প্রতিকী ছবি

Relationship Tips: দূরত্ব বাড়িয়ে দিচ্ছে মনের অমিল? লং ডিসট্যান্স রিলেশনশিপের সফর মধুর করে তুলবেন কীভাবে, জানুন

*ভৌগোলিক দূরত্ব বাড়িয়ে দিচ্ছে মনের অমিল? লং ডিসট্যান্স রিলেশনশিপের সফর মধুর করে তুলবেন কীভাবে? কি বলছেন বিশেষজ্ঞ?চোখের বাইরে মানেই মনের বাইরে নয়, লং ডিসট্যান্স সম্পর্ক টেকানো শক্ত নয় মোটেই, তবে লং ডিসট্যান্স অনেক সময়ই বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখতে মেনে চলুন কিছু টিপস। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি প্রতীকী। 
*ভৌগোলিক দূরত্ব বাড়িয়ে দিচ্ছে মনের অমিল? লং ডিসট্যান্স রিলেশনশিপের সফর মধুর করে তুলবেন কীভাবে? কি বলছেন বিশেষজ্ঞ?চোখের বাইরে মানেই মনের বাইরে নয়, লং ডিসট্যান্স সম্পর্ক টেকানো শক্ত নয় মোটেই, তবে লং ডিসট্যান্স অনেক সময়ই বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখতে মেনে চলুন কিছু টিপস। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি প্রতীকী।
*এ ব্যাপারে বিশিষ্ট মনোবিদ রঞ্জন দাস জানান, লং ডিসটেন্স রিলেশনশিপে ভৌগোলিক দূরত্ব বাড়িয়ে দেয় মনের অমিল। সেক্ষেত্রে সম্পর্কের সফল মধুর করে তুলতে মেনে চলতে হবে কিছু টিপস। একটা দীর্ঘ দূরত্বের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনার সততা বিশ্বাস এবং প্রতিশ্রুতিপূর্ণ হৃদয় প্রয়োজন। অবশ্য দূরে থাকাকালীন এ বিষয়গুলো সামলে চলা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু যা গুরুত্বপূর্ণ তা হলেও সম্পর্ক টিকে রাখার জন্য আপনার প্রচেষ্টা। সংগৃহীত ছবি প্রতীকী। 
*এ ব্যাপারে বিশিষ্ট মনোবিদ রঞ্জন দাস জানান, লং ডিসটেন্স রিলেশনশিপে ভৌগোলিক দূরত্ব বাড়িয়ে দেয় মনের অমিল। সেক্ষেত্রে সম্পর্কের সফল মধুর করে তুলতে মেনে চলতে হবে কিছু টিপস। একটা দীর্ঘ দূরত্বের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনার সততা বিশ্বাস এবং প্রতিশ্রুতিপূর্ণ হৃদয় প্রয়োজন। অবশ্য দূরে থাকাকালীন এ বিষয়গুলো সামলে চলা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু যা গুরুত্বপূর্ণ তা হলেও সম্পর্ক টিকে রাখার জন্য আপনার প্রচেষ্টা। সংগৃহীত ছবি প্রতীকী।
*ডক্টর রঞ্জন দাস জানান, লং ডিস্টেন্স রিলেশনশিপে কিছু কিছু জিনিস মেনে চললে দূরে থেকেও আপনি কাছের হয়ে উঠবেন। সংগৃহীত ছবি প্রতীকী। 
*ডক্টর রঞ্জন দাস জানান, লং ডিস্টেন্স রিলেশনশিপে কিছু কিছু জিনিস মেনে চললে দূরে থেকেও আপনি কাছের হয়ে উঠবেন। সংগৃহীত ছবি প্রতীকী।
*এক্ষেত্রে অনলাইন গেম খেলতে পারেন একসঙ্গে। ভিডিও কলে একসঙ্গে বেকিং বা পছন্দে রান্না করতে পারেন। এছাড়া কোন একটি গানের প্লে লিস্ট তৈরি করে নিতে পারেন। কোনও গল্পের বই পড়ে সেটা নিয়ে আলোচনা করতে পারেন। একটা ট্যুর প্ল্যান করতে পারেন। সংগৃহীত ছবি প্রতীকী। 
*এক্ষেত্রে অনলাইন গেম খেলতে পারেন একসঙ্গে। ভিডিও কলে একসঙ্গে বেকিং বা পছন্দে রান্না করতে পারেন। এছাড়া কোন একটি গানের প্লে লিস্ট তৈরি করে নিতে পারেন। কোনও গল্পের বই পড়ে সেটা নিয়ে আলোচনা করতে পারেন। একটা ট্যুর প্ল্যান করতে পারেন। সংগৃহীত ছবি প্রতীকী।
