Tag Archives: Budget 2024

এবার হু হু করে কমবে মাছের দাম, ইলিশও হবে সস্তা! খুশি মৎস্যজীবীরা

কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের রপ্তানি বৃদ্ধির পাশাপাশি উন্নতিতে চিংড়ি-সহ মাছের খাদ্যের ওপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করা হয়েছে। এর ফলে ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মৎস্যজীবীরা।

চা শিল্প নিয়ে বাজেটে নীরব নির্মলা, হতাশ বিজেপি সাংসদও! দেখুন ভিডিও

চা শিল্প নিয়ে বাজেটে কোনও ঘোষণাই নেই৷ যা দেখে অবাক দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা৷ বিজেপি সাংসদ নিজেই জানিয়েছেন, এই ভাবে চা শিল্পকে উপেক্ষা করলে কয়েক বছর পরে আর কোনও মালিকই চা বাগান রাখতে চাইবেন না৷ চা শিল্পের উন্নতিতে তিনি কেন্দ্রের কাছে বেশ কয়েক দফা দাবি জানাবেন বলেও জানিয়েছেন রাজু বিস্তা৷ অন্যদিকে বিজেপি সাংসদের এই মন্তব্যকে কটাক্ষ করেছে সিটু৷ এতদিনে কেন বিজেপি সাংসদের চা শিল্পের কথা মনে পড়ল, সেই প্রশ্ন তুলেছে তারা৷ চা শিল্পকে চাঙ্গা করতে বাজেটে কোনও ঘোষণা না থাকায় হতাশ চা বাগান মালিকরাও৷

Fish Price: সামুদ্রিক মাছে কর কমেছে বাজেটে, এবার হুহু করে দাম কমবে বাঙালির প্রিয় ইলিশের?

বাজেট অনুযায়ী সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর কমিয়েছে কেন্দ্র। তাতেই কম দামে ভাতের থালায় ইলিশ, চিংড়ি, পোমফ্লেট, ভেটকি পাওয়ার আশায় বুক বেঁধেছে খাদ্য রসিক বাঙালি। তবে আদৌও কি দাম কমবে সামুদ্রিক মাছের! কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছেন। এর ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে। হুগলি জেলার চুঁচুড়া চকবাজারের মাছের আড়তে এই খবরে খুশি পাইকারী ব্যবসায়ী থেকে ক্রেতারা। বর্তমানে ইলিশের মরসুম চলছে এবং বাজারে ইলিশের আমদানি শুরু হয়েছে। কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই।

Budget 2024: রাজ্যের ১০০টি রেল স্টেশন সংস্কারের উদ্যোগ কেন্দ্রের, বরাদ্দ ১৩ কোটি ৯৪১ হাজার

নয়াদিল্লি: বড় সুখবর। রেল স্টেশন সংস্কারে ১৩ কোটি বরাদ্দ কেন্দ্রের। রাজ্যের ১০০টি রেল স্টেশন সংস্কারের উদ্যোগ। স্টেশন সংস্কারে বরাদ্দ ১৩ কোটি ৯৪১ হাজার। স্টেশন সংস্কারে রাজ্যের সহায়তা দাবি কেন্দ্রের। রেলমন্ত্রীকে পালটা কটাক্ষ শান্তনু সেনের।

Budget 2024: এবারের বাজেটে সোনার পাশাপাশি আর কী কী জিনিসের দাম কমল ? দেখে নিন পুরো লিস্ট

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য তাঁর সপ্তম কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে বেশ কিছু আইটেম ভোক্তাদের জন্য সস্তা ও দামি হয়েছে। বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রথম বাজেটটি ভারতের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনের জন্য পরিকল্পিত হয়েছে, যা অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সামাজিক কল্যাণ কর্মসূচি পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে। অর্থমন্ত্রী এমন ব্যবস্থার ঘোষণা করেছেন, যা মোবাইল ফোনের দাম, সোনা, রুপোর দাম এবং তামার দাম কম করতে পারে।

