Tag Archives: Mumbai

Tallest Building of India: ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিং, কিন্তু কেউ থাকে না! কেন? শুনলে তাজ্জব হয়ে যাবেন! কোথায় এই বিল্ডিং

মুম্বই: ভারতের বুর্জ খলিফা। এমন নামে ডাকাই যায়! তবে খুব কম লোকই এটি সম্পর্কে জানেন। ২০০৭ সাল থেকে এর নির্মাণকাজ চলছে। তবে প্রতিবারই কোনও না কোনও বাধার সম্মুখীন হয় এই বিল্ডিং। আজ পর্যন্ত এর নির্মাণকাজ শেষ হয়নি।
মুম্বই: ভারতের বুর্জ খলিফা। এমন নামে ডাকাই যায়! তবে খুব কম লোকই এটি সম্পর্কে জানেন। ২০০৭ সাল থেকে এর নির্মাণকাজ চলছে। তবে প্রতিবারই কোনও না কোনও বাধার সম্মুখীন হয় এই বিল্ডিং। আজ পর্যন্ত এর নির্মাণকাজ শেষ হয়নি।
মুম্বইয়ের ওরলিতে নির্মিত প্যালেস রয়্যালের মূল কাঠামো সম্পূর্ণ হয়েছে। মেঝেও তৈরি করা হয়েছে। তবে এখনও কাজ অসম্পূর্ণ। খুব শীঘ্রই এই বিল্ডিংয়ের কাজ শেষ হবে বলে অনুমান করা হচ্ছে।
মুম্বইয়ের ওরলিতে নির্মিত প্যালেস রয়্যালের মূল কাঠামো সম্পূর্ণ হয়েছে। মেঝেও তৈরি করা হয়েছে। তবে এখনও কাজ অসম্পূর্ণ। খুব শীঘ্রই এই বিল্ডিংয়ের কাজ শেষ হবে বলে অনুমান করা হচ্ছে।
এই ভবনটি নিয়ে সময়ে সময়ে আলোচনা হয়। এটি নির্মাণের গল্প অদ্ভুত এবং দুঃখজনকও বটে! ২০০৭ সালে এই বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়। যিনি এই প্রকল্পের ভিত্তি স্থাপন করেছিলেন, তাঁর নাম বিকাশ কাসলিওয়াল।
এই ভবনটি নিয়ে সময়ে সময়ে আলোচনা হয়। এটি নির্মাণের গল্প অদ্ভুত এবং দুঃখজনকও বটে! ২০০৭ সালে এই বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়। যিনি এই প্রকল্পের ভিত্তি স্থাপন করেছিলেন, তাঁর নাম বিকাশ কাসলিওয়াল।
তিনি একজন রিয়েল এস্টেট ডেভেলপার। শ্রীরাম আরবান ইনফ্রার কর্ণধার ছিলেন। গত বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে তাঁর লেখা একটি চিঠি এই বিল্ডিং নিয়ে ফের আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
তিনি একজন রিয়েল এস্টেট ডেভেলপার। শ্রীরাম আরবান ইনফ্রার কর্ণধার ছিলেন। গত বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে তাঁর লেখা একটি চিঠি এই বিল্ডিং নিয়ে ফের আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
কাসলিওয়ালের অভিযোগ ছিল, এই বিল্ডিং তৈরিতে ১০০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। কাসলিওয়াল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে লেখা একটি চিঠিতে বলেছেন, রাজ্য সরকার এবং বৃহত্তর মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এই ভবনটি নির্মাণে রাজস্বের ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এই অভিযোগের পর কী হল, সে খবর নেই কারও কাছে।