*ভিডিও কলে আগ্রহ দেখাতে পারেন। নতুন জায়গায় কেমন অভিজ্ঞতা, কেমন সেই জায়গা, ভাগ করে নিন সঙ্গীর সঙ্গে। সংগৃহীত ছবি প্রতীকী। 
*ভিডিও কলে আগ্রহ দেখাতে পারেন। নতুন জায়গায় কেমন অভিজ্ঞতা, কেমন সেই জায়গা, ভাগ করে নিন সঙ্গীর সঙ্গে। সংগৃহীত ছবি প্রতীকী।
*একসঙ্গে রান্না করতেও পারেন। এক সময়ে সম্ভব না হলেও, একজন অন্যজনকে রেসিপি বাতলে দিতে পারেন। রান্না করার সময় ভিডিও কলে জেনে নিন পর পর ধাপগুলি। সংগৃহীত ছবি প্রতীকী। 
*একসঙ্গে রান্না করতেও পারেন। এক সময়ে সম্ভব না হলেও, একজন অন্যজনকে রেসিপি বাতলে দিতে পারেন। রান্না করার সময় ভিডিও কলে জেনে নিন পর পর ধাপগুলি। সংগৃহীত ছবি প্রতীকী।
*দূরে গিয়ে কোন জিনিসটি সবচেয়ে বেশি মিস করছেন, কাছাকাছি থাকলে এই সময় কী করতেন, পরস্পরের কোন গুণটি সবচেয়ে ভাল লাগে, এমন হাজারও প্রশ্ন নিয়ে কাটিয়ে দেওয়া যায় ঘণ্টার পর ঘণ্টা। দেখবেন অনুভূতি গভীর হবে। সংগৃহীত ছবি প্রতীকী। 
*দূরে গিয়ে কোন জিনিসটি সবচেয়ে বেশি মিস করছেন, কাছাকাছি থাকলে এই সময় কী করতেন, পরস্পরের কোন গুণটি সবচেয়ে ভাল লাগে, এমন হাজারও প্রশ্ন নিয়ে কাটিয়ে দেওয়া যায় ঘণ্টার পর ঘণ্টা। দেখবেন অনুভূতি গভীর হবে। সংগৃহীত ছবি প্রতীকী।
*যত ব্যস্তই হোন না কেন, দিনে দু'বার অন্তত খোঁজ নিন সঙ্গীর, সকালে এবং বিকেলে। কোনও সমস্যা পড়ুন বা আনন্দের কোনও খবর, অবশ্যই ভাগ করে নিন পরস্পরের সঙ্গে। তবে দেখা করবেন, মুখোমুখি কী করবেন, আগে থেকে আলোচনা করুন। সংগৃহীত ছবি প্রতীকী। 
*যত ব্যস্তই হোন না কেন, দিনে দু’বার অন্তত খোঁজ নিন সঙ্গীর, সকালে এবং বিকেলে। কোনও সমস্যা পড়ুন বা আনন্দের কোনও খবর, অবশ্যই ভাগ করে নিন পরস্পরের সঙ্গে। তবে দেখা করবেন, মুখোমুখি কী করবেন, আগে থেকে আলোচনা করুন। সংগৃহীত ছবি প্রতীকী।
*লং ডিসট্যান্স মানেই হারানোর ভয় আসে আর সেখান থেকে আসে সন্দেহ প্রবণতা। মজার কথা হল, সন্দেহ বাড়লে হারানো চান্সও কিন্তু বেড়ে যাবে। পার্টনারকে অল্প বিশ্বাস করুন। ফোন না ধরলে বা মেসেজের রিপ্লাই না দিলে সন্দেহ করা শুরু করবেন না। আপনাকে চিট করা হলে আপনার পাশে থেকেও সে করতে পারে। আর যদি করার না হয় কখনওই করবে না। নিজেদের সম্পর্ককে সন্দেহের মধ্যে ফাঁসিয়ে দুর্বল করে দেবেন না। লং ডিস্টেন্স রিলেসেনশিপে এই সমস্ত কিছু মেনে চলুন। সংগৃহীত ছবি প্রতীকী।
*লং ডিসট্যান্স মানেই হারানোর ভয় আসে আর সেখান থেকে আসে সন্দেহ প্রবণতা। মজার কথা হল, সন্দেহ বাড়লে হারানো চান্সও কিন্তু বেড়ে যাবে। পার্টনারকে অল্প বিশ্বাস করুন। ফোন না ধরলে বা মেসেজের রিপ্লাই না দিলে সন্দেহ করা শুরু করবেন না। আপনাকে চিট করা হলে আপনার পাশে থেকেও সে করতে পারে। আর যদি করার না হয় কখনওই করবে না। নিজেদের সম্পর্ককে সন্দেহের মধ্যে ফাঁসিয়ে দুর্বল করে দেবেন না। লং ডিস্টেন্স রিলেসেনশিপে এই সমস্ত কিছু মেনে চলুন। সংগৃহীত ছবি প্রতীকী।