Which Animals Grow throughout their life

Knowledge Story:গোটা জীবনে বাড় কখনও বন্ধ হয় না, মারা যাওয়ার দিন-ও বাড়তে থাকে এই প্রাণীরা, নাম জানলে অবাক হবেন

একটা সময়ের পর বেশিরভাগ প্রাণীই আর বাড়ে না। কিন্তু এমন কিছু প্রাণী রয়েছে যারা গোটা জীবদ্দশায় বেড়েই চলে। মৃত্যুর দিন পর্যন্ত তারা বাড়তে থাকে। বৈজ্ঞানিক পরিভাষায় একে বলে ইন্টারমিডিয়েট গ্রোথ। বলুন তো কোন-কোন প্রাণী গোটা জীবন বাড়তে থাকে--
একটা সময়ের পর বেশিরভাগ প্রাণীই আর বাড়ে না। কিন্তু এমন কিছু প্রাণী রয়েছে যারা গোটা জীবদ্দশায় বেড়েই চলে। মৃত্যুর দিন পর্যন্ত তারা বাড়তে থাকে। বৈজ্ঞানিক পরিভাষায় একে বলে ইন্টারমিডিয়েট গ্রোথ। বলুন তো কোন-কোন প্রাণী গোটা জীবন বাড়তে থাকে–
রকফিস-- গোটা জীবদ্দশায় বেড়ে চলে রকফিশ। তাদের দুই দশকের বেশি সময় লাগে প্রাপ্তবয়স্ক হতে। কিন্তু একবার প্রাপ্তবয়স্ক হলে তারা আবার-ও বেড়ে চলে। জীবদ্দশায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় রকফিশ

রকফিস– গোটা জীবদ্দশায় বেড়ে চলে রকফিশ। তাদের দুই দশকের বেশি সময় লাগে প্রাপ্তবয়স্ক হতে। কিন্তু একবার প্রাপ্তবয়স্ক হলে তারা আবার-ও বেড়ে চলে। জীবদ্দশায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় রকফিশ
সাপ-- সাপেদের ইন্টারমিডিয়েট গ্রোথ হয়। সাপেরা গোটা জীবন-ই বাড়তে থাকে। অজগর সাপেদের আয়ু তুলনামূলক কম। কিন্তু গোটা জীবন-ই তারা লম্বা ও ভারী হতে থাকে। রয়্যাল পাইথন ১২০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। অ্যানাকোন্ডা ৬০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

সাপ– সাপেদের ইন্টারমিডিয়েট গ্রোথ হয়। সাপেরা গোটা জীবন-ই বাড়তে থাকে। অজগর সাপেদের আয়ু তুলনামূলক কম। কিন্তু গোটা জীবন-ই তারা লম্বা ও ভারী হতে থাকে। রয়্যাল পাইথন ১২০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। অ্যানাকোন্ডা ৬০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।
গোল্ডফিশ-- গোটা জীবন-ই বাড়তে থাকে গোল্ডফিশ। বড় ট্যাঙ্ক বা পুকুরে পর্যাপ্ত সূর্ষের আলো পেলে গোল্ডফিশ ৪০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।
গোল্ডফিশ– গোটা জীবন-ই বাড়তে থাকে গোল্ডফিশ। বড় ট্যাঙ্ক বা পুকুরে পর্যাপ্ত সূর্ষের আলো পেলে গোল্ডফিশ ৪০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।
কুমিড়-- ১০০ বছরের বেশি বাঁচে কুমিড়, গোটা জীবদ্দশায় বাড়তে থাকে।
কুমিড়– ১০০ বছরের বেশি বাঁচে কুমিড়, গোটা জীবদ্দশায় বাড়তে থাকে।
হাঙড়-- গোটা জীবন বাড়ে শার্ক। শুধু আকারেই বড় হয় না, হাঙড়ের দাঁত জীবনের শেষদিন পর্যন্ত বাড়তে থাকে।
হাঙড়– গোটা জীবন বাড়ে শার্ক। শুধু আকারেই বড় হয় না, হাঙড়ের দাঁত জীবনের শেষদিন পর্যন্ত বাড়তে থাকে।