কলকাতা বুধবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও বেলা বাড়তেই বৃষ্টি ও মেঘের আনাগোনা শুরু। কলকাতায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather: প্রবল দুর্যোগ! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি কোন কোন জেলায়? জানিয়ে দিল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, তারই জেরে বৃষ্টি বাড়তে চলেছে বঙ্গে। এমনটাই ইঙ্গিত আবহাওয়ার পূর্বাভাসে। সর্বশেষ রিপোর্ট বলছে, রবিবাসরীয় সন্ধে থেকেই বৃষ্টি মুখর হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টিতে স্নান করতে পারে তিলোত্তমা কলকাতা। বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি নামবে উপকূল সংলগ্ন একাধিক জেলায়। শুনে নিন কী বলছে রিপোর্ট।