গাড়ির থেকে হেঁটে যেতে কম সময় লাগে, ব্যঙ্গালুরুর ট্র্যাফিক জ্যামে পড়ে পোস্ট এক ব্যক্তির(Photo credits: X)

Bangalore Traffic Problem: ৬ কিলোমিটার রাস্তা যেতে ৪৬ ঘণ্টা সময়, বেঙ্গালুরুর ট্রাফিকে নাজেহাল শহরবাসী

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে ট্রাফিক জ্যামের গল্প অনেকেই জানেন৷ আগেও সোশ্যাল মিডিয়াতে এই শহরের ট্র্যাফিক নিয়ে নানা ধরনের গল্প চালু রয়েছে৷ নানা মিমও প্রতিদিন শেয়া হচ্ছে৷ এবার একজন গুগল ম্যাপ শেয়ার করলেন৷ সেখানে দেখা যাচ্ছে একটা জায়গা থেকে আর এক জায়গায় যেতে গাড়ির থেকে পায়ে হেঁটে কম সময় লাগছে৷

আয়ুষ সিং বলে একজন তাঁর টুইটার হ্যান্ডেলে একটা পোস্ট শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে, মাত্র ৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়ির সময় লাগছে প্রায় ৪৪ মিনিট৷

আরও পড়ুন:বেঙ্গালুরু হত্যাকাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত, হত্যার কারণ প্রেমঘটিত নাকি অন্য কিছু?

তার চেয়ে হেঁটে যেতে অনেক কম সময় লাগে৷ ৪২ মিনিটেই হেঁটে গন্তব্যে পৌঁছানো যাওয়া যাবে বলে জানা যায়৷ আয়ুষের যাত্রাপথ ছিল বিগ্রেড মোট্রোপলিস থেকে কেআর পুরম রেলওয়ে স্টেশন পর্যন্ত৷

পোস্টটি কিছু ক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়৷ অনেকেই কমেন্টে লেখেন, ‘‘এ কেবল বেঙ্গালুরুর সমস্যা নয়৷  দিল্লি, মুম্বই সব শহরেই পিক আওয়ারে একই গল্প৷’’ একজন আবার শহরের কাঠামো নিয়েই প্রশ্ন তুলেছেন, তাঁর বক্তব্য, ‘‘শহরগুলোর ফুটপাতের যা অবস্থা, তাতে আমি ঘণ্টার পর ঘণ্টা জ্যামে কাটাতে রাজি৷ কিন্তু ফুটপাত দিয়ে হাঁটতে পারব না৷’’

আরও পড়ুন: নিজের প্রাপ্য টাকা দিলেন অন্যজনকে, ফুড ডেলিভারি কর্মীর সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা

একজন আবার কমেন্ট সেকশনে রসিক মন্তব্য করে লিখেছেন,‘‘বেঙ্গালুরু আমাদের শরীরে ফিটনেস নিয়ে ভাবছে৷ তাই জন্য ট্রাফিক সিগন্যাল গুলোও চায় আমরা হেঁটেই গন্তব্যে পৌঁছে যাই৷’’

প্রসঙ্গত বেঙ্গালুরুর এই ট্র্যাফিক যন্ত্রণা নতুন কিছু নয়৷ প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা অফিসের সময় ট্র্যাফিক জ্যামে মানুষজন ফেঁসে যায়৷ একবার একটা পোস্ট ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যায় একজন তাঁর বন্ধুকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিলেন৷ বন্ধুটি ফ্লাইট চেপে গন্তব্যে পৌঁছে যান, অথচ ব্যক্তিটি জ্যামে ফেঁসে কয়েক কিলোমিটারও এগোতে পারেননি৷