বাড়ি ফিরলেন তামান্না 

Birbhum News: অশান্ত বাংলাদেশ, চলছে ছাত্র আন্দোলন…! অবশেষে বীরভূম ফিরলেন বাংলাদেশের পড়ুয়া তমন্না

বীরভূম: এখনও অশান্ত বাংলাদেশ। সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার দাবিতে এখনও চলছে ছাত্র আন্দোলন। এর মধ্যেই বাংলাদেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার ব্যবস্থা করল ভারত সরকার। আগরতলা হয়েবাড়ি ফিরলেন বীরভূমের তামান্না পারভিন।বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাড়ি ফিরে এলেন তামান্না।এখনও আটকে মুরারই গ্রামের ডাক্তারি ছাত্রী সুমনা সুলতানা। তিনি বাংলাদেশের কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চেপে সোমবার বিকাল ৩টে নাগাদ বীরভূমের রামপুরহাট স্টেশনে নামেন তমন্না। কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আগরতলা বর্ডার পার করে রবিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চাপেন। তারপরেই ফেরেন বীরভূমের রামপুরহাটে। আগামী দিনে কলেজ খুললে আবার তাঁরা বাংলাদেশ ফিরে যাবেন পড়াশোনার জন্য।

আরও পড়ুন: উল্লেখ করতে হবে দোকানদারের নাম? কানওয়াড় যাত্রার সময় যোগী সরকারের বিতর্কিত নির্দেশিকায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ইতিমধ্যেই সেই দেশে আটকে থাকা ৪৫০০ হাজারেরও বেশি পড়ুয়াকে গত দু’দিনে বাংলাদেশের বিভিন্ন শহর থেকে ভারতে ফিরিয়ে এনেছে বিদেশ মন্ত্রক। এর আগেই জানানো হয়েছিল, প্রতিবেশী দেশের পড়ুয়াদেরও ফিরিয়ে আনতে সাহায্যের হাত বাড়াবে ভারত। সেই মতো ছাড়াও নেপালের ৫০০ জন পড়ুয়া, ভুটানের ৩৮ জন এবং মলদ্বীপের ১ জন পড়ুয়াকেও বাংলাদেশ থেকে উদ্ধার করে আনা হয়েছে। সব পড়ুয়ারাই আপাতত এসে পৌঁছেছেন ভারতে।