Tag Archives: Bengali Movie

সমসাময়িক প্রেক্ষাপটে অস্বস্তি লড়াইয়ের কঠিন গল্প নিয়ে আসছে বাংলা ছবি ‘মহারাজ’

কলকাতা: মুসাফির স্টোরিজের প্রথম ছবি ‘মহারাজ’-এর ট্রেলার প্রকাশ্যে। পরীক্ষা-নিরীক্ষার গভীরতায় প্রথমে ডুব দিয়ে, নিরুপম দত্ত পরিচালিত এই ছবি সমসাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে তৈরি হয়েছে৷ এই ছবির গল্প বাস্তব চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে৷ ক্যালকাটা কমেডি কোম্পানির ট্রেলার লঞ্চে অমৃতা গগন চক্রবর্তী, সৌর্যদিপ্ত মুখোপাধ্যায় এবং গৌরব মুখোটি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷

কলকাতার পটভূমিতে তৈরি মহারাজ ছবির প্রধান রাহুল এবং নন্দিনীর চরিত্র৷ এই তরুণ দম্পতির জীবনের গল্প, আধুনিক যুগের অস্তিত্বের জটিলতার সঙ্গে লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছে। তাদের পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য দৈনন্দিন সংগ্রাম, মহারাজ নামে এক রহস্যময় বাবুর্চি বা রাধুনির আগমন না হওয়া পর্যন্ত তাদের পরিবারে বিশৃঙ্খলা চরমে ওঠে। মহারাজ যখন ধূমকেতুর মতো তাদের জীবনে আসেন, তখন ঘটে বিরাট পরিবর্তন৷ দম্পতির পরিবারে আসে সুখ-শান্তি৷ আপাতদৃষ্টিতে হিতৈষী মুখোশের নীচে মুড়ে রহস্য৷ সেখান থেকে শুরু হয় মতাদর্শগত সংঘাত৷ কোন দিকে মোড় নেয় জীবনের গতি, সেই দিকেই থাকবে নজর৷

আরও পড়ুনSharman Joshi: বলিউডে ‘কুখ্যাত’ ভিলেন প্রেম চোপড়ার মেয়েকে বিয়ে, বাংলার সঙ্গে কীভাবে আত্মীয়তার যোগ 3 Idiots ছবির রাজুর?

‘মহারাজ’ ছবিটি সম্পর্কের জটিলতা এবং ঠুনকো সম্পর্কের কথা তুলে ধরে৷ এছাড়াও ক্ষমা পরম ধর্ম সেই বার্তাও দেয়৷ ধর্ম, রহস্য, অস্বিত্বের অনুসন্ধান, সব মিলিয়ে এই ছবিটির গল্প খুবই সুদূর প্রসারী৷ জানিয়েছেন ছবির পরিচালক নিরুপম দত্ত।৩মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷

Eta Amader Golpo: এক অন্যরকম ভালবাসার গল্প বুনেছেন মানসী, প্রকাশ্যে এল ‘এটা আমাদের গল্প’-এর ট্রেলার

কলকাতা: থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা যাবে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেতে চলেছেন পরিচালক হিসেবে। শীঘ্রই আসছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সম্প্রতি শহরের এক অভিজাত লাউঞ্জ বারে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ৷

ধাগা প্রডাকশনের শুভঙ্কর মিত্র, সুভাষ বেরা প্রযোজিত এই ছবির টিজারও সম্প্রতি প্রকাশ্যে আসে ৷ সেখানেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলবে ‘এটা আমাদের গল্প’। আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠবে সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি।

আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা।

তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারো বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী। যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। আর সেই বিশ্বাস কীভাবে দু’টি পরিবারের মধ্যে মিশে গেল, সেই গল্পটা না-হয় আপাতত তোলাই থাকল…। আর এমন ভালবাসার গল্পের সাক্ষী থাকতে আসতেই হবে প্রেক্ষাগৃহে। কারণ এটা যে সকলের গল্প!

