অমিতাভ বচ্চনের পোস্টে ঐশ্বর্য-অভিষেকের বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে (Photos: Instagram)

Abhishek Bachchan-Aishwarya Rai Divorce Rumour: ‘‘জীবন সব সময় সহজ হয় না’’, ‘বিগ বি’র পোস্টে তুঙ্গে অভিষেক-ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের গুঞ্জন!

মুম্বই: কয়েকদিন আগেই অভিষেক বচ্চন বিবাহবিচ্ছেদের বিষয়ে একটি পোস্টে ‘লাইক’ করেন৷ সেই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে আলোচনা৷ এই অবস্থাতেই অমিতাভ বচ্চন বৃহস্পতিবার গভীর রাতে তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, অভিনেতা নিজের একটি কালো এবং সাদা ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “কঠিন কাজের মধ্যে ফিরতে হবে৷ জীবন কখনই সহজ নয় ..”

অনেকদিন আগে থেকেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে৷ অনন্ত আম্বানি- রাধিকা মার্চেন্টের বিয়েতে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের পৃথক উপস্থিতি এই জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছিল।

আরও পড়ুন: ‘মহাভারত’ বাড়িতে রাখতেই চাইলেন না ‘বিগ বি’! কোথায় গেল ‘কল্কি’ খ্যাত অশ্বত্থামার মহাভারত!!

তার মধ্যেই লেখিকা হিনা খান্ডেলওয়ালার একটা শেয়ার করা বিচ্ছেদমূলক পোস্টে লাইক করেন অভিষেক বচ্চন৷ সেখানে লেখিকা লেখেন, ‘‘এখন সহজেই প্রেম ভেঙে ফেলা যায়৷ বিয়ে ভেঙে ফেলা যেন এখন অতি সহজ ঘটনা হয়ে উঠেছে৷’’

এছাড়াও তিনি লেখেন, ‘‘বিবাহ-বিচ্ছেদ হওয়া কখনওই সহজ ঘটনা নয়, রাস্তা পার হওয়ার সময় বয়স্ক দম্পতিদের হাত ধরে রাস্তা পার হওয়ার মতো হৃদয়স্পর্শী ঘটনাগুলো দেখে সকলেরই তো নতুন করে স্বপ্ন দেখে৷ কিন্তু এই ইচ্ছা সব সময় পূরণ হয় না৷’’ এই পোস্টে লাইক করেন অভিষেক৷ সেখান থেকেই বচ্চন পরিবারে ফাটলের ছবি আরও স্পষ্ট হয়ে উঠেছে৷

আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়ে মিটতেই মুখোমুখি রাধিকা- কারদাশিয়ান, একে অপরকে কী বললেন তাঁরা?

অভিষেক বচ্চনের এই পোস্ট লাইক করার ঠিক দু’দিনের মাথায় এই পোস্টটি করেন অমিতাভ বচ্চন৷ পোস্টের সঙ্গে বিগ বি নিজের একটা সাদা-কালো ছবি শেয়ার করেন৷ যদিও বিচ্ছেদের কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বচ্চন পরিবার ও ঐশ্বর্য উভয় পক্ষই৷

এই পোস্টের নীচে অনেক কমেন্টও এসেছে৷ অনেকেই অবশ্য দাবি করেছে, এই লাইক বা পোস্টের সঙ্গে তাঁদের বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই৷

তবে অম্বানি পরিবারের বিবাহ অনুষ্ঠানে ঐশ্বর্য ও তাঁর মেয়ে বচ্চন পরিবারের সঙ্গে একত্রে নজর না আসা, বচ্চনের বিবাহ বিচ্ছেদের পোস্ট লাইক করা আর তার ঠিক কয়েকদিনের মাথাতেই ‘বিগ বি’র এই পোস্টে বলিউডে অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদ চর্চা আরও বৃদ্ধি পেয়েছে৷