কলকাতা মেট্রো

Kolkata Metro: শহরের তিন মেট্রো স্টেশনে থাকবে না কোনও টিকিট কাউন্টার… ১ অগাস্ট থেকে ‘বিরাট’ বদল

শহরবাসীর জন্য এবার বিরাট খবর। কলকাতা মেট্রোর তিনটি স্টেশনে এবার থাকবে না কোনও টিকিট কাউন্টার।
শহরবাসীর জন্য এবার বিরাট খবর। কলকাতা মেট্রোর তিনটি স্টেশনে এবার থাকবে না কোনও টিকিট কাউন্টার।
এই তিন স্টেশনের মধ্যে রয়েছে  তারাতলা, সখেরবাজার ও কবি সুকান্ত মেট্রো স্টেশন।
এই তিন স্টেশনের মধ্যে রয়েছে তারাতলা, সখেরবাজার ও কবি সুকান্ত মেট্রো স্টেশন।
স্টেশনগুলিতে ১ অগাস্ট থেকে টোকেন, নতুন স্মার্ট কার্ড  বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য বুকিং কাউন্টার থাকবে না।
স্টেশনগুলিতে ১ অগাস্ট থেকে টোকেন, নতুন স্মার্ট কার্ড বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য বুকিং কাউন্টার থাকবে না।
তিন স্টেশনে ASCRM বসানো হয়েছে। দুটি করে এই ধরনের মেশিন রয়েছে। ৬ মাস পরিস্থিতি খতিয়ে দেখা হবে।
তিন স্টেশনে ASCRM বসানো হয়েছে। দুটি করে এই ধরনের মেশিন রয়েছে। ৬ মাস পরিস্থিতি খতিয়ে দেখা হবে।
সখের বাজার স্টেশনে যাত্রীর সংখ্য়া মাত্র ৫৫ জন। কবি সুকান্ত স্টেশনে মাত্র ২২০ জন যাত্রী গড়ে যাতায়াত করে।
সখের বাজার স্টেশনে যাত্রীর সংখ্য়া মাত্র ৫৫ জন। কবি সুকান্ত স্টেশনে মাত্র ২২০ জন যাত্রী গড়ে যাতায়াত করে।