ছবিতে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখকে। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি।

প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার, মেঘা বিশ্বাস এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।

New Bengali Movie : শিশুদের জন্য বাংলায় প্রথমবার আসছে AI চলচ্চিত্র ‘খেলাঘর বাঁধতে লেগেছি’! থাকছে আরও নানা চমক

'খেলাঘর বাঁধতে লেগেছি' কলকাতার প্রথম এ.আই চলচ্চিত্র। তাও আবার বানানো হয়েছে শিশুদের কথা মাথায় রেখে। বর্তমান প্রজন্মের ওপর আধুনিক প্রযুক্তি কতটা প্রভাব বিস্তার করছে, এই সিনেমায় সেটাই দেখানো হবে।
‘খেলাঘর বাঁধতে লেগেছি’ কলকাতার প্রথম এ.আই চলচ্চিত্র। তাও আবার বানানো হয়েছে শিশুদের কথা মাথায় রেখে। বর্তমান প্রজন্মের ওপর আধুনিক প্রযুক্তি কতটা প্রভাব বিস্তার করছে, এই সিনেমায় সেটাই দেখানো হবে।
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পার্থসারথি দেব, জয় সেনগুপ্ত, বাসাবদত্তা চট্টোপাধ্যায়, ধ্রুব মুখোপাধ্যায়, প্লাবন দেব, শ্রীজা ভট্টাচার্য। ছবিটি পরিচালনা করেছেন শিবাজী দত্ত।
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পার্থসারথি দেব, জয় সেনগুপ্ত, বাসাবদত্তা চট্টোপাধ্যায়, ধ্রুব মুখোপাধ্যায়, প্লাবন দেব, শ্রীজা ভট্টাচার্য। ছবিটি পরিচালনা করেছেন শিবাজী দত্ত।
এক শিশু বাস্তবের বাবা-মাকে নিজের কাছে পায় না, তাই সে আশ্রয় হিসেবে বেছে নেয় এক কাল্পনিক বন্ধুকে।
এক শিশু বাস্তবের বাবা-মাকে নিজের কাছে পায় না, তাই সে আশ্রয় হিসেবে বেছে নেয় এক কাল্পনিক বন্ধুকে।
গল্পের মূল চরিত্র চারজন- প্রবোধচন্দ্র, তার ছেলে অমিতাভ, অমিতাভের স্ত্রী হেম ও অমিতাভের দুই ছেলে মেঘ আর বিদ্যুৎ। কিন্তু তাদের বাবা পারিবারিক ব্যবসা নিয়ে, আর মা নিজের অস্তিত্বের লড়াইয়ে এতটাই ব্যস্ত থাকে যে ছেলেদের সময় দিতে পারে না। তবে বাবা-মা তাদের অবহেলা করলেও ভালবাসায় ভরিয়ে রাখে দাদু।
গল্পের মূল চরিত্র চারজন- প্রবোধচন্দ্র, তার ছেলে অমিতাভ, অমিতাভের স্ত্রী হেম ও অমিতাভের দুই ছেলে মেঘ আর বিদ্যুৎ। কিন্তু তাদের বাবা পারিবারিক ব্যবসা নিয়ে, আর মা নিজের অস্তিত্বের লড়াইয়ে এতটাই ব্যস্ত থাকে যে ছেলেদের সময় দিতে পারে না। তবে বাবা-মা তাদের অবহেলা করলেও ভালবাসায় ভরিয়ে রাখে দাদু।
\কিন্তু বাবা-মা ছেলেদের সময় না দেওয়ায়, আসতে থাকে নানা সমস্যা। ঘটে যায় একের পর এক অপ্রীতিকর ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? কোন খাতে বইবে প্রবোধচন্দ্র, অমিতাভ, হেম, মেঘ আর বিদ্যুৎ-এর জীবন? তার উত্তর মিলবে 'খেলাঘর বাঁধতে লেগেছি' ছবিতে। খুব তাড়াতাড়ি ছবিটির শুভ মুক্তি হতে চলেছে।
কিন্তু বাবা-মা ছেলেদের সময় না দেওয়ায়, আসতে থাকে নানা সমস্যা। ঘটে যায় একের পর এক অপ্রীতিকর ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? কোন খাতে বইবে প্রবোধচন্দ্র, অমিতাভ, হেম, মেঘ আর বিদ্যুৎ-এর জীবন? তার উত্তর মিলবে ‘খেলাঘর বাঁধতে লেগেছি’ ছবিতে। খুব তাড়াতাড়ি ছবিটির শুভ মুক্তি হতে চলেছে।

The Red Files: বানতলা ধর্ষণ কাণ্ডের নৃশংস ঘটনা এবার বড়পর্দায়, আসছে কিঞ্জল-বিদীপ্তার ‘দ্য রেড ফাইলস’