এখানে সেই সামগ্রীগুলির তালিকা রইল যা দামে সস্তা হয়ে গিয়েছে –

– অর্থমন্ত্রী মোবাইল ফোন, মোবাইল চার্জারের বেসিক শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা করেছেন।

– সোনা ও রুপোর ওপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ এবং প্ল্যাটিনামের ওপর ৬.৪ শতাংশ করা হয়েছে।

– তিনটি ক্যানসার চিকিৎসার ওষুধ বেসিক শুল্ক থেকে অব্যাহতি।

– এফএম সোলার প্যানেল তৈরিতে ব্যবহৃত অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যগুলির তালিকা প্রসারিত করারও প্রস্তাব করেছেন।

– ই-কমার্সে টিডিএস হার ১ শতাংশ থেকে ০.১ শতাংশে কমানো হয়েছে।

– ফেরোনিকেল, তামার উপর মৌলিক শুল্ক সরানো হয়েছে।

আরও পড়ুন: বাজেটের পর হুড়মুড়িয়ে কমছে সোনার দাম, আরও কমবে কি দাম ?

– নির্দিষ্ট ব্রুডস্টক, পলিচেট ওয়ার্ম, চিংড়ি এবং মাছের খাদ্যের উপর মৌলিক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

– চিংড়ি এবং মাছের খাদ্য তৈরির জন্য বিভিন্ন উপকরণের উপর শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।

– চামড়া ও টেক্সটাইল খাতে রফতানির প্রতিযোগিতা বাড়ানোর জন্, হাঁস বা রাজহাঁসের রিয়েল ডাউন ফিলিং মেটেরিয়ালের বিসিডি কমানো হয়েছে।

– পাইপলাইনে বিদ্যমান এবং নতুন সক্ষমতা সমর্থন করার জন্য, অ্যামোনিয়াম নাইট্রেটের উপর মৌলিক শুল্ক ৭.৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

– প্রতিরোধক তৈরির জন্য অক্সিজেন মুক্ত তামার উপর থেকে বেসিক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

– পারমাণবিক শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, মহাকাশ, প্রতিরক্ষা, টেলিযোগাযোগ এবং উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্সের মতো খাতের জন্য ২৫টি গুরুত্বপূর্ণ খনিজগুলির উপর শুল্ক সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের দুটিতে বিসিডি হ্রাস করা হয়েছে।

যে সামগ্রীগুলির দাম বেড়েছে তাও দেখে নেওয়া যাক –

– এফএম অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেছেন।

– সরকার নন-বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের উপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেছে।

– নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের মৌলিক শুল্ক ১০ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত হয়েছে।

– সরকার ১০ লাখের বেশি মূল্যের নোটিফায়েড পণ্যের উপর ১ শতাংশ TCS ধার্য করারও প্রস্তাব করেছে।

আরও পড়ুন: আপনার কাছে কী কী স্টক আছে? বাজেট ঘোষণায় সবচেয়ে লাভবান হতে চলেছে এই কোম্পানিগুলো

