জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে ২০২৪ সাল খুবই গুরুত্বপূর্ণ। এখন অগাস্ট মাসটি জ্যোতিষশাস্