কাসলিওয়ালের অভিযোগ ছিল, এই বিল্ডিং তৈরিতে ১০০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। কাসলিওয়াল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে লেখা একটি চিঠিতে বলেছেন, রাজ্য সরকার এবং বৃহত্তর মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এই ভবনটি নির্মাণে রাজস্বের ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এই অভিযোগের পর কী হল, সে খবর নেই কারও কাছে।
বিল্ডিংয়ের উপরের তলার কাজ শুরু হওয়ার ৫ বছর পর ২০১২ সালে শেষ হয়। সেই বছর বিল্ডিংয়ের বিরুদ্ধে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। বিষয়টি আদালতে পৌঁছয় এবং এর নির্মাণ বন্ধ করা হয়। এই প্রকল্পের উদ্যোক্তা শ্রীরাম আরবান ইনফ্রা নিজেই দেউলিয়া হয়ে গিয়েছিল।
বিল্ডিংয়ের উপরের তলার কাজ শুরু হওয়ার ৫ বছর পর ২০১২ সালে শেষ হয়। সেই বছর বিল্ডিংয়ের বিরুদ্ধে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। বিষয়টি আদালতে পৌঁছয় এবং এর নির্মাণ বন্ধ করা হয়। এই প্রকল্পের উদ্যোক্তা শ্রীরাম আরবান ইনফ্রা নিজেই দেউলিয়া হয়ে গিয়েছিল।
তারা ইন্ডিয়াবুলসের কাছ থেকে ঋণ নিয়েছিল। তাই ইন্ডিয়াবুলস প্রকল্পটি নিলাম করে। আশ্রয় প্রাইভেট লিমিটেড ওই প্রকল্প ২০২২ সালের শেষের দিকে ফের শুরু করে। এই বিল্ডিং তৈরিতে ব্যয় হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা।
তারা ইন্ডিয়াবুলসের কাছ থেকে ঋণ নিয়েছিল। তাই ইন্ডিয়াবুলস প্রকল্পটি নিলাম করে। আশ্রয় প্রাইভেট লিমিটেড ওই প্রকল্প ২০২২ সালের শেষের দিকে ফের শুরু করে। এই বিল্ডিং তৈরিতে ব্যয় হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা।
এই বিল্ডিংয়ে মোট ৭২টি তলা রয়েছে। এটি একটি প্রিমিয়াম আবাসিক বিল্ডিং। যেহেতু এটি ভারতের সবচেয়ে উঁচু আবাসিক বিল্ডিং, তাই এখানকার ফ্ল্যাটের দাম সেই অনুযায়ী চড়া। ২০১৩ সালে এই বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটের বুকিং মূল্য ছিল ২৭ কোটি টাকা। আজ এখানকার সবচেয়ে সস্তা ফ্ল্যাটের দাম ৪০ কোটি টাকা।
এই বিল্ডিংয়ে মোট ৭২টি তলা রয়েছে। এটি একটি প্রিমিয়াম আবাসিক বিল্ডিং। যেহেতু এটি ভারতের সবচেয়ে উঁচু আবাসিক বিল্ডিং, তাই এখানকার ফ্ল্যাটের দাম সেই অনুযায়ী চড়া। ২০১৩ সালে এই বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটের বুকিং মূল্য ছিল ২৭ কোটি টাকা। আজ এখানকার সবচেয়ে সস্তা ফ্ল্যাটের দাম ৪০ কোটি টাকা।