– সোলার গ্লাসের ওপর শুল্ক বাড়ানো হবে না বলেও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে, নতুন কর ব্যবস্থার অধীনে বেতনভোগী কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫,০০০ টাকা করা হবে। তিনি পেনশনভোগীদের জন্য পারিবারিক পেনশনের উপর কর ডিডাকশন ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার প্রস্তাবও করেছিলেন। ২০২৩ সালের বার্ষিক বাজেটের সময়, অর্থমন্ত্রী ভারতে মোবাইল ফোন উৎপাদনকে উন্নীত করার জন্য ক্যামেরা লেন্স সহ বিভিন্ন উপাদানের আমদানি কর কমানোর ঘোষণা করেছিলেন। অর্থমন্ত্রী ফোন এবং বৈদ্যুতিক যানবাহনের জন্য একটি অপরিহার্য উপাদান লিথিয়াম-আয়ন ব্যাটারির উপর করের হারও কমিয়েছিলেন। এই নীতি পরিবর্তনের লক্ষ্য কোম্পানিগুলির জন্য ভারতে ফোন তৈরি করা সস্তা করা।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ দেখিয়েছে যে, ভারতের জিডিপি এই বছর ৬.৫-৭% এর মধ্যে বৃদ্ধি পেতে পারে এবং খুচরা মূল্যস্ফীতি ২০২৩-২৪ এর মধ্যে ৫.৪%-এ নেমে এসেছে, যা আগে ৬.৭% ছিল। ২২ জুলাই, ২০২৪-এ সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দ্বারা উপস্থাপিত অর্থনৈতিক সমীক্ষা ২০২৩-২৪, ‘সেবা’ এবং ‘বৃদ্ধি’ শব্দগুলি সবচেয়ে বেশি ব্যবহার করেছিল। পূর্ববর্তী কয়েকটি পূর্ণ কেন্দ্রীয় বাজেটের মতো, বাজেট ২০২৪ও কাগজবিহীন আকারে বিতরণ করা হয়। একটি অন্তর্বর্তী ইউনিয়ন বাজেট ২০২৪ এর ১ ফেব্রুয়ারি পেশ করা হয়েছিল, কারণ দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল।

Union Budget 2024: কেমন হল নতুন বাজেট! যা জানাচ্ছেন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষেরা

নদিয়া: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৪-২৫ সালের বাজেট পেশ করার পরই সামনে এসেছে একাধিক পরিকল্পনা কেন্দ্রের। কৃষিতে বিশেষ নজর কেন্দ্রের, আরও কৃষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। তবে কি জানাচ্ছে সাধারণ মানুষ থেকে চাষিরা? কতটা খুশি তারা? তা জানতেই আজ আমারা পৌঁছেছিলাম তাঁদের কাছে।

কৃষিতে নজর দিয়েছে কেন্দ্র তবে কৃষকরা জানাচ্ছেন এই বাজেটে তারা খুশি নন। তারা জানাচ্ছেন, এর আগেও তাঁদের নিয়ে অনেক কথা বলেছে কেন্দ্রীয় সরকার। তবে তার বাস্তবায়ন হয়নি এখনও। তবে কৃষাণ ক্রেডিট কার্ড সমন্ধে বলতে গিয়ে চাষিদের বক্তব্য, ওই কার্ড করে কোনও লাভবান হয় না চাষিরা। তারাও ওই কার্ড করে এখনও কোনও সুযোগ সুবিধে পায়নি।

আরও পড়ুন: বাজেটের পর হুড়মুড়িয়ে কমছে সোনার দাম, আরও কমবে কি দাম ?

তবে রাজ্যের সরকার চাষিদের জন্য যা পরিকল্পনা করেছে এবং যেভাবে তাঁদের সাহায্যের হাত দিনের পর দিন করছে তাতেই তারা সংসার চালাচ্ছেন। তবে তাঁদের কথা কেন্দ্রের সরকার অনেক কথাই বলে তবে তার বাস্তবায়ন হয় না।

অপরদিকে সাধারণ মুদিখানা দোকানদারেরা জানাচ্ছেন সাধারণ মানুষের জন্য একটু ভাবা। আগামী দিনে ভয়ানক দিন আসছে। অপরদিকে সোনার দোকানের আধিকারিকদের মতে, সোনার মানুষের একটা স্বপ্ন। যেটা কিনতে সবাই চায়।

আরও পড়ুন: আপনার কাছে কী কী স্টক আছে? বাজেট ঘোষণায় সবচেয়ে লাভবান হতে চলেছে এই কোম্পানিগুলো

