হাওড়ার বস্তিতে বাস মোঘলদের শেষ বেগমের! ভিডিও চোখে জল আনবে

বস্তিতেই দিন গুজরান মোঘলদের শেষ বেগম! ভারতের ইতিহাসে জ্বলজ্বল করছে মোঘল সম্রাটদের ইতিহাস। কিন্তু সেই বেগমের জীবন অন্ধকারাচ্ছন্ন। হাওড়ার বস্তিতেই চরম অভাবে দিন কাটাচ্ছে মোঘলদের শেষ বেগম সুলতানা। তবে বস্তিতে থেকে লাল কেল্লার অধিকার চেয়ে লড়াই চালাচ্ছেন বাহাদুর শাহ জাফরের বংশের বেগম সুলতানা এবং বংশধর কামাল বখ্ত। ১৮৫৭ সালে মহাবিদ্রহের পর মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের দেশান্তরে সাজা হয়। তাঁর বংশধরদের কেউ কেউ ভারতে চলে আসেন। তেমনি এক উত্তরসূরি মির্জা মহম্মদ বেদার বখ্তার। তাঁর স্ত্রী সুলতানা বেগম। পাঁচ কন্যা সন্তানের বিবাহের পর ছেলে ও তাঁর পরিবার নিয়ে সুলতানা বেগম রয়েছে হাওড়ার এক বস্তিতে। গৌরবময় বংশ পরিচয় হলেও মোগল বেগমের ঠিকানা এখন গঙ্গা নদী লাগোয়া বস্তি। কলকাতার তালতলার পর, গত প্রায় ৪১ বছর হাওড়ার এই বস্তির একখানা ভাড়া বাড়িতে ঠাঁই হয়েছে। ঘিঞ্জি এলাকা, ছোট টালির ছাউনি কোনও রকমে মাথা ঢাকা। ছোট একখানি জানালা, ঘরের মধ্যে ঠিকমতো আলো পর্যন্ত প্রবেশ করে না। ছেলের হাতে কাজ নেই। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়।