Mumbai Hoarding Collapse: ঝড়ে হোর্ডিং ভেঙে ১৪ জনের মৃত্যু মুম্বইয়ে, মালিককে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে!

মুম্বই: চলতি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ গত ১৩ মে আচমকাই ধুলোঝড়ে ঢেকে যায় বাণিজ্যনগরী মুম্বই। তীব্র ধুলোঝড় এবং বৃষ্টির জেরে ওই দিন ঘাটকোপার এলাকার একটি বিশাল মাপের বিলবোর্ড ভেঙে পড়েছিল। তবে সেই বিলবোর্ডটির মালিকের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে যে, ওই ব্যক্তি আসলে ধর্ষণের মামলায় অভিযুক্ত। এমনকী অতীতে বেআইনি ভাবে হোর্ডিং লাগানোর অভিযোগে অন্তত ২১ বার শাস্তির মুখে পড়তে হয়েছিল তাকে।

পুলিশ সূত্রে খবর, ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ভবেশ ভিন্ডে। আসলে ১২০×১২০ মাপের ওই বেআইনি হোর্ডিংটি ছিল ভবেশের সংস্থারই। এদিকে চলতি বছরের গোড়ার দিকে মুলুন্ড থানায় ভবেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণের জেরে শাস্তি) ধারার অধীনে মামলা দায়ের হয়েছিল। তবে সেই মামলায় আগাম জামিনে ছাড় পায় ওই ব্যক্তি। তার লিগ্যাল টিমের দাবি, ভবেশের বিরুদ্ধে ওই মামলা মিথ্যা।
পুলিশ জানিয়েছে যে, ৫১ বছর বয়সী ভবেশ ভিন্ডে এবং অন্যদের বিরুদ্ধে পন্ত নগর থানায় অপরাধমূলক হত্যাকাণ্ড এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মূল অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই মোট ২১টি অজ্ঞাত অভিযোগ ঝুলছে। আর প্রতিটিই কোনও অনুমোদন ছাড়া ব্যানার লাগানোর অভিযোগ। এই মামলাগুলি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের ৩২৮ (ছাড়পত্র ছাড়া হোর্ডিং লাগানো) এবং ৪৭১ (জরিমানা) ধারার অধীনে রুজু হয়েছে। এছাড়া ২০০৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় মুলুন্ড থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ওই ব্যক্তি এই অভিযোগগুলির পাশাপাশি তার নির্বাচনী হলফনামায় চেক বাউন্সিং সম্পর্কিত দু’টি অপরাধ ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার মৃত্যু নেই! নামটা জানেন? তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!

তবে এখন ভবেশ ভিন্ডে পলাতক। মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফনসলকর নিশ্চিত করে জানিয়েছেন যে, এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র তরফে জানানো হয়েছে যে, হোর্ডিং ভেঙে পড়ার ঘটনাস্থল অর্থাৎ জিআরপি ল্যান্ডের বাকি বিলবোর্ডগুলিও নামিয়ে ফেলা হবে।

পুরসভার তরফে আগে জানানো হয়েছিল যে, নির্দিষ্ট ওই হোর্ডিং বসানোর জন্য তারা ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডকে একটা নোটিস পাঠিয়েছিল। এক সিনিয়র আধিকারিক বলেন, এন-ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার ওই বিজ্ঞাপন সংস্থাকে হোর্ডিং সরানোর জন্য নোটিস পাঠিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও কোনও সাড়া মেলেনি।

পুর আধিকারিকরা জানিয়েছেন যে, বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। আর আহত হয়েছেন প্রায় ৭৫ জন। ঘটনাস্থলে উদ্ধারকার্য শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সোমবার রাতের দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। শহরের সমস্ত হোর্ডিংয়ের স্ট্রাকচারাল অডিটের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে।

Organic Cosmetic Products: প্রসাধনীতে লক্ষ্মীলাভ! স্টার্ট আপে জৈব প্রসাধনী তৈরি করে বাজিমাত মুম্বইয়ের দম্পতির

দেশ জুড়ে স্টার্টআপের ঝড় উঠেছে। এগিয়ে আসছেন মহিলারা। নিজের হাতে তৈরি করছেন কোটি টাকার সাম্রাজ্য। উপকৃত হচ্ছেন শতাধিক পরিবার। অর্থনীতির আঙিনায় লেখা হচ্ছে এক অন্য ইতিহাস।