কলকাতা: প্রকাশিত হল কিংশুক দে পরিচালিত ছবি ‘দ্য রেড ফাইলস’ ছবির অফিসিয়াল ট্রেলার। উপস্থিত ছিলেন ছবির অভিনেতা কিঞ্জল নন্দ, জুঁই সরকার, তানিশকা রায়, অভীরূপ চৌধুরী, সঞ্জীব ঘোষ, দেবপ্রসাদ হালদার ছাড়াও অনেকে। ছিলেন ছবির সংগীত পরিচালক সৌম্য ঋত।

১৯৯০-এর বানতলা ধর্ষণ কাণ্ডের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। তবে শুধু বানতলা নয়, ধর্ষণ নামক আদিম নৃশংস ব্যাধির প্রতি এক সোচ্চার প্রতিবাদ এই ছবি। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন কিংশুক দে। ক্যামেরায় রয়েছেন শুভদীপ নস্কর। ছবির সৃজণশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন সংযুক্তা দেব রায়। ছবির সম্পাদনা করছেন অমিত নস্কর।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, তানিশকা রায়, অভিরূপ চৌধুরী, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, প্রমুখ। ছবিতে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, পাপন, ও লগ্নজিতা চক্রবর্তী।

আরও পড়ুন: নতুন প্রেমে বুঁদ দিতিপ্রিয়া! ‘একাধিক নাম জুড়েছে আগে, তাই…’ প্রেমিককে নিয়ে মুখ খুললেন ‘রাণী রাসমণি’, পাত্র কে

পরিচালক কিংশুক দে ছবির বিষয়ে বলেন, “আমাদের ছবি এখন মুক্তির আগের প্রস্তুতি নিয়ে সবাই খুব ব্যস্ত। আজ ছবির ট্রেলার আত্মপ্রকাশ হল, খুবই পরিশ্রম করে, এই ছবি তৈরি করেছি আমরা। অনেক রিসার্চ, অনেক অন্বেষণের পর আজ ‘রেড ফাইলস’ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রায় তৈরি। আশা করি দর্শক সচেতন ভাবে এই ছবি দেখবেন। কেবল বিনোদন নয়, এই ছবি বাঙালির বোধোদয় করবে, প্রতিবাদের রসদ হয়ে উঠবে। এই ছবি শুধু বানতলা ধর্ষণ কাণ্ড নয়, পরবর্তী সময় ঘটে যাওয়া সমস্ত ধর্ষণের প্রতি সোচ্চার প্রতিবাদ এই ছবি। আশা করি দর্শকদের এই ছবির ট্রেলার ভাল লাগবে।”

শুক্রবার মুক্তি পেতে চলেছে ‘দ্য রেড ফাইলস’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি দর্শকদের মনে ধরবে এমনটাই আশা গোটা টিমের। ‘দ্য রেড ফাইলস’ আরও অনেক সত্যের ফাইল খুলে দেবে এমনটাই আশ্বাস দিচ্ছেন পরিচালক।

‘এটা আমাদের গল্প’; আর গানও, সুরের আবহে শহর মাতাল মানসী সিনহার ছবির মিউজিক লঞ্চ

থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা যাবে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেতে চলেছেন পরিচালক হিসেবে। শীঘ্রই আসছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সম্প্রতি শহরের এক অভিজাত রেস্তোরাঁয় হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান ৷
থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা যাবে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেতে চলেছেন পরিচালক হিসেবে। শীঘ্রই আসছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সম্প্রতি শহরের এক অভিজাত রেস্তোরাঁয় হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান ৷
সম্প্রতি এই ছবির টিজারও প্রকাশ্যে এসেছে। সেখান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলবে ‘এটা আমাদের গল্প’। আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠবে সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি।
সম্প্রতি এই ছবির টিজারও প্রকাশ্যে এসেছে। সেখান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলবে ‘এটা আমাদের গল্প’। আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠবে সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি।
আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা।
আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা।
তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারো বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী।
তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারো বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী।
যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। আর সেই বিশ্বাস কীভাবে দু’টি পরিবারের মধ্যে মিশে গেল, সেই গল্পটা না-হয় আপাতত তোলাই থাকল…। আর এমন ভালবাসার গল্পের সাক্ষী থাকতে আসতেই হবে প্রেক্ষাগৃহে। কারণ এটা যে সকলের গল্প!
যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। আর সেই বিশ্বাস কীভাবে দু’টি পরিবারের মধ্যে মিশে গেল, সেই গল্পটা না-হয় আপাতত তোলাই থাকল…। আর এমন ভালবাসার গল্পের সাক্ষী থাকতে আসতেই হবে প্রেক্ষাগৃহে। কারণ এটা যে সকলের গল্প!
ছবিতে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখকে। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি।

