইকেট ফেলে দেন। তখনও কেউ ভাবেননি যে ঈশান আউট হবেন, পরে আউট হন।

IPL 2024 RR vs DC: টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য নজির গড়লেন যুযবেন্দ্র চাহাল, কী করলেন দিল্লির বিরুদ্ধে?

দিল্লি: প্রথম ভারতীয় হিসাবে অবিশ্বাস্য নজির গড়লেন যুযবেন্দ্র চাহাল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ভারতীয় হিসাবে টি২০ ক্রিকেটে ৩৫০ উইকেটের মালিক হলেন ভারতীয় লেগ স্পিনার। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একাদশ বোলার হিসাবে ৩৫০ উইকেট শিকারি চাহাল।

আরও পড়ুন: ১১ রকম হর্ন রয়েছে ভারতীয় রেলে, কোনটির কী অর্থ জানলে অবাক হবেন

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করছিলেন তখন ঋষভ পন্থ। চাহালের বলে সুইপ মারতে গিয়ে ফাইন লেগে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে আউট হন পন্থ। তাঁর উইকেট নিয়ে প্রথম ভারতীয় হিসাবে ৩৫০ উইকেটের মালিক হয়ে গেলেন চাহাল। ৩০১টি টি২০ ম্যাচে ৩৫০টি উইকেট নিলেন চাহাল। ভারতীয়দের মধ্যে এই তালিকায় চাহালের পরে ৩১০টি উইকেট নিয়ে দুই নম্বরে আছেন পীযূষ চাওলা, ৩০৬টি উইকেট নিয়ে তিনে রবিচন্দ্রন অশ্বিন। চার নম্বরে ২৯৭টি উইকেট নিয়ে আছেন পেসার ভূবনেশ্বর কুমার।

আরও পড়ুন: বিয়েতে বরযাত্রীদের মিষ্টি পরিবেশন করা হয়নি, রাগে বিয়ে ভেঙে দিল বরের পরিবার

তবে দিল্লির বিরুদ্ধে দিনটা ভাল গেল না চাহালের। চার ওভারে মাত্র ১টি উইকেট নিয়ে চাহাল খরচ করেছেন ৪৮ রান। শুধুমাত্র শেষ ওভারেই তিনি দিয়েছেন ৪১। চলতি আইপিএলে ১১টি ম্যাচে ১৪টি উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে রয়েছেন চাহাল, কিন্তু বিশ্বকাপে ভারতকে চিন্তায় রাখবে তাঁর ইকোনমি রেট। ২০২৪-এর আইপিএলে ওভার প্রতি ৯.৯০ রান দিয়েছেন যুযবেন্দ্র চাহাল।

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ান্স ট্রফি খেলতে কি আগামী বছর পাকিস্তানে যাবে ভারত? মুখ খুললেন বোর্ড কর্তা

চলতি বছরের টি২০ বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেট দল প্রস্তুতি নিতে শুরু করে দেবে আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফির। ২০২৫ সালে ৮ দলের এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তানের মাটিতে। তবে এই প্রতিযোগিতা খেলতে কি ভারত যাবে পাকিস্তানে? প্রশ্নের জবাব দিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা।

আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

প্রায় দেড় দশক ধরে পাকিস্তানের মাটিতে খেলতে যায় না ভারত। দুই দেশের কূটনৈতিক সম্পর্কও তলানিতে। এই আবহেই প্রশ্ন উঠে গিয়েছে ২০২৫ সালে চ্যাম্পিয়ান্স ট্রফি খেলতে কি ভারত পাকিস্তানে যাবে। ২০১২-১৩ সালে শেষ বার দুই দেশের মধ্যে এক দিনের ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়েছে। তার পর থেকে আইসিসির প্রতিযোগিতা বা এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হয় না দুই দেশ। কিন্তু আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে, তাই ভারত আদৌ পাকিস্তানে যাবে কি না সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন: ১৭৪ বলে ৩৬ রান করে নটআউট! বিরাটের স্ট্রাইক রেট নিয়ে তরজার মধ্যেই ভাইরাল গাভাসকরের ইনিংস, গোহারা হারে ভারত