সেই ইতিহাসেরই একটি চরিত্র স্বপ্না সিঙ্ঘভি। মুম্বইয়ের কান্দিভালির বাসিন্দা। স্বামী এবং দেওরকে সঙ্গে নিয়ে তিনি শুরু করেছেন স্টার্টআপ। স্বপ্না জানান, জৈব সাবান, ফেস ওয়াশ, তেল, ফেস মাস্কের মতো প্রসাধনী পণ্য তৈরি করে তাঁর সংস্থা। ত্বক এবং চুলের জন্য দারুণ উপকারী।

ত্বক ও চুলের যত্নে নিত্যনতুন পণ্য ব্যবহার করেন মহিলারা। কিন্তু এতে উপকারের বদলে লোকসান বেশি হয়। কারণ বেশিরভাগ পণ্যেই ক্ষতিকারক রাসায়নিক থাকে। ফলে ত্বক ও চুলের জন্য যা মারাত্মক ক্ষতিকর। এই দিক থেকে জৈব পণ্যের সম্পূর্ণ নিরাপদ।

আরও পড়ুন : ‘অভিনেত্রীর পারিশ্রমিক কমাতে চান সকলেই’! এখনও টাকার জন্য মরিয়া লড়াই সোনাক্ষীর!

সেটা করোনার সময়। গোটা দেশে লকডাউন। সেই সময় স্বপ্নার মনে হয়, শারীরিক সুস্থতার জন্য কিছু করা দরকার। সেই শুরু। ফেস ওয়াশ। ফেস মাস্ক, জৈব সাবানের মতো জিনিস কীভাবে তৈরি করতে হয়, সেই নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। তার কিছুদিন পর স্বামী এবং দেওরকে নিয়ে নেমে পড়েন ব্যবসায়।

স্বপ্নার দেওর অক্ষয় সিঙ্ঘভি জানান, তাঁদের কোম্পানিতে সব ধরণের জৈব সাবান তৈরি করা হয়। যেমন নিম, লেবু, গোলাপ, তরমুজ, চেরি ইত্যাদি। তিনি বলেন, “গ্রাহকরা ত্বকের সমস্যার কথা জানালে তাঁর ভিত্তিতে আমরা সাবান, ক্রিম, তেল এবং ফেস মাস্ক তৈরি করে দিই”। এখানে সাবানের দাম ৮০ টাকা থেকে শুরু।

অক্ষয় এও জানান যে তাঁদের পুরো ব্যবসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচালিত হয়। চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, হায়দরাবাদ এবং পুণের মতো মেট্রোপলিটন শহর থেকে গ্রাহকরা অর্ডার দেন। এছাড়া যে সব মহিলা বাড়ি থেকে বিভিন্ন পণ্য বিক্রি করেন, তাঁদের মাধ্যমেও জৈব পণ্য বিক্রি করা হয়।

অক্ষয় আরও জানান, অর্গ্যানিক সাবান ছাড়াও এখানকার উপটান পাউডার জৈব তেলের প্রচুর চাহিদা রয়েছে। এখানকার পণ্য অন্যান্য পণ্যের তুলনায় অনেক সস্তা বলেও দাবি করেন তিনি।

Mumbai Billboard Collapse: প্রচণ্ড ঝড়ে উপড়ে গেল বিলবোর্ড ! মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ১৪ জনের

মুম্বই: ভয়াবহ ঝড় মুম্বইয়ে ! সাংঘাতিক এই ধুলো ঝড়ে বিলবোর্ড উপড়ে পড়ে ১৪ জনের মৃত্যু হল ঘাটকোপর এলাকায় ৷ ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ায় নীচে থাকা অনেকেই সেসময়ে চাপা পড়েন ৷ এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎই আকাশ কালো করে তীব্র ঝড় ওঠে মুম্বইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধুলো ঝড়। সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় একটি বিশালাকার ওই বিজ্ঞাপনের বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই।

আরও পড়ুন– রাজ্যে ফের শুষ্ক আবহাওয়া ও শুকনো গরমের দাপট বাড়বে! বৃষ্টির সামান্য পূর্বাভাস কোন কোন জেলায়? জেনে নিন

