দিঘার পরে এবার বকখালি...! দেখা মিলল ভয়ঙ্কর বিষাক্ত এই জীবের... তুমুল আতঙ্কে পর্যটকেরা

দিঘার পরে এবার বকখালি…! দেখা মিলল ভয়ঙ্কর বিষাক্ত এই জীবের… তুমুল আতঙ্কে পর্যটকেরা

বিশ্বজিৎ হালদার, বকখালি: সমুদ্র সৈকতে দেখা মিলল বিষাক্ত ইয়োলো বেলি সাপে। দিঘার পরে বকখালি সমুদ্র সৈকত এই প্রথম দেখা মিলল এই  সাপের। যাকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। রবিবার সকাল থেকে সতর্কমূলক প্রচার শুরু করেছে প্রশাসন।

শনিবার দুপুরে বকখালিতে ভরা জোয়ারের সময় দেখা মেলে বিষাক্ত সাপ ইয়লো বেলির। সিভিল ডিফেন্সের কর্মীরা বকখালির সমুদ্র সৈকতে সাপটিকে ভাসতে দেখেন। ওই সময় সমুদ্রে বহু পর্যটক স্নান করছিলেন। সিভিল ডিফেন্সের কর্মীরা সঙ্গে সঙ্গে সবাইকে সরিয়ে দেন। এরপরই তাঁরা জীবিত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন। সাপটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।  ঘটনার পর থেকেই কাকদ্বীপ মহকুমা প্রশাসন ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করার জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্র সৈকতে মাইকিং শুরু করে। সমুদ্র সৈকতে সাপটি উদ্ধার হওয়ার পর থেকেই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন: ব্যাটে সূর্য, বলে রিয়ান! শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়েই গম্ভীর যুগের সুচনা করল ভারত

এর আগে দিঘাতেও দেখা মিলেছিল এই সাপের। তখনও ভয়াবহ আতঙ্ক জন্মেছিল পর্যটকদের মনে। ঘটনার কী সমাধান করা যায় তা দেখছে প্রশাসন।