সংবাদ সংস্থা এএনআই-এর প্রশ্নের জবাবে রাজীব শুক্লা বলেন, “চ্যাম্পিয়ান্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে ভারত সরকার যেটা বলবে আমরা সেটাই করব। ভারত সরকার যখন আমাদের অনুমতি দেবে তখনই আমদা দল পাঠাব। সরকার যেমন সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই কাজ করব।”

India-Pakistan cricket: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

ফের যুদ্ধের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ২২ গজের যুদ্ধে এ বার আর ক্রিকেট ম্যাচ নয়, অন্য লড়াই। লড়াই পিএসএল বনাম আইপিএল, পিসিবি বনাম বিসিসিআই।

আরও পড়ুন: বিশ্বকাপের দলে ৩ রঞ্জি খেলা ‘ভারতীয়’, ২ জন খেলেন ভারতের U19 দলে, কোন দলে?

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ক্রিকেট লিগের জন্য তারা যে প্রস্তাব দিয়েছে তাতে একই সময়ে হতে পারে আইপিএল এবং পিএসএল। পিসিএল সাধারণত অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি-মার্চ মাসে। কিন্তু আগামী বছর এই প্রতিযোগিতা পিছিয়ে হতে পারে এপ্রিল-মে মাসে, যেই সময়ে অনুষ্ঠিত হয় আইপিএল।

আরও পড়ুন: বিরাট ঝামেলা! কোহলি-গাভাসকরের লেগে গেল! মুখে যা এল, তাই বলে দিলেন সানি!

২০২৪ সালে পিএসএল অনুষ্ঠিত হয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত। কিন্তু ২০২৫ সালে এই সময়ে অনুষ্ঠিত হতে পারে আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফি, তাই সেই সময়ে পিএসএলের আয়োজন করা যাবে না। এ বার চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান। তাই এপ্রিল মাসের ৭ তারিখ থেকে ২০ মে পর্যন্ত পিএসএল আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের ক্রিকেট লিগে ৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। শুধু তাই নয়, পিসিবির জন্য এই লিগ অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম। কিন্তু একই সময়ে আইপিএল এবং পিএসএল অনুষ্ঠিত হলে সম্মুখ সমরে জড়াতে পারে দুই দেশের বোর্ড। সেক্ষেত্রে কোন লিগ সফল হবে সেটাই প্রশ্ন।

ILatest ICC rankings: আইপিএলের মাঝেই দুঃসংবাদ, টেস্টের সিংহাসন হাতছাড়া ভারতের, কোথায় নামলেন রোহিতেরা?

আইপিএলের মাঝেই এ দুঃসংবাদ। টেস্ট ক্রিকেটের সিংহাসন হাতছাড়া হল রোহিতদের। ভারতকে সরিয়ে শীর্ষ স্থানে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ দিনের ক্রিকেটে দীর্ঘ দিন পয়লা নম্বরে ছিল ভারত। কিন্তু সদ্য প্রকাশিত টেস্ট দলগুলির তালিকায় ভারতকে সরিয়ে এক নম্বরে অস্ট্রেলিয়া, দুই নম্বরে নেমে গিয়েছে ভারত, তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন: বিনে পয়সায় চড়া যায় ট্রেনে, ৭৬ বছর ধরে পরিষেবা দিচ্ছে রেল, কোথায় চলে এই ট্রেন?

টেস্ট দলগুলির মধ্যে ২০২০-২১ মরসুম থেকে সিরিজগুলির ফলাফল বিবেচ্য হয়েছে। শুধু তাই নয়, মে মাস থেকে হওয়া সিরিজগুলিকে বিবেচনায় রাখা হয়েছে। এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২৪, দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২০, তিন নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১০৫। ইংল্যান্ডের পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা।

আরও পড়ুন: কোভিশিল্ড নেওয়ার পরেই মেয়ের মৃত্যুর অভিযোগ, মামলা করতে পারে নিহতের পরিবার