প্রচণ্ড ঝড়ে বিলবোর্ডটি ভেঙে পড়ে একটি পেট্রোল পাম্পের উপর। যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রোল পাম্পের ছাদ। চাপা পড়ে সেসময়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। উদ্ধার করা হয় ৬০ জনকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন– বাড়ির এই জায়গায় কখনই ইনভার্টার রাখা ঠিক নয়, ব্যাটারির দীর্ঘ আয়ু চাইলে সতর্ক হন এখনই

ঘটনার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

Billboard Collapsed in Mumbai: যেন দানব! ধুলোঝড়ের সঙ্গে বৃষ্টি, মুম্বইয়ে বিল বোর্ড ভেঙে থেঁতলে গেল আট জন, আহত ৬৪

১০০ ফুটের বিলবোর্ডও রক্ষা পেল না৷ মুম্বইয়ে প্রকৃতির তাণ্ডবে কার্যত লণ্ডভন্ড হয়ে গেল সাজানো শহর৷ শুধু তাই নয়, ঘটনায় মৃত্যু হল আট জনের, আহত প্রায় ৬৪ জন৷ লোকসভা নির্বাচনের দিনেই এই ঘটনায় কার্যত তীব্র আতঙ্কে ভুগছে বাণিজ্য নগরী৷
১০০ ফুটের বিলবোর্ডও রক্ষা পেল না৷ মুম্বইয়ে প্রকৃতির তাণ্ডবে কার্যত লণ্ডভন্ড হয়ে গেল সাজানো শহর৷ শুধু তাই নয়, ঘটনায় মৃত্যু হল আট জনের, আহত প্রায় ৬৪ জন৷ লোকসভা নির্বাচনের দিনেই এই ঘটনায় কার্যত তীব্র আতঙ্কে ভুগছে বাণিজ্য নগরী৷
জানা গিয়েছে, যে বিল বোর্ড ভেঙে পড়েছে, সেটি বেআইনি ভাবে স্থাপন করা হয়েছিল ঘাটকোপর এলাকার একটি পেট্রল পাম্পের পাশে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছেছে এখনও পর্যন্ত ওই বিশাল বিলবোর্ডের তলায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে পারেনি৷ (ছবি: পিটিআই)
জানা গিয়েছে, যে বিল বোর্ড ভেঙে পড়েছে, সেটি বেআইনি ভাবে স্থাপন করা হয়েছিল ঘাটকোপর এলাকার একটি পেট্রল পাম্পের পাশে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছেছে এখনও পর্যন্ত ওই বিশাল বিলবোর্ডের তলায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে পারেনি৷ (ছবি: পিটিআই)
ঘাটকোপরের এই ঘটনার পর মৃতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বইয়ে নিজের প্রচার বন্ধ রেখে দেখা করতে গিয়েছেন আর্ত-পরিবারের সঙ্গে৷ (ছবি: পিটিআই)
ঘাটকোপরের এই ঘটনার পর মৃতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মুম্বইয়ে নিজের প্রচার বন্ধ রেখে দেখা করতে গিয়েছেন আর্ত-পরিবারের সঙ্গে৷ (ছবি: পিটিআই)
এক্স হ্যান্ডেলে দেবেন্দ্র ফড়নবিশ লিখেছেন, এক দিকে বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি অন্য দিকে মুম্বই পুলিশ-সহ স্থানীয় প্রশাসন ওই বিশাল বিলবোর্ডের তলায় আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ করছে৷ এ ছাড়াও উদ্ধার কাজে যোগ দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ (ছবি: পিটিআই)

