নির্মলা সীতারমণ

Budget 2024: টানা সপ্তমবার! রেকর্ড গড়ে কার রেকর্ড ভাঙছেন নির্মলা…? মোদি ৩.০-র প্রথম বাজেট আজ

মোদি ৩.০-র প্রথম বাজেট পেশ আজ। আর এই বাজেটেই রেকর্ড গড়ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
মোদি ৩.০-র প্রথম বাজেট পেশ আজ। আর এই বাজেটেই রেকর্ড গড়ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করবেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে।
স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করবেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে।
তৃতীয় বারের জন্য মসনদে বসার পরে মোদি সরকারের এটাই হতে চলেছে প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই আবহে অধিবেশনের শুরুতেই প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, এই বাজেট তৈরি হয়েছে ২০৪৭ সালকে মাথায় রেখে।
তৃতীয় বারের জন্য মসনদে বসার পরে মোদি সরকারের এটাই হতে চলেছে প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই আবহে অধিবেশনের শুরুতেই প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, এই বাজেট তৈরি হয়েছে ২০৪৭ সালকে মাথায় রেখে।
নিয়ম মতো বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ মঙ্গলবার অর্থ মন্ত্রকের নর্থ ব্লকের সদর দফতরে যাবেন। সেখানে তিনি তাঁর মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে দেখা করবেন এবং তারপর বাজেটের অনুমোদন পেতে তাঁদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যাবেন।
নিয়ম মতো বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ মঙ্গলবার অর্থ মন্ত্রকের নর্থ ব্লকের সদর দফতরে যাবেন। সেখানে তিনি তাঁর মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে দেখা করবেন এবং তারপর বাজেটের অনুমোদন পেতে তাঁদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যাবেন।
সূত্রের খবর, পিএম আবাস যোজনা, জন ধন যোজনা, জল জীবন মিশন, মনেগা এবং অটল পেনশন যোজনার মতো প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হতে পারে এবারের বাজেটে। আম জনতার মনে এই বাজেট ঘিরে একটিই প্রশ্ন, এবারের বাজেটে কি আছে মধ্যবিত্তের জন্য?
সূত্রের খবর, পিএম আবাস যোজনা, জন ধন যোজনা, জল জীবন মিশন, মনেগা এবং অটল পেনশন যোজনার মতো প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হতে পারে এবারের বাজেটে। আম জনতার মনে এই বাজেট ঘিরে একটিই প্রশ্ন, এবারের বাজেটে কি আছে মধ্যবিত্তের জন্য?
আয়কর ছাড়াও, বাজেটে আরও কর্মসংস্থানের বিষয়ে সরকার নতুন করে জোর দিতে পারে এবং মূলধন ব্যয়ের (ক্যাপেক্স) উপরও ফোকাস কোনো পারে বলে আশা করা হচ্ছে। গত কয়েকটি বাজেটে সরকার মূলধন ব্যয় বাড়াতে জোর দেয়।
আয়কর ছাড়াও, বাজেটে আরও কর্মসংস্থানের বিষয়ে সরকার নতুন করে জোর দিতে পারে এবং মূলধন ব্যয়ের (ক্যাপেক্স) উপরও ফোকাস কোনো পারে বলে আশা করা হচ্ছে। গত কয়েকটি বাজেটে সরকার মূলধন ব্যয় বাড়াতে জোর দেয়।
একাধিক রিপোর্ট অনুযায়ী, বাজেটে আয়কর কাঠামোর পরিবর্তন করা হতে পারে। আপাতত বার্ষিক আয় তিন লাখ টাকা পর্যন্ত হলে আয়কর দিতে হয় না। এবার সেই নিম্নসীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হতে পারে। যাঁরা নয়া আয়কর কাঠামোর ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেন, তাঁরা সেই সুবিধা পাবেন বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, বাজেটে আয়কর কাঠামোর পরিবর্তন করা হতে পারে। আপাতত বার্ষিক আয় তিন লাখ টাকা পর্যন্ত হলে আয়কর দিতে হয় না। এবার সেই নিম্নসীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হতে পারে। যাঁরা নয়া আয়কর কাঠামোর ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেন, তাঁরা সেই সুবিধা পাবেন বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।