ছবিতে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখকে। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি।
প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।
প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।
প্রযোজক শুভঙ্কর মিত্র
প্রযোজক শুভঙ্কর মিত্র
আলাপ বোস
আলাপ বোস
মনস্বিতা ঠাকুর
মনস্বিতা ঠাকুর

Lukochuri Movie: সাহেব-অঙ্গনার সঙ্গে নতুন মুখ রাজদীপ, শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘লুকোচুরি’

কলকাতা: বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘লুকোচুরি’। থ্রিলার ও রোমান্টিক প্রেমের গল্প দেখা যাবে এই ছবিতে। জুটিতে থাকছেন নবাগত অভিনেতা রাজদীপ দেব ও অভিনেত্রী অঙ্গনা রায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়কে। ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন আত্মদ্বীপ ঘোষ, গুলশানারা খাতুন, সুকন্যা বসু ও মোমো।

আরও পড়ুন: ২১ মার্চ, আজ ভাগ্য প্রসন্ন আপনার! কাদের হাতে টাকা আসবে, কারা হবেন কাঙাল? রাশি মিলিয়ে জানুন

ইতিমধ্যে ছবির ট্রেলার ও গান মুক্তি পেয়েছে। ট্রেলার ও গান মুক্তির পরে বেশ জনপ্রিয়তা পেয়েছে ছবির গান ট্রেলার। মিকি একজন অপেশাদার চোর যে চুরি করার প্রথম রাতেই ধরা পড়ে যায়। শিবাঙ্গী, যে মেয়ে তাকে নিজের বাড়িতে চুরি করতে ধরে ফেলে, সে তাকে দেখা মাত্রই প্রেমে পড়ে যায়। কয়েকবার দেখা সাক্ষাৎ করার পর মিকি বুঝতে পারে যে মেয়েটি চোরের জীবনের উত্তেজনায় প্রেমে পড়েছে। মিকির ভাই জ্যাকি তাদের পালাতে সাহায্য করে। মিকি চুরি ছেড়ে দিয়ে একটি গ্রামের স্কুলে চাকরি নেয়। কিন্তু মিকি যে জীবন শিবাঙ্গীকে দেয়, সে খুব শীঘ্রই বিরক্ত হয়ে পড়ে। সে কি কখনও মিকিকে আবার গ্রহণ করবে? এই নিয়ে এগোয় ছবি লুকোচুরি।

ছবির শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশে। অপরূপ সব দৃশ্য ফ্রেমবন্দি হয়েছে ছবিতে। গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, সাহেব, রনজয় ভট্টাচার্য ও কিশোর রায়। ছবিতে সুর দিয়েছেন রনজয়। ক্যামেরায় সৌভিক বসু।

পরিচালক শিলাদিত্য বলেন, “এই ছবিতে বেশ কয়েকটি ভাল গান রয়েছে। গানগুলো দর্শকদের খুব ভালো লেগেছে। আশা করছি ছবির গল্প ও দর্শকদের খুব ভাল লাগবে”। শিলাদিত্য মৌলিকের আগের একটি ছবি ‘মাস্টার মশাই আপনি কিছু দেখেননি’ ইতিমধ্যেই নানা আইনি জটিলতায় আটকে রয়েছে। তাই এই ছবির মুক্তিকে ঘিরে বেশ আশাবাদী শিলাদিত্য।

Eta Amader Golpo: শাশ্বত-অপরাজিতা শোনাবেন ‘এটা আমাদের গল্প’; মুক্তি পেল মানসী সিনহার ছবির টিজার

কলকাতা: থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা যাবে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেতে চলেছেন পরিচালক হিসেবে। শীঘ্রই আসছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’।

আরও পড়ুন- এই টক শাকের উপকারিতা জানলে প্রতিদিন খাবেন, হার্ট ভাল রাখে, ক্যানসারের ঝুঁকি কমায়

সম্প্রতি আসন্ন এই ছবির টিজার প্রকাশ্যে এল। সেখান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলবে ‘এটা আমাদের গল্প’। আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠবে সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি।

আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা।

তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারো বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী।

যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। আর সেই বিশ্বাস কীভাবে দু’টি পরিবারের মধ্যে মিশে গেল, সেই গল্পটা না-হয় আপাতত তোলাই থাকল…। আর এমন ভালবাসার গল্পের সাক্ষী থাকতে আসতেই হবে প্রেক্ষাগৃহে। কারণ এটা যে সকলের গল্প!

