মুক্তি পেল ‘রবিনস কিচেন’-এর দ্বিতীয় গান

Robin’s Kitchen: মধ্যবিত্ত ছেলের স্বপ্নভঙ্গ আর প্রতিশোধের গল্প; মুক্তি পেল ‘রবিনস কিচেন’-এর দ্বিতীয় গান ‘এমন কেন হয়’

কলকাতা: মধ্যবিত্ত পরিবারের ছেলের স্বপ্ন আর স্বপ্নভঙ্গ। তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটা আঙ্গিক, সেটা হল ঠান্ডা মাথায় প্রতিশোধ। এমনই নিটোল ডার্ক থ্রিলার নিয়ে বড়পর্দায় হাজির ‘রবিনস কিচেন’। মূখ্য ভূমিকায় রয়েছেন বনি সেনগুপ্ত ৷ এবং প্রিয়াঙ্কা সরকার। এবার মুক্তি পেল ছবির দ্বিতীয় গান ৷

মায়ের হাতের রান্না খেতে কে না ভালবাসে! রবিনও তাই। ছোট থেকেই তার ইচ্ছা ছিল রেস্তোরাঁ খোলার। সেখানে থাকবে মায়ের হাতের বিশেষ পদগুলো। একদিন স্বপ্নপূরণ হয় রবিনের। বন্ধুদের সঙ্গে নিয়ে শুরু করে ক্যাফে। সেখানেই আলাপ হয় নীহারিকার সঙ্গে। প্রথমে বন্ধুত্ব সেখান থেকে প্রেম। মধ্যবিত্ত জীবন যেমন হয়।

আরও পড়ুন– উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস

এরপরই মোচড় আসে গল্পে। রবিন-নীহারিকার জীবনে হাজির হয় অরিত্র। রাজনৈতিক নেতা সে। কিন্তু সেটা তার মুখোশ। আসলে সে জমি মাফিয়া। ক্যাফের জমির উপরেই অরিত্রর লোভ। এদিকে ব্যবসার জন্য বাইরে যেতে হয় রবিনকে। অরিত্র সাঙ্গপাঙ্গদের নিয়ে দুর্বিষহ করে তোলে নীহারিকার জীবন। ফিরে আসার পর সব জানতে পারে।

এবার রবিন কী করবে? নীহারিকার সঙ্গে হওয়া সমস্ত অন্যায়ের বদলা নেবে? কীভাবে? এমনই সব ঘটনার ঘনঘটা নিয়ে এগিয়েছে ‘রবিনস কিচেন’। ছবির ফার্স্ট লুক, পোস্টার ও ট্রেলার লঞ্চ হয়েছে সম্প্রতি। প্রথম গান ‘এই শহর’ জিতে নিয়েছে দর্শকদের হৃদয়, দ্বিতীয় গান ‘এমন কেন হয়’-ও সাড়া ফেলে দিয়েছে। ‘এই শহর’ গানটি গেয়েছেন অর্ণব চক্রবর্তী ও রিমি দেব ৷

আরও পড়ুন– বরের দিকে তাকাতেই কান্না শুরু! কনেকে থামাতে পারল না আত্মীয়স্বজনরাও, ভাইরাল হল ভিডিও

পাণ্ডে মোশন পিকচার্স, মুকেশ পাণ্ডে প্রযোজিত ‘রবিনস কিচেন’-এর পরিচালক বাপ্পা। গল্পও লিখেছেন তিনি। বনি ও প্রিয়াঙ্কার পাশাপাশি ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন শান্তনু নাথ, কেশব ভট্টাচার্য, সাশ্রিক গঙ্গোপাধ্যায়। এই ছবির স্ক্রিপ্টও লিখেছেন সাশ্রিক। অর্ণব চক্রবর্তীর সঙ্গীত নির্দেশনায় গানটি গেয়েছেন মিত্রজিত রায় চৌধুরি। এডিটর এবং সিনেমাটোগ্রাফার যথাক্রমে সায়ন্তন নাগ ও অনুজিত কুণ্ডু। ছবির প্রচারের দায়িত্বে আছেন রানা বসু ঠাকুর।

ছবি প্রসঙ্গে পরিচালক বাপ্পা বলেন, “বরাবরই অন্য রকমের কাজ করতে পছন্দ করি। সাম্প্রতিককালে বাংলা সিনেমায় রোম্যান্স এসেছে। কিন্তু রোমাঞ্চে ভরা রোম্যান্স বোধহয় দর্শকরা খুব একটা দেখেননি। তাই এই গল্প। বনিদা ও প্রিয়াঙ্কাদির সঙ্গে আমার প্রথম কাজ। দারুণ অভিজ্ঞতা হল।’’

অভিনেতা বনি সেনগুপ্ত বলছেন, “থ্রিলার আমার নিজের খুব পছন্দের। দর্শকদেরও এই ছবি ভাল লাগবে। নতুন টিমের সঙ্গে কাজ করলাম। দারুণ অভিজ্ঞতা।’’ আক্রান্ত নির্যাতিতা যুবতী ‘নীহারিকার’ ভূমিকায় প্রশংসনীয় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। তিনি বলছেন, “বাপ্পা পরিশ্রমী পরিচালক। স্ক্রিপ্ট শুনেই ভাল লেগে গিয়েছিল। নিখাদ প্রেমের গল্প। কিন্তু সঙ্গে টানটান থ্রিলারের সমস্ত রসদ মজুত রয়েছে। দর্শকদের ভাল লাগবে।’’