এক্স হ্যান্ডেলে দেবেন্দ্র ফড়নবিশ লিখেছেন, এক দিকে বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি অন্য দিকে মুম্বই পুলিশ-সহ স্থানীয় প্রশাসন ওই বিশাল বিলবোর্ডের তলায় আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ করছে৷ এ ছাড়াও উদ্ধার কাজে যোগ দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ (ছবি: পিটিআই)
এই বিপুল প্রাকৃতিক দুর্যোগের কারণে মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ থেকেছে প্রায় ১ ঘণ্টা৷ পাশাপাশি, বিপুল দেরিতে চলছে ট্রেন পরিষেবাও৷ বিল বোর্ড ভেঙে পড়ার পর সেটি কেটে সকলকে উদ্ধার করতে, এ ছাড়াও এসেছে একটি ৫০০ মেট্রিক টন তোলার মতো ক্রেনও৷ এমনিতে এই বিপুল ধুলোঝড়ের আশঙ্কা ছিলই৷ তার মধ্যে বৃষ্টি এসে যোগ দেওয়ায় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে বাণিজ্য নগরীতে৷ (ছবি: পিটিআই)

এই বিপুল প্রাকৃতিক দুর্যোগের কারণে মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ থেকেছে প্রায় ১ ঘণ্টা৷ পাশাপাশি, বিপুল দেরিতে চলছে ট্রেন পরিষেবাও৷ বিল বোর্ড ভেঙে পড়ার পর সেটি কেটে সকলকে উদ্ধার করতে, এ ছাড়াও এসেছে একটি ৫০০ মেট্রিক টন তোলার মতো ক্রেনও৷ এমনিতে এই বিপুল ধুলোঝড়ের আশঙ্কা ছিলই৷ তার মধ্যে বৃষ্টি এসে যোগ দেওয়ায় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে বাণিজ্য নগরীতে৷ (ছবি: পিটিআই)

Accident: মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা! গাড়ির মধ্যে রক্তাক্ত সব দেহ! বেরিয়ে আসছে কান্নার শব্দ

মুম্বই: মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা। শুক্রবার ভোরে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। গুরুতর আহত হন আটজন। দুর্ঘটনাটি ঘটে যখন এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক ব্রেক ফেইল করে।

যার ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে জাতীয় সড়কে থাকা আরও দুটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। আর এতেই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনাটি।

আরও পড়ুন: সব টাকা ‘চুরি’ হয়ে যাবে, AI-এর ভয়েস ক্লোনিং অ্যাপই এখন সবথেকে বড় মাথাব্যথা! ঠকছেন বহু মানুষ

আহতদের দ্রুত চিকিৎসার জন্য খোপোলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে ট্রাকটির ব্রেক ফেইল ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

রাস্তার ধারের ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে মৃত্যু ১৯ বছরের যুবকের ! গ্রেফতার ২ বিক্রেতা

মুম্বই: ফাস্টফুড খেতে কার না ভাল লাগে ৷ এখন সারা দেশেই জনপ্রিয় একটি খাবার হল ‘শাওয়ারমা’ (Chicken Shawarma) ৷ মিডল ইস্টার্ন এই খাবার বহুদিন আগের থেকেই ভারতে অত্যন্ত জনপ্রিয় ৷ কিন্তু রাস্তার ধারের একটি ফুড স্টল থেকে চিকেন শাওয়ারমা খেয়েই এবার মৃত্যু হল মুম্বইয়ের ১৯ বছরের এক যুবকের ৷ গত ৩ মে মুম্বইয়ের ট্রম্বে এলাকার একটি ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ কিনে খান প্রথমেশ ভোকসে (Prathamesh Bhokse) নামের ওই যুবক।

আরও পড়ুন– কলকাতায় বসেই দিব্যি চেখে দেখা যাবে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবার; এলাহি আয়োজন শহরের পাঁচতারা হোটেলে

আরও পড়ুন– সামনে এল মাফিয়া আতিক আহমেদের দুই ছেলের বোর্ড পরীক্ষার রেজাল্ট, তাদের নম্বর দেখলে চমকে যাবেন !