আরও পড়ুন– কোচিং সেন্টারের পড়ুয়াদের মাসিক আয় কোটি টাকা ! রহস্য জেনে হতবাক পুলিশ

মানসী সিনহা পরিচালিত, শুভঙ্কর মিত্র ও সুভাষ বেরা – ধাগা প্রডাকশন প্রযোজিত এই ছবিতে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী, পূজা কর্মকার, যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়, জুঁই সরকার প্রমুখ। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি। প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার, মেঘা বিশ্বাস এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।

Negative: জোটে কেবল মৃত মানুষের ছবি তোলার বায়না; শিল্পীর উপযুক্ত সম্মান কি দেবে এই শহর? খুব শীঘ্রই আসছে ‘নেগেটিভ’

কলকাতা: একজন ফটোগ্রাফার এবং শিল্পী হলেন বিশ্বকর্মা। অথচ তাঁর নান্দনিক বোধ আশপাশের কেউই বুঝতে পারেন না। সকলেই ভাবেন, তিনি একজন খারাপ ফটোগ্রাফার। তাই তিনি উপেক্ষিত। ফলে কাজ আর জোটে না। জোটে কেবলই মৃত মানুষের ছবি তোলার বায়না। সংসারে অনটন রয়েছে। কারখানায় কাজ করে কোনওক্রমে সংসার টানেন বিশ্বকর্মার স্ত্রী মালা। আর টানাটানির এই সংসারেও স্বামীর প্রতি এক সম্মানমিশ্রিত মমত্ববোধ কাজ করে তাঁর। গল্পের পট-পরিবর্তনের মধ্যে দিয়ে একটা সময়ে মালা আর বিশ্বকর্মা এমন এক জায়গায় এসে পৌঁছন, যেখানে তাঁরা দু’টি চূড়ান্ত অনভিপ্রেত সিদ্ধান্ত নিতে বাধ্য হন। কিন্তু কী সেই সিদ্ধান্ত? আর কী-ই বা পরিণতি হয় তাঁদের? একজন শিল্পী কি এই সময়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত নিজের শিল্পবোধ নিয়ে টিকে থাকতে পারবেন? আর এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘নেগেটিভ’ ছবিতে।

আরও পড়ুন– মাস্কারা চোখকে আকর্ষণীয় করে তোলে তো বটেই, শুধু যদি লাগানোর আগে আর পরে এই নিয়মগুলো মেনে চলেন

শান্তনু নাথের মর্মস্পর্শী লেখনীতে পরিচালক বাপ্পা বুনেছেন একজন অসহায় শিল্পীর জীবনের এই ঘাত-প্রতিঘাতের গল্প। এর আগে বাদল সরকারের বহুলচর্চিত জনপ্রিয় নাটক অবলম্বনে তৈরি ‘শহরের উপকথা’-র মতো প্রশংসিত ছবি বানিয়েছেন বাপ্পা। সেই ছবিতে ফুটে উঠেছিল সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপট। এবার নিজের পরবর্তী ছবি ‘নেগেটিভ’-এর শ্যুটিং শেষ করলেন তিনি। এই ছবির মূল কাহিনিতে ফুটে উঠেছে আর্থিক দৈন্য এবং মর্মান্তিক জীবন সংঘর্ষের যুযুধান-চিত্র।

‘নেগেটিভ’ ছবিতে বিশ্বকর্মা এবং তাঁর স্ত্রী মালার ভূমিকায় দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা দত্তকে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শ্রীলেখা মিত্র, রাণা বসু ঠাকুর, শান্তনু নাথ, রিমি দেব এবং খালেদ মেহমুদ তূর্যকে। ছবিটির প্রডাকশনের দায়িত্বে রয়েছে A4J ফিল্মস। আর চিত্রগ্রহণ করেছেন অপু মুখোপাধ্যায়। শিল্প এবং সঙ্গীত নির্দেশনা করেছেন যথাক্রমে নীল কৌশিক এবং সৌম্য রীত। নেগেটিভ ছবিটির সম্পাদনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন নাগ।

