Train Accident: লোকাল ট্রেনের দরজায় ঝুলে স্টান্ট! ভিডিও ভাইরাল করতে গিয়ে ঘটল বীভৎস ঘটনা

মহারাষ্ট্র: লোকাল ট্রেনের দরজা দিয়ে ঝুলে স্টান্ট দেখাতে গিয়ে বীভৎস ঘটনা৷ ভাইরাল ভিডিয়োর পিছনে থাকা তরুণকে খুঁজে গ্রেফতার করতে গিয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স যা দেখল, তাতে স্তম্ভিত সকলে৷

সম্প্রতি  সোশ্যাল মিডিয়া ‘X’-এ একটি স্টান্ট ভিডিও পোস্ট করেছিল এক তরুণ৷ ভিডিয়োয় দেখা গিয়েছিল, চলন্ত লোকাল ট্রেনের দরজায় ঝুলে সে প্ল্যাটফর্মে স্কেট করছে৷ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও৷

ভিডিওটি রেল প্রশাসনের চোখে আসতেই এবিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মনোস্থির করে তারা৷ সেই মতো শুরু হয় তরুণের খোঁজ৷ জানা যায়, ভিডিওটি তোলা হয়েছিল সেঁওড়ি স্টেশনে৷

আরও পড়ুন: ফের তছনছ ইজরায়েলের আয়রন ডোম! মুড়ি-মুড়কির মতো রকেট হানা…আছড়ে পড়ল বাচ্চাদের খেলার মাঠেও

ওয়াডালা ইউনিটের আরপিএফ এ বিষয়ে একটি মামলা রেজিস্টার করে৷ জানা যায়, ওই তরুণের নাম ফরহত আজাম শেখ৷ তার বাড়ি সেন্ট্রাল মুম্বইয়ের আন্টপ হিল এলাকায়৷ কিন্তু আরপিএফ যখন তার বাড়িতে যায় তখন দেখে, ওই তরুণ তার একদিকের একটি পা ও একটি হাত হারিয়েছে৷

গত ৭ মার্চ সে সেঁওড়ি স্টেশনে ওই স্টান্ট করার পরে ১৪ এপ্রিল মসজিদ স্টেশনেও ওই একই স্টান্ট করতে যায়৷ সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে সে৷ ট্রেন দুর্ঘটনায় হারায় একটি হাত ও একটি পা৷

আরও পড়ুন: প্রেমিকাকে এলোপাথাড়ি ছুড়ির কোপ, তারপর ছুঁড়ে ফেলা হল ঝোপেঝাড়ে..ভয়ঙ্কর ঘটনা

গত ৭ মার্চ তার স্টান্টের ভিডিওটি তার এক বন্ধু তুলে দিয়েছিল৷ সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় গত ১৪ জুলাই৷ তারপরেই হয় ভাইরাল।

ফারহতের নিদর্শন দেখিয়ে সকলকে এই ধরনের স্টান্ট করা থেকে বিরত হওয়ার বার্তা দিয়েছে আরপিএফ৷