বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের সঙ্গে বৈঠক মমতার, এল বিশেষ নির্দেশ!

বাংলাদেশের অসহায় কেউ আশ্রয় চাইলে সাহায্য করব, জানালেন মমতা! দেখুন ভিডিও

অশান্ত বাংলাদেশ নিয়ে এতদিন কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী৷ এ দিন বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশে যদি আপনাদের কোন পরিবার পরিজন থাকে, যদি কেউ পড়াশোনা করতে যান বা চিকিৎসা করাতে গিয়ে থাকেন, আমি তাদের পাশে আছি। আমি বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না, যা বলার ভারত সরকার বলবে৷’ এর পরেই অবশ্য তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী বলেন, তবে একটা কথা বলতে পারি, ‘বাংলাদেশের কোনও অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখটায় তাহলে আমি তাঁদের আশ্রয় নিশ্চয়ই দেবো।কারণ রাষ্ট্রপুঞ্জেই সিদ্ধান্ত হয়েছে, উদ্বাস্তু হলে তাঁকে পাশের এলাকা সম্মান জানাবে৷ বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনা, উত্তেজনাতে না যাই৷ ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে, তার প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে৷’