সোনার দাম কমার যে কথা আজকের বাজেটে উঠে এসেছে তাতে করে এবার মধ্যবিত্তর হাতের নাগালেই আসছে সোনা রুপো। তবে সাধারণ মানুষ খুশি নন এই বাজেটে। তারা জানাচ্ছেন সরকার আজ সাধারণ মানুষের জন্য কিছু ভাবেনি।

Mainak Debnath

Budget 2024-25: আমদানি শুল্ক হ্রাস থেকে কর ছাড়, বাজেটের এই বিষয়গুলোর সরাসরি প্রভাব পড়বে বাজারে

নয়াদিল্লি: মঙ্গলবার ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মধ্যবিত্ত শ্রেণী এবং এমএসএমই সেক্টর খুশি। স্টার্ট আপ, বেতনভোগী শ্রেণীর করযোগ্য আয়ে ছাড় এবং কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা দেখা গিয়েছে বাজেটে। ফলে স্বাগত জানিয়েছে শিল্প মহলও।

বাজেটে ক্যাপেক্স পরিকল্পনার সঙ্গে কোনও আপোষ করেননি নির্মলা। তবে বেশ কিছু ছাড় দিয়েছেন। রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ৫.১ শতাংশ থেকে ৪.৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি ২০২৬ অর্থবর্ষের মধ্যে রাজস্ব ঘাটতি ৪.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অভীক বড়ুয়া বলেছেন, ‘‘মধ্যমেয়াদি ঋণ স্থায়িত্বের জন্য ইতিবাচক পদক্ষেপ।’’

আয়করে ছাড়: বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি নতুন কর ব্যবস্থায় বদল এনেছেন তিনি। নয়া ঘোষণা অনুযায়ী, ৩ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না, ৩ থেকে ৭ লাখ টাকা আয়ে ৫ শতাংশ, ৭ থেকে ১০ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ, ১০ থেকে ১২ লাখ টাকা আয়ে ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লাখ টাকা আয়ে ২০ শতাংশ এবং বার্ষিক ১৫ লাখ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

এমএসএমই সেক্টর, স্টার্ট আপকে সাহায্য: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে জামানৎ বা তৃতীয় পক্ষের গ্যারান্টি ছাড়াই যন্ত্রপাতি এবং সরঞ্জাম কেনার জন্য মেয়াদি ঋণের সুবিধা অন্যতম। পাশাপাশি অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করা হয়েছে।

সোনা, রুপো ও মোবাইল ফোনে আমদানি শুল্ক হ্রাস: সোনা, রুপো এবং মোবাইল ফোনে আমদানি শুল্ক কমানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সোনা এবং রুপোর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। প্ল্যাটিনামে ১৫.৪ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৬.৪ শতাংশ। মোবাইলের আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

শিক্ষা এবং কর্মসংস্থান: সংগঠিত ক্ষেত্রে যাঁরা নতুন চাকরি পেয়েছেন তাঁদের জন্য বড় ঘোষণা করা হয়েছে বাজেটে। ইপিএফও-এর মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে ১.০৭ লক্ষ কোটি টাকার তিনটি প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

প্রথম স্কিম – যাঁরা নতুন চাকরিতে যোগ দেবেন তাঁদের এক মাসের বেতন দেবে সরকার। এই স্কিমে ২১০ লক্ষ যুবক উপকৃত হবেন।

দ্বিতীয় স্কিম – চাকরির প্রথম চার বছর ইপিএফও অবদানের ক্ষেত্রে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়কেই নির্দিষ্ট স্কেলে ভর্তুকি দেবে সরকার।

তৃতীয় স্কিম – কর্মীর ইপিএফও অবদানের ক্ষেত্রে টানা ২ বছর প্রতি মাসে ৩ হাজার টাকা পর্যন্ত নিয়োগকর্তাকে ফেরত দেবে সরকার।

উচ্চশিক্ষার জন্য মাত্র ৩ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ছাত্রদের।