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে বাড়ি ফেরার পরই প্রচণ্ড পেটে ব্যাথা শুরু হয় প্রথমেশ ভোকসের। পেটে মারাত্মক ব্যাথার পাশাপাশি শুরু হয় বমি। তাঁর শারীরিক অবস্থা দেখে তড়িঘড়ি প্রথমেশের বাড়ির লোকেরা তাঁকে স্থানীয় পুরসভার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় প্রথমেশকে। বাড়ি ফেরার পর পরের দিন অর্থাৎ ৫ মে ফের অসুস্থ বোধ করেন প্রথমেশ। পরিস্থিতি ঠিক নয় বুঝে পরিবারের সদস্যরা তাকে কেইএম হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর প্রথমেশকে ছেড়ে দেওয়া হলেও তাঁর অবস্থার ফের অবনতি হয় ৷ এবং হাসপাতালে পুনরায় ভর্তি করার পর শুরু হয় চিকিৎসা। তবে শেষরক্ষা আর হয়নি। ৫ তারিখই মৃত্যু হয় প্রথমেশের ৷

বিষয়টির তদন্তে নেমে ওই ফুড স্টলের দুই বিক্রেতা আনন্দ কামলে এবং আহমেদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ এবং ২৭৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷

Mohun Bagan: আইএসএল ফাইনালে প্রথমার্ধে কামিন্সের গোলে এগিয়ে মোহনবাগান, চ্যাম্পিয়নশিপের থেকে ৪৫ মিনিট দূরে সবুজ-মেরুণ

কলকাতা: আইএসএল ফাইনালের প্রথমার্ধেই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়াপ গন্ধ পাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে দর্শকের পূর্ণ সমর্থন নিয়ে ফাইনালের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সবুজ-মেরুণ ব্রিগেড। গোল করে মোহনবাগানকে লিড এনে দিয়েছেন জেসন কামিংস। ফের একবার মরশুমে ত্রিমুকুট জিতে ইতিহাস গড়ার দোরগোড়ায় আন্তোনিও লোপেজ হাবাসের দল।

এদিন যুবভারতীতে টানটানভাবে শুরু হয় আইএসএল ২০২৩-২৪ এর ফাইনাল। আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। দু দলই একাধিকবার গোল করার কাছাকাছি চলে গিয়েছিল। বেশি আক্রমণ করে মুম্বই। কিন্তু জালে বল জড়াতে পারছিল না কোনও দলই। তবে বল পজিশন ও গোলমুখী শট মোহনবাগানের থেকে বেশি ছিল মুম্বই সিটি এফসির। কাজের কাজটা করে ফেলে মোহনবাগান।

আরও পড়ুনঃ KKR News: মিচেল স্টার্কের ভাগ্য ফেরালেন অন্য একজন! কেকেআর ফ্যানেরা বলছেন ‘লাকি চার্ম’

ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিটের শেষ মুহূর্তে মোহনবাগানেপ হয়ে গোলের মুখ খোলেন জেসন কামিন্স। দুরন্ত গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ইনজুরি টাইমে গল শোধ করার মরিয়া চেষ্টা করে মুম্বই সিটি এফসি। তবে গোলের মুখ আর খোলেনি। ১-০ গোলে এগিয়ে থেকে ফাইনালে বিরতিতে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর ৪৫ মিনিট লিড ধরে রাখতে পারলেই চ্যাম্পিয়ন মোহনবাগান।

Mumbai Hospital: বেনজির গাফিলতি! মোবাইলের ফ্লাশলাইটে সি সেকশন অস্ত্রোপচার! মুম্বইয়ের হাসপাতালে নিথর শিশু প্রসব করে মৃত্যু তরুণীর