টেস্টে সিংহাসন হারালেও এক দিনের এবং টি২০ ক্রিকেটে পয়লা নম্বরে রয়েছে ভারতই। এক দিনের ক্রিকেটে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারালেও দু’নম্বরেই রইল অস্ট্রেলিয়া। ভারত এবং অস্ট্রেলিয়ার পরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপের আগে শীর্ষেই রইল ভারত। এক ধাপ এগিয়ে দু’নম্বরে উঠ‍ে এসেছে অস্ট্রেলিয়া। অন্য দিকে এক ধাপ নেমে তিন নম্বরে এসেছে ইংল্যান্ড। পাশাপাশি দু’ধাপ উঠে চার নম্বরে দক্ষিণ আফ্রিকা।

Virat Kohli RCB vs GT: স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা, ম্যাচ জিতিয়ে একহাত নিলেন কোহলি

হায়দরাবাদের বিরুদ্ধে ৪৩ বলে ৫১ করে ধীরে ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন বিরাট কোহলি। সব সমালোচনার জবাব দিলেন গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে। বিরাটের ৪৪ বলে অপরাজিত ৭০ এবং জ্যাকসের অপরাজিত ৪১ বলে ১০০ রানের উপর ভর করে ৪ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরও খবর: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’

গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০০ রান করে গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে  মাত্র ১ উইকেট  হারিয়ে ১৬ ওভারেই ২০৬ তুলে দেয় বেঙ্গালুরু। বিরাটের ৪৪ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ৩টি ছয় দিয়ে, স্ট্রাইক রেট ছিল ১৫৯.০৯।

আরও খবর: টাকার উপর শুয়ে আছেন রাজনৈতিক নেতা, লোকসভা নির্বাচনের মধ্যেই ভাইরাল ছবি

ম্যাচ জিতিয়ে বিরাট কোহলি বলেন, “আমার মনে হয়, যারা আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে এবং আমি স্পিন ভাল খেলতে পারি না বলছে, তারা শুধু সমালোচনাই করতে পারে। কিন্তু আমি আমার কাজটা ভাল বুঝি, আমার কাছে দলের জন্য ম্যাচ জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।” প্রসঙ্গত, ১০ ম্যাচে ৫০০ রান করে কমলা টুপির মালিক এখনও বিরাট কোহলি, দ্বিতীয় স্থানে সঞ্জু স্যামসাং।

Ishan Kishan on DC vs MI IPL match: আইপিএলেও অন্যায়! বিসিসিআইয়ের কড়া শাস্তির কোপে ঈশান কিসান

আগে ‘অবাধ্যতা’র জন্য নানা সমস্যায় পড়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিসান, এ বার আইপিএলেও শাস্তির মুখে পড়লেন ক্রিকেটার। দিল্লির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের জন্য বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়তে হয়েছে ঈশানকে।

আরও খবর: ১৬ বছর আগে শিশুর মৃত্যু, চিকিৎসার গাফিলতির জন্য ১০ লক্ষ টাকা জরিমানা হাসপাতালের

ভারতীয় বোর্ড জানিয়েছে, আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় লেভেল ১ অফেন্সে অভিযুক্ত হয়েছেন ২৫ বছর বয়সি ভারতীয় ক্রিকেটার। কী রয়েছে এই আইপিএলের আচরণবিধির ২.২ ধারায়? যে আচরণগুলি ক্রিকেটে গ্রহণযোগ্য নয় বা ক্রিকেটের স্পিরিটের বহির্ভূত। যেমন, উইকেটে ইচ্ছাকৃত ভাবে লাথি মারা বা আঘাত করা, অ্যাডভার্টাইজ়িং বোর্ড, সাজঘরের দরজা, জানলা বা অন্যান্য জিনিষের ক্ষতি করা এই ধারায় অপরাধ হিসাবে মানা হয়।

আরও খবর: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে

ম্যাচের শেষে ঈশান কিসানকে ডেকে পাঠান ম্যাচ রেফারি। ঈশান তার অপরাধ স্বীকার করে নিয়েছেন, বিসিসিআই নিয়ম মতো ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। তবে ঠিক কী অপরাধ করেছেন তা জানাননি কর্তৃপক্ষ। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। তার পর আইপিএলে ফিরেও তাঁকে ফের শাস্তির মুখে পড়তে হল।

