মমতার অভিযোগ খারিজ করল কেন্দ্র৷

Mamata Banerjee: মাইক বন্ধ করা হয়নি, মমতার অভিযোগ খারিজ করে কী দাবি করল কেন্দ্রীয় সরকার?

: নীতি আয়োগের বৈঠকে তাঁর বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনায় অপমানিত মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়েও আসেন৷ যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই অভিযোগ নস্যাৎ করল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমশেন ব্যুরোর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে বিভ্রান্তিকর বলে পাল্টা অভিযোগ করা হয়েছে৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, বক্তব্য শুরুর পাঁচ মিনিটের মাথায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়৷ যদিও এক্স হ্যান্ডেলে করা পোস্টে পিআইবি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি৷ শুধু ঘড়িতে দেখানো হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করা সময় শেষ হয়ে গিয়েছে৷

পিআইবি দাবি করেছে, নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে৷ এই দাবি ঠিক নয়৷ শুধুমাত্র ঘড়িতে দেখানো হয় যে তাঁর বলার জন্য বরাদ্দ সময় শেষ হয়ে গিয়েছে৷ এমন কি, তাঁকে সতর্ক করার জন্য বেলও বাজানো হয়নি৷

আরও পড়ুন: নায়ডু, হিমন্তদের ১৫-২০ মিনিট করে সময়, নীতি আয়োগের বৈঠকে ঠিক কী হল? বিস্ফোরক মমতা

বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের মধ্যে এ দিন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই নীতি আয়োগের বৈঠকে যোগ দেন৷ যদিও বৈঠকের মাঝপথে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, ‘দেশের স্বার্থে বাংলার স্বার্থে রাজ্যগুলির স্বার্থে আমি এখানে এসেছিলাম৷ বিরোধী পক্ষের অন্য কেউ আসেনি৷ আমি একা এসেছিলাম৷ আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, বাংলার সমস্ত দলের উন্নয়ন বন্ধ করে দিয়েছেন৷ আপনারা বিরোধীদের কোনও সুযোগ দেন না৷ তিন বছর ধরে সব উন্নয়ন বন্ধ৷ গত বছর পর্যন্ত ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই৷ বাজেটে এ বছরও শূন্য৷ এইটুকু বলার পরই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়৷ আমি তখন বললাম আমার মাইক কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? এটা আমাকে অপমান করা হল৷ সব বিরোধী দলকেই অপমান করা হল৷ এর পরে আর আমার এখানে থাকা সম্ভব নয়, আমি চললাম৷’

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, তাঁর আগে বক্তব্য রাখা চন্দ্রবাবু নায়ডু, হিমন্ত বিশ্বশর্মার মতো অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের দশ থেকে কু়ড়ি মিনিট বলতে দেওয়া হয়৷ সেখানে তাঁর বেলায় পাঁচ মিনিটেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে৷ এই ঘটনা বাংলা তথা সব বিরোধী শাসিত রাজ্যের অপমান বলেই অভিযোগ করেন মমতা৷