মুম্বই : গাফিলতির চূড়ান্ত ছবি মুম্বইয়ের হাসপাতালে। সোমবার বাণিজ্যনগরীর সিওন হাসপাতালে শোচনীয় মৃত্যু হল ২৬ বছরের এক প্রসূতি এবং তাঁর সদ্যোজাত সন্তানের । অভিযোগ, মোবাইলের ফ্ল্যাশলাইটে সি-সেকশন অস্ত্রোপচার করেন এই হাসপাতালের ডাক্তাররা। অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় এক পুত্রসন্তান। তার ওজন ৪ কেজি ছিল বলে জানা গিয়েছে। তবে শিশুটি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয় বলে দাবি ডাক্তারদের। এর কয়েক ঘণ্টা পর মৃত্যু হয় প্রসূতিরও।

মৃতা শহীদুন্নিসা আনসারি মুম্বইয়ের ভান্ডুপের বাসিন্দা ছিলেন। তাঁর আত্মীয় পরিজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা পরিষেবায় যথেষ্ট গাফিলতি ছিল৷ টানা দু’দিন ধরে তাঁদের বিক্ষোভের জেরে মঙ্গলবার ও বুধবার উত্তেজনা তৈরি হয় হাসপাতালে৷

আরও পড়ুন : গরম থেকে বাঁচতে ফ্রিজের কনকনে ঠান্ডা জল গলায় ঢালেন? হার্টের কত বড় ক্ষতি! এখনই ভুলটা জেনে সতর্কতা নিন

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সোমবার মুম্বইয়ে ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ের জেরে ডাক্তাররা বাধ্য হন মোবাইল ফোনের টর্চলাইটে অন্তঃসত্ত্বার অস্ত্রোপচার করতে৷ বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক্সিকিউটিভ স্বাস্থ্য আধিকারিক স্বীকার করে নিয়েছেন সিওন হাসপাতালে জেনারেটরে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল৷ তাই ডাক্তাররা বাধ্য হন মোবাইলের ফ্লাশলাইটের আলোয় সি সেকশন অস্ত্রোপচার করতে৷ সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হয়৷

বিএমসি আধিকারিকের বক্তব্য, প্রসবজনিত রক্তক্ষরণ বা পিপিএইচ আগে থেকে অনুমান করা যায় না৷ ভারতে প্রসবকালীন মৃত্যুর অন্যতম কারণ পিপিএইচ বা পোস্টপার্টাম হেমারেজ৷

Car: বন্ধ গাড়ির মধ্যে দুই শিশুর দেহ! যা ঘটল, বাবা-মায়েরা সন্তানদের খুব সাবধানে রাখুন

মুম্বই: ভয়ঙ্কর ঘটনা মুম্বইতে। একই পরিবারের দুই শিশুর দেহ উদ্ধার হল গাড়ির মধ্যে থেকে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অ্যান্টপ হিল এলাকায়। জানা গিয়েছে, বুধবার দুপুর থেকে শিশুদুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজার পর পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। একটি পুরনো গাড়ির মধ্যে থেকে নিথর দেহ উদ্ধার হয় ওই দুই শিশুর।

জানা গিয়েছে, মৃতদের নাম সাজিদ (৫) এবং মুসকান (৭)। তবে, দুই শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। দুপুর দেড়টা নাগাদ তাঁরা খেলতে বেরিয়েছিল। তারপর দুপুর গড়িয়ে বিকেল হলে পরিবারের দুঃশ্চিন্তা হয়। তারপর স্থানীয়দের নিয়ে খোঁজা শুরু করে বাবা-মা। শেষে পুলিশের দ্বারস্থ হয় তাঁরা। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজির পর অবশেষে কভার দেওয়া একটি পুরোনো গাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গাড়িতে তখন সবাই গল্পে মশগুল, হঠাৎ ভয়াবহ ঘটনা! ঘটনাস্থলেই মৃত্যু ৬ জনের

পুলিশের অনুমান খেলতে গিয়ে গাড়ির মধ্যে ঢুকে পড়েছিল দুই ভাইবোন। কিন্তু পুরোনো গাড়ি হওয়ায় দরজা, জানলা খুলতে অসুবিধা হওয়ায় গাড়ির মধ্যেই শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে দুজনের। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।