Hanuma Vihari:ভারতীয় ক্রিকেটে রাজনীতির প্রভাব! বোমা ফাটালেন হনুমা বিহারী, নিলেন বড় সিদ্ধান্ত

অন্ধ্রপ্রদেশ: রঞ্জি ট্রফি থেকে অন্ধ্রপ্রদেশের বিদায়ের দিনই বোমা ফাটালেন হনুমা বিহারী। ভারতীয় ক্রিকেটে রাজনীতির প্রভাব কতটা, সেটা কীভাবে দলের পরিবেশ ও পারফরম্যান্সে প্রভাব ফেলে সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন হনুমা। মরশুমের শুরুতে বাংলা ম্যাচের পর হঠাৎই অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় হনুমা ব্যক্তিগত কারণ বললেও, এবার পর্দা তুললেন আসল রহস্য থেকে। একই সঙ্গে রাজ্য সংস্থার বিরুদ্ধে বিষোদ্গার করে অন্ধ্রপ্রদেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিলেন ভারতের হয়ে ১৬টি টেস্ট খেলা ব্যাটার।

ম্যাচের পর ট্যুইট করে হনুমা বিহারী লেখেন,”বাংলার বিরুদ্ধে ম্যাচে দলের ১৭ নম্বর খেলোয়ারের বিরুদ্ধে চিৎকার করেছিলাম। যেই ভাষা প্রয়োগ করেছিলাম তা খেলার মাঠে খুবই প্রচলিত। কিন্তু ওই খোলেয়ার একজন রাজনৈতিক নেতার পুত্র। সে তার বাবাকে গিয়ে বলে। বাংলার বিরুদ্ধে ৪১০ রান তাড়া করে ম্যাচ জেতর পরও আমাকে অধিনায়ক থেকে পদত্যাগ করতে বলা হয়। সেই সময় অপমানিত বোধ করেছিলাম। কোনও কিছু না বলে অধিনায়কত্ব ছেড়েছিলাম।”

কেন সেই সময় মুখ খোলেননি হনুমা সেই বিষয়েও মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটার। হনুমা বিহারী বলেন,”আমি অধিনায়কত্ব ছাড়ার পরও খেলা চালিয়ে গিয়েছি কারণ এই খেলাটা ভালবাসি ও সম্মান করি। তবে আমাদের সংস্থা বিশ্বাস করে তারা যা বলবে সেটাই ক্রিকেটারেরা মেনে চলবে। ওদের জন্য ক্রিকেটারেরা রয়েছে। তাই আজকের পর আমি আর অন্ধ্রপ্রদেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুনঃ Ind vs Eng: তরুণদের সাফল্যে উচ্ছ্বসিত! ভারতের জয়ে কোহলি দিলেন ‘বিরাট’ বার্তা

প্রসঙ্গত, গত বছর রঞ্জিতে চোট নিয়ে দলের জন্য যে বলিদান দিয়েছিলেন হনুমা বিহারী তা সকলের স্মরণে রয়েছে। দলকে বাঁচাতে বাঁ হাতে ব্যাট করেছিলেন। তাও আবার একহাতে। এহেন ক্রিকেটারের সঙ্গে এমন ব্যবহার মেনে নিতে পারছেন না ফ্যানেরা। সোশ্যা মিডিয়ায় হনুমার পোস্টে সকলেই ক্ষোভ উগরে দিয়েছেন।