Keywords: Budget 2024, Top Point

Original Story Link: https://www.news18.com/business/economy/from-income-tax-tweak-to-jobs-push-and-duty-cuts-on-gold-mobile-phones-top-points-from-budget-2024-25-8975751.html

Written By: Koushik Bhattacharya

Union Budget 2024: Real Estate বিনিয়োগকারীদের বড় ধাক্কা, সম্পত্তি বিক্রিতে দিতে হবে বেশি কর, বাজেটে বদলে গেল এই নিয়ম

রিয়েল এস্টেট বিনিয়োগকারীরা হতাশ। বাজেটে সম্পত্তি বিক্রির উপর ইনডেক্সেশন সুবিধা তুলে দেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফলে এখন থেকে ফ্ল্যাট বা বাড়ি বিক্রি থেকে আয়ের উপর অনেক বেশি কর দিতে হবে।

বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, সম্পত্তি বিক্রির ক্ষেত্রে ইনডেক্সেশন সুবিধা বাতিল করা হচ্ছে। ফলে যাঁরা পুরনো বাড়ি বা সম্পত্তি বিক্রি করেন, তাঁরা আর কেনা দাম বাড়িয়ে বলতে পারবেন না। সোজা কথায়, ক্রয়মূল্য বাড়ানোর সুযোগ থাকছে না। ফলে মূলধন লাভ কমানোর উপায় থাকল না।

আরও পড়ুন: আপনার কাছে কী কী স্টক আছে? বাজেট ঘোষণায় সবচেয়ে লাভবান হতে চলেছে এই কোম্পানিগুলো

উল্লেখ্য,সম্পত্তি বিক্রয় থেকে দীর্ঘমেয়াদি মূলধন লাভের উপর ২০ শতাংশ কর ধার্য ছিল। বাজেট ঘোষণায় এলটিসিজি করের হার ১২.৫ শতাংশ করা হয়েছে। তবে এই ইনডেক্সশন সুবিধা ছাড়াই প্রযোজ্য হবে।

বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক, এক ব্যক্তি ২০০৪ সালে ২৫ লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন। এখন ২০২৪ সালে সেই ফ্ল্যাটের দাম বেড়ে হয়েছে ১ কোটি টাকা। তিনি এই সম্পত্তি ১ কোটি টাকায় বিক্রি করলেন। বর্তমান নিয়ম অনুযায়ী, আয়কর বিভাগের সিআইআই সূচক সংখ্যার সঙ্গে ২৫ লাখ টাকার ক্রয়মূল্য বাড়াতে হবে।

বিক্রেতার ৭৫ লাখ টাকার মূল্ধন লাভ হয়েছে। এই মূলধন লাভের উপর লং টার্ম ক্যাপিটান গেইন ট্যাক্স আরোপ করা হবে। ইনডেক্সেশন সুবিধার জন্যই কেনা দাম বা ক্রয়মূল্য বাড়ানো যেত। অর্থাৎ ২৫ লাখ টাকা যদি বার্ষিক ৫ শতাংশ মূল্যস্ফীতির সঙ্গে হিসেব করা হয়, তাহলে দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে।

আরও পড়ুন: আমদানি শুল্ক কমতেই সোনা-রুপোর দামে পতন; মধ্যবিত্তের মুখে হাসি, দেখে নিন আজকের দাম

এর সঙ্গে সম্পত্তি রক্ষণাবেক্ষণের খরচের জন্য ইনডেক্সেশনের আওতায় ছাড় পাওয়া যেত। সেটাও উঠে গেল। এই পরিস্থিতিতে ৭৫ লাখ টাকা লাভে ক্রয়মূল্য বৃদ্ধি এবং মেরামতি খরচ সহ মূলধন লাভ কমে যায়। এই কারণে কম কর দিতে হচ্ছে।