আরও পড়ুন– ভাই-বোনের বিয়ে বাধ্যতামূলক, লঙ্ঘন করলেই শাস্তি ! এমন প্রথা প্রচলিত এ দেশেরই এক রাজ্যে

পরিচালক বাপ্পা বলেন যে, “রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটকে মাস্টার্স করেছি। প্রায় ১০ বছর ধরে থিয়েটার করছি। সেখান থেকেই শিল্পী মনের বাস। প্রথম সিনেমা ‘শহরের উপকথা’-ও বাদল সরকারের নাটক নিয়েই। সিনেমা বানানোর ইচ্ছে হয় তখনই, যখন মনে এমন কোনও ভাবনার সঞ্চার হয় যে, এই কাজটা নিজের জন্য নয়, বরং সমাজের জন্যই করা উচিত। সেখান থেকেই এই ‘নেগেটিভ’ বানানোর সিদ্ধান্ত। আমরা সকলেই লড়াই করছি প্রতিনিয়ত, কেউ সম্মান, কেউ বা যথার্থ সাম্মানিকের জন্য। কিন্তু এই লড়াই থেমে থাকে না এই ছবির গল্পে। এক অন্য ভাবধারার জন্ম নেয় শান্তনু নাথের এই গল্পে। যা একজন শিল্পী হিসেবে আমাকে ভীষণ ভাবে ছুঁয়ে গিয়েছিল। রাহুলদা, দেবলীনাদি, শ্রীলেখাদির মতো ইন্ডাস্ট্রির প্রখ্যাত শিল্পীদের ও পুরনো বন্ধুদের পাশে পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।”

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বলেন যে, “নেগেটিভ ছবিটা করে আমার নিজের খুবই ভাল লেগেছে। তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে, এর অনেকগুলি স্পেস রয়েছে। আর গল্পটা লিনিয়ার স্ট্রাক্চার অনুসরণ করলেও কখনও ননলিনিয়ার হয়ে উঠেছে। তো আবার কখনও থট স্পেসে চলে গিয়েছে। আর সেই স্পেসগুলোয় একজন অভিনেতা হিসেবে অভিনয় করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল।

আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে পিতা-পুত্র উভয়ের চরিত্রেই অভিনয় করেছি আমি। সেটা খুবই ভাল লেগেছে। আমার বিশ্বকর্মা চরিত্রটির মধ্যে অনেকগুলি স্তর রয়েছে। আর পুরো ছবি জুড়ে ফুটে উঠেছে বিচিত্র একটা সাইকোলজিক্যাল জার্নি। যেটা আমার দারুণ লেগেছে। বাপ্পার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। যেটা সবথেকে ভাল লাগে, সেটা হল – তিনি নিজের টিম নিয়ে খুবই গর্বিত এবং সকলকেই খুব প্রাধান্য দেন l”

অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, “নেগেটিভ ছবির স্ক্রিপ্ট আমাকে আকৃষ্ট করেছিল। তাই যখন পরিচালক বাপ্পা গল্পটি শোনান, তখনই আমি কাজটা করতে রাজি হয়ে যাই। এর আগেও ‘ত্রিভুজ’ নামে একটি ছবি করেছি বাপ্পার সঙ্গে, সেখানেও চিত্রনাট্য খুবই ভাল ছিল। আর এই গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিশ্বকর্মার সঙ্গে মালা চরিত্রটির রসায়ন। এরপর শ্যুটিং ফ্লোরে খুবই ভাল পরিবেশ এবং সহ-অভিনেতা পেয়েছি। যাতে আমার কাজ করতে আরও সুবিধা হয়েছে। এরপরেও আরও একটা বিষয় বলার রয়েছে। পরিচালকের প্রোডাকশন ডিজাইন নিয়েও একটা স্পষ্ট চিন্তাভাবনা করার সুযোগ পেয়েছি; সেটা সেট, লোকেশন, পোশাক কিংবা রূপসজ্জা সব কিছুতেই। এই গল্প সত্যিই বিরল। তাই আশা করব যে, ছবিটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।”

Upcoming Bengali Movie Flashback: ‘ফ্ল্যাশব্যাক’-এ অনবদ্য কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গে সৌরভ দাস ও শবনম বুবলি. চমকে দিল ছবির টিজার

কলকাতা: অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস ও শবনম বুবলী এবার এক ছবিতে। ছবিটি নাম “ফ্ল্যাশব্যাক”। মুক্তি পেল সেই ছবির অফিশিয়াল টিজার। তাতেই ধরা পড়ল বড় চমক। অভিনয়ের পাশাপাশি গল্পের প্রেক্ষাপট বেশ অন্যরকম। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাশেদ রাহা।

ছবিতে অঞ্জনের চরিত্রে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে। ফার্স্ট লুকে অভিনেতা কৌশিককে দেখা গিয়েছে একটি কালো কোট পরে।  গল্পে মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন হল সব ছেড়েছুড়ে অনেকটাই অদৃশ্য তিনি। এখনও অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে ছবিতে ডিকে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ দাস। এক ভবঘুরে চরিত্রে দেখা যায় তাঁকে। অন্যদিকে ছবির আরও এক প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শবনম বুবলী৷ পেশায় একজন ফিল্ম মেকার। তিনজন ভিন্ন চরিত্রের হলেও জীবনের অঙ্কপথে দেখা হয় অঞ্জন, শবনম ও ডিকের। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে। জীবনের খেলায় কোনদিকে যাবে ছবির মোড়! ছবি ‘ফ্ল্যাশব্যাক’ এ ধরা দেবে সবটাই।

কলকাতা শহর ও নর্থ বেঙ্গলের পাহাড়ে ছবির শ্যুটিং হয়েছে।পরিচালক রাশেদ রাহা জানান “এই ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়,  অনবদ্য। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ আর শবনম বুবলীও অসাধারণ।”

আরও পড়ুন : গরম রান্নায় ছড়িয়ে দিন এই শুকনো পাতার গুঁড়ো…বশে থাকবে ব্লাড সুগার, হার্টের অসুখ থেকে কোষ্ঠকাঠিন্য

অভিনেত্রী শবনম বুবলী জানান ‘ভারতের ছবিতে অভিনয় করতে পারা আমার খুব ভাল লাগার বিষয়। অসাধারণ একটি টিম, অসাধারণ সমস্ত অভিনেতা। কৌশিক স্যার ও সৌরভের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ। আমাদের পরিচালক রাশেদ রাহা একজন দক্ষ পরিচালক, খুব ভাল অভিজ্ঞতা এই ছবিতে অভিনয় করার। আর চরিত্রটা দারুণ, আশা করছি সবার ভালবাসা পাবো’।

অভিনেতা সৌরভ দাস জানান ‘এই ছবিতে আমার চরিত্রের মধ্যে আলাদা একটি মজা আছে। কৌশিকদা, বুবলীর সঙ্গে অভিনয় করা দারুণ অভিজ্ঞতা। এর আগে বুবলীর সাথে কাজ হয়নি আমার। দর্শকদের ভাল লাগবে ছবিটি’। ছবিতে আরও মুখ্য চরিত্রে দেখা যাবে বেশ নামকরা অভিনেতা অভিনেত্রীদের। চলতি বছরে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি “ফ্ল্যাশব্যাক”।

টলিউডের এর গণ্ডি পার করে বলিউডে ‘পারিয়া’! রইল ভিডিও

টলিউডের এর গণ্ডি পার করে বলিউডে ‘পারিয়া’। মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি। সেটির প্রচার করতে পিছপা হলেন না ববি দেওল। দিন কয়েক আগেই প্রকাশ্যে আসে ‘পারিয়া’র ট্রেলার। সেই অনুষ্ঠানে ছবির শিল্পী এবং কলাকুশলীদের সঙ্গে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা জিৎ। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘পারিয়া’র ট্রেলার পোস্টও করেছিলেন জি‍ৎ। বিক্রম চট্টোপাধ্যায়কেও শুভেচ্ছা জানিয়ে তাঁর ছবির পাশে দাঁড়ান তিনি। ছবিটিতে পথকুকুরদের হয়ে লড়তে দেখা যাবে বিক্রমকে। ‘পারিয়া’র পরতে পরতে অ্যাকশন এবং আবেগের মেলবন্ধন। ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।