Yashasvi Jaiswal: SENA-তে কেমন খেলবে যশস্বী জয়সওয়াল? বড় ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারত-ইংল্যান্ড বিশাখাপত্তনম টেস্টের পর রাজকোট টেস্টেও ডাবল সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল। ২৩৬ বলে ২১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন যশস্বী। ১৪টি চার ও ১২টি ছয়ে মারেন।
ভারত-ইংল্যান্ড বিশাখাপত্তনম টেস্টের পর রাজকোট টেস্টেও ডাবল সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল। ২৩৬ বলে ২১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন যশস্বী। ১৪টি চার ও ১২টি ছয়ে মারেন।
এই ইনিংসের সৌজন্যে যেমন একাধিক রেকর্ড গড়েছেন ২২ বছরের যশস্বী জয়সওয়াল। এবার যশস্বীকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
এই ইনিংসের সৌজন্যে যেমন একাধিক রেকর্ড গড়েছেন ২২ বছরের যশস্বী জয়সওয়াল। এবার যশস্বীকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
ইডেন গার্ডেন্সে মনোত তিওয়ারি বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভবিষ্যৎ তারকা বেছে নিলেন দেশের প্রাক্তন অধিনায়ক।
ইডেন গার্ডেন্সে মনোত তিওয়ারি বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভবিষ্যৎ তারকা বেছে নিলেন দেশের প্রাক্তন অধিনায়ক।s
এর আগেও যশস্বী জয়সওয়ালের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সৌরভ। রবিবার ইডেনে সৌরভ বলেন, ‘ফ্যান্টাস্টিক প্লেয়ার। ও ভবিষ্যতের তারকা। বরং আমি বলব, ও সব ফরম্যাটের ভবিষ্যৎ।’
এর আগেও যশস্বী জয়সওয়ালের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সৌরভ। রবিবার ইডেনে সৌরভ বলেন, ‘ফ্যান্টাস্টিক প্লেয়ার। ও ভবিষ্যতের তারকা। বরং আমি বলব, ও সব ফরম্যাটের ভবিষ্যৎ।’
প্রসঙ্গত, তারকা ক্রিকেটার ঠিক করা হয় SENA- (South Africa, England, New Zealand, Australia)দেশের বিরুদ্ধে কোনও ব্যাটারের পারফরম্যান্সের উপরে। সেই বিষয়ে যশস্বীতে আস্থা রাখছেন দাদা।
প্রসঙ্গত, তারকা ক্রিকেটার ঠিক করা হয় SENA- (South Africa, England, New Zealand, Australia)দেশের বিরুদ্ধে কোনও ব্যাটারের পারফরম্যান্সের উপরে। সেই বিষয়ে যশস্বীতে আস্থা রাখছেন দাদা।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘যশস্বীকে একটু সময় দিতে হবে। আমি নিশ্চিত, ও সেনা কাউন্ট্রিতেও পারফর্ম করবে।’ এছাড়া যত দিন যাবে যশস্বীর অভিজ্ঞতা বাড়বে ও খেলার আরও উন্নতি হবে বলে মনে করেন 'মহারাজ'।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘যশস্বীকে একটু সময় দিতে হবে। আমি নিশ্চিত, ও সেনা কাউন্ট্রিতেও পারফর্ম করবে।’ এছাড়া যত দিন যাবে যশস্বীর অভিজ্ঞতা বাড়বে ও খেলার আরও উন্নতি হবে বলে মনে করেন ‘মহারাজ’।

Cricket News: কী কাণ্ড, কী কাণ্ড! চুরি হয়েছিল ৬ মাস আগে, এখন অভিযোগ জমা করলেন তারকা ক্রিকেটারের মা

: ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য তারকা অলরাউন্ডার ক্রিকেটার যুবরাজ সিংয়ের মায়ের বাড়িতে চুরি হয়েছে। যুবরাজ সিংয়ের মা শবনম সিং এই বিষয়ে হরিয়ানা পুলিশের কাছে অভিযোগ করেছেন। বর্তমানে তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে৷  Photo- Representative
: ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য তারকা অলরাউন্ডার ক্রিকেটার যুবরাজ সিংয়ের মায়ের বাড়িতে চুরি হয়েছে। যুবরাজ সিংয়ের মা শবনম সিং এই বিষয়ে হরিয়ানা পুলিশের কাছে অভিযোগ করেছেন। বর্তমানে তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে৷  Photo- Representative
যুবরাজ সিংয়ের মা শবনম সিংয়ের  হরিয়ানার পঞ্চকুলায় থাকেন। যুবরাজ সিংয়ের এই বাড়িটিতেই চুরি হয়েছে। চুরির এই ঘটনাটি ৬ মাস পুরানো, তবে অভিযোগ দায়ের করেননি তারকা ক্রিকেটারের মা৷ এবার তিনি সেই অভিযোগ দায়ের করেছেন৷
যুবরাজ সিংয়ের মা শবনম সিংয়ের  হরিয়ানার পঞ্চকুলায় থাকেন। যুবরাজ সিংয়ের এই বাড়িটিতেই চুরি হয়েছে। চুরির এই ঘটনাটি ৬ মাস পুরানো, তবে অভিযোগ দায়ের করেননি তারকা ক্রিকেটারের মা৷ এবার তিনি সেই অভিযোগ দায়ের করেছেন৷
এমডিসি থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের মা শবনম সিং। অভিযোগে তিনি জানান, গত বছর ২০২৩ সালের সেপ্টেম্বরে এমডিসির হাউস-১৮ এই চুরির ঘটনা ঘটেছিল।
এমডিসি থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের মা শবনম সিং। অভিযোগে তিনি জানান, গত বছর ২০২৩ সালের সেপ্টেম্বরে এমডিসির হাউস-১৮ এই চুরির ঘটনা ঘটেছিল।
তাঁর  অভিযোগের তির বড়ির  দুই চাকরের দিকে৷ তাঁর দাবি এরাই  চুরি করেছে। শবনম পুলিশকে জানিয়েছেন, বাড়ির আলমারি থেকে সোনার গয়না ও ৭৫  হাজার টাকা হাওয়া হয়ে গেছে৷
তাঁর  অভিযোগের তির বড়ির  দুই চাকরের দিকে৷ তাঁর দাবি এরাই  চুরি করেছে। শবনম পুলিশকে জানিয়েছেন, বাড়ির আলমারি থেকে সোনার গয়না ও ৭৫  হাজার টাকা হাওয়া হয়ে গেছে৷
অভিযুক্তদের নাম ললিতা দেবী এবং শিলেন্দ্র দাস৷ এদের  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে এমডিসি থানা চুরির মামলার তদন্ত শুরু করেছে। থানায় দায়ের করা এফআইআর অনুসারে, মোট ১ লক্ষ ৭৫  হাজার টাকার সম্পত্তি চুরি হয়েছে।
অভিযুক্তদের নাম ললিতা দেবী এবং শিলেন্দ্র দাস৷ এদের  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে এমডিসি থানা চুরির মামলার তদন্ত শুরু করেছে। থানায় দায়ের করা এফআইআর অনুসারে, মোট ১ লক্ষ ৭৫  হাজার টাকার সম্পত্তি চুরি হয়েছে।
ছয় মাস আগের ঘটনাঅভিযোগে শবনম জানান, তাঁদের গুরগ্রামেও বাড়ি রয়েছে৷ সেখানেই  কিছুদিনের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। ৫ অক্টোবর, ২০২৩এ  যখন তিনি তাঁর বাড়িতে ফিরে আসেন, তখন তিনি দেখেন যে বাড়ির উপরের তলার ঘর থেকে গয়না এবং টাকা হাওয়া হয়ে গেছে৷
ছয় মাস আগের ঘটনা
অভিযোগে শবনম জানান, তাঁদের গুরগ্রামেও বাড়ি রয়েছে৷ সেখানেই  কিছুদিনের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। ৫ অক্টোবর, ২০২৩এ  যখন তিনি তাঁর বাড়িতে ফিরে আসেন, তখন তিনি দেখেন যে বাড়ির উপরের তলার ঘর থেকে গয়না এবং টাকা হাওয়া হয়ে গেছে৷
তিনি বলেন, তিনি সব চাকরদের জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু এর পরেই অভিযুক্ত দুজন চাকরি ছেড়ে পালিয়ে যায়। ফলে এদের কেউই বাড়িতে চুরির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে৷ এরা দিওয়ালির সময় চাকরি ছেড়ে দেয়৷
তিনি বলেন, তিনি সব চাকরদের জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু এর পরেই অভিযুক্ত দুজন চাকরি ছেড়ে পালিয়ে যায়। ফলে এদের কেউই বাড়িতে চুরির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে৷ এরা দিওয়ালির সময় চাকরি ছেড়ে দেয়৷