সম্পত্তি বিক্রি থেকে মূলধন লাভের উপর কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১২.৫ শতাংশ করা হয়েছে, তবে ইনডেক্সেশন সুবিধা তুলে দিয়ে। কর বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের উপর করের বোঝা বাড়বে। সম্পত্তিতে বিনিয়োগকারীদের জন্য এটা বড় ধাক্কা।

Stock Market: আপনার কাছে কী কী স্টক আছে? বাজেট ঘোষণায় সবচেয়ে লাভবান হতে চলেছে এই কোম্পানিগুলো

বাজেট ঘোষণার পর থেকেই টালমাটাল শেয়ার বাজার। মূলধন লাভ কর একধাক্কায় অনেকটাই বাড়িয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফিউচার এবং অপশন ট্রেডারদের মাথায় হাত পড়ে গিয়েছে। অন্য দিকে, সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক কমানোয় হাসি ফুটেছে জুয়েলার্স ব্যবসায়ীদের মুখে।
বাজেট ঘোষণার পর থেকেই টালমাটাল শেয়ার বাজার। মূলধন লাভ কর একধাক্কায় অনেকটাই বাড়িয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফিউচার এবং অপশন ট্রেডারদের মাথায় হাত পড়ে গিয়েছে। অন্য দিকে, সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক কমানোয় হাসি ফুটেছে জুয়েলার্স ব্যবসায়ীদের মুখে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, বাজেটে কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি, এমএসএমই-কে সহায়তা প্রদান এবং মধ্যবিত্তের ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে। তবে ২০২৪-২৫ পূর্ণাঙ্গ বাজেট থেকে লাভ ঘরে তুলবে বেশ কিছু কোম্পানি। তাদের শেয়ারের দাম স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, বাজেটে কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি, এমএসএমই-কে সহায়তা প্রদান এবং মধ্যবিত্তের ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে। তবে ২০২৪-২৫ পূর্ণাঙ্গ বাজেট থেকে লাভ ঘরে তুলবে বেশ কিছু কোম্পানি। তাদের শেয়ারের দাম স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে।
যেমন টাইটান। সোনা, রুপোর দাম কমায় লাভবান হবে তারা। আবার আইটিসি-র শেয়ারের দামও আগামী দিনে বাড়তে চলেছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। কারণ বাজেটে টোব্যাকো ট্যাক্স অপরিবর্তিত রেখেছেন নির্মলা। ফলে কোম্পানির প্রবৃদ্ধি বজায় থাকবে।
যেমন টাইটান। সোনা, রুপোর দাম কমায় লাভবান হবে তারা। আবার আইটিসি-র শেয়ারের দামও আগামী দিনে বাড়তে চলেছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। কারণ বাজেটে টোব্যাকো ট্যাক্স অপরিবর্তিত রেখেছেন নির্মলা। ফলে কোম্পানির প্রবৃদ্ধি বজায় থাকবে।
বিনিয়োগকারীদের আইটিসি-র শেয়ার কেনার পরামর্শ দিয়েছে Jefferies। ৫৮৫ টাকা লক্ষ্য মূল্য রাখা হয়েছে। ১৭ শতাংশ লাভের অনুমান করছে ব্রোকারেজ সংস্থা। তাদের কথায়, “টোব্যাকো ট্যাক্স অপরিবর্তিত থাকায় সবচেয়ে বেশি লাভ হবে আইটিসির।“জেফরিস মনে করছে, ২০২৬-এর মার্চ মাস পর্যন্ত জিএসটি করও একই থাকবে। মর্গ্যান স্ট্যানলিও আইটিসি-র শেয়ারের দাম বৃদ্ধির অনুমান করছে। তাদের মতে, টোব্যাকো ট্যাক্স অপরিবর্তিত থাকার কারণে আইটিসির ব্যবসা আরও বাড়বে।
বিনিয়োগকারীদের আইটিসি-র শেয়ার কেনার পরামর্শ দিয়েছে Jefferies। ৫৮৫ টাকা লক্ষ্য মূল্য রাখা হয়েছে। ১৭ শতাংশ লাভের অনুমান করছে ব্রোকারেজ সংস্থা। তাদের কথায়, “টোব্যাকো ট্যাক্স অপরিবর্তিত থাকায় সবচেয়ে বেশি লাভ হবে আইটিসির।“জেফরিস মনে করছে, ২০২৬-এর মার্চ মাস পর্যন্ত জিএসটি করও একই থাকবে। মর্গ্যান স্ট্যানলিও আইটিসি-র শেয়ারের দাম বৃদ্ধির অনুমান করছে। তাদের মতে, টোব্যাকো ট্যাক্স অপরিবর্তিত থাকার কারণে আইটিসির ব্যবসা আরও বাড়বে।
আমদানি শুল্ক হ্রাসের কারণে টাইটান উপকৃত হবে বলে জানিয়েছে ম্যাককুয়ারি। তাদের দাবি, FY26 এবং FY27E শেয়ার প্রতি আয় ১ শতাংশ এবং ২ শতাংশ বাড়তে চলেছে। সিএলএসএ বলেছে, আমদানি শুল্ক কমানোর ফলে সোনার দামও কমবে, যা টাইটানের জন্য ইতিবাচক।
আমদানি শুল্ক হ্রাসের কারণে টাইটান উপকৃত হবে বলে জানিয়েছে ম্যাককুয়ারি। তাদের দাবি, FY26 এবং FY27E শেয়ার প্রতি আয় ১ শতাংশ এবং ২ শতাংশ বাড়তে চলেছে। সিএলএসএ বলেছে, আমদানি শুল্ক কমানোর ফলে সোনার দামও কমবে, যা টাইটানের জন্য ইতিবাচক।
পাশাপাশি বিশ্লেষকরা বলছেন, বাজেটে প্রত্যক্ষ কর হ্রাসের কারণে সম্ভাব্য সঞ্চয় বাড়বে। সংগঠিত খাতের কর্মীরা আরও বেশি ডায়রেক্ট ট্রান্সফার বেনিফিটের সুবিধা পাবেন।
পাশাপাশি বিশ্লেষকরা বলছেন, বাজেটে প্রত্যক্ষ কর হ্রাসের কারণে সম্ভাব্য সঞ্চয় বাড়বে। সংগঠিত খাতের কর্মীরা আরও বেশি ডায়রেক্ট ট্রান্সফার বেনিফিটের সুবিধা পাবেন।
এর ফলে গ্রামীণ অর্থনীতিও প্রভাবিত হবে বলে মনে করছে সিএলএসএ। উপকৃত হতে চলেছে অ্যাভিনিউ সুপার, জোম্যাটো, টাইটান, ভিবিএল, আইটিসি এবং নেসলের মতো কোম্পানি। আবার সোনা, রুপোর মতো ধাতুর সঙ্গে যুক্ত কোম্পানিগুলির জন্য এই বাজেট ইতিবাচক বলে মনে করছে ফিলিপক্যাপ।
এর ফলে গ্রামীণ অর্থনীতিও প্রভাবিত হবে বলে মনে করছে সিএলএসএ। উপকৃত হতে চলেছে অ্যাভিনিউ সুপার, জোম্যাটো, টাইটান, ভিবিএল, আইটিসি এবং নেসলের মতো কোম্পানি। আবার সোনা, রুপোর মতো ধাতুর সঙ্গে যুক্ত কোম্পানিগুলির জন্য এই বাজেট ইতিবাচক বলে মনে করছে ফিলিপক্যাপ।

বাজেটের পর হু হু করে পড়ছে শেয়ার বাজার! ‘এই’ ৩টি বিষয় জানতেই হবে বিনিয়োগকারীদের

কলকাতা: বাজেট ঘোষণার পরই হু হু করে পড়ছে শেয়ার বাজার। ৫০০ পয়েন্ট পর্যন্ত নেমে গিয়েছে নিফটি। মূলধন লাভ করে পরিবর্তনের কারণেই এই পতন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

বাজেটে মূলধন লাভ করের আওতায়, দীর্ঘমেয়াদি মূলধন লাভ ২.৫০ শতাংশ থেকে একধাক্কায় বাড়িয়ে ১২.৫ শতাংশ করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একইসঙ্গে নির্বাচিত সম্পদে স্বল্পমেয়াদি মূলধন লাভ কর বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।

প্রসঙ্গত, এক বছরের বেশি সময় ধরে রাখা তালিকাভুক্ত সম্পদ এবং দু’বছরের বেশি সময় পর্যন্ত ধরে রাখা অ-তালিকাভুক্ত এবং অ-আর্থিক সম্পদ দীর্ঘমেয়াদি মূল্ধন লাভ করের আওতায় আসবে। মঙ্গলবার বাজেটে মূলধন লাভ করে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন- বাজেটে কী কী বিষয়ের উপর বিশেষ জোর দিল মোদি সরকার? দেখে নিন ১০ পয়েন্টে

স্বল্পমেয়াদি মূলধন লাভ করে বদল: নির্দিষ্ট সেগমেন্টে স্বল্পমেয়াদি মূলধন লাভ কর বাড়ানো হয়েছে বাজেটে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ২০২৪-২৫ সালের জন্য কয়েকটি আর্থিক সম্পদে স্বল্পমেয়াদি মূলধন লাভ কর ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হল।

ঘোষণা অনুযায়ী, অন্যান্য সমস্ত আর্থিক ও অ-আর্থিক সম্পদে প্রযোজ্য কর হার অব্যাহত থাকবে।

দীর্ঘমেয়াদি মূলধন লাভ করে বদল: সমস্ত আর্থিক ও অ-আর্থিক সম্পদে ১২.৫ শতাংশ হারে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর দিতে হবে।

মধ্য ও নিম্ন আয় শ্রেণীর স্বার্থে মূলধন লাভের ছাড়ের সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বাজেটে সোনা-রুপো নিয়ে বড় ঘোষণা !

বাজেট ঘোষণা অনুযায়ী, বার্ষিক মূলধন লাভের ছাড় বাড়িয়ে ১.২৫ লক্ষ টাকা করা হয়েছে, যা আগে ১ লক্ষ টাকা ছিল।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, “সমস্ত আর্থিক ও অ-আর্থিক সম্পদের উপর ১২.৫ শতাংশ হারে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর দিতে হবে। নিম্ন ও মধ্য আয়ের শ্রেণীর সুবিধার জন্য নির্দিষ্ট তালিকাভুক্ত আর্থিক সম্পদের উপর মূলধন লাভের ছাড়ের সীমা প্রতি বছর ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১.২৫ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হল”।

দীর্ঘমেয়াদি মূলধন লাভের আওতায় কোন কোন সম্পদ আসবে: এক বছরের বেশি সময় ধরে থাকা সমস্ত তালিকাভুক্ত সম্পদ দীর্ঘমেয়াদি সম্পদ হিসেবে বিবেচিত হবে।

সমস্ত অতালিকাভুক্ত আর্থিক এবং অ-আর্থিক সম্পদের ক্ষেত্রে, দীর্ঘমেয়াদী সম্পদ বিভাগের অধীনে শ্রেণীবদ্ধ করার জন্য হোল্ডিং পিরিয়ড হবে কমপক্ষে দুই বছর। বাজেটে এমনটাই ঘোষণা করা হয়েছে।

অ-তালিকাভুক্ত বন্ড এবং ডিবেঞ্চার, ডেট মিউচুয়াল ফান্ড এবং বাজার-সংযুক্ত ডিবেঞ্চারের ক্ষেত্রে উপরের প্রযোজ্য হারে মূলধন লাভ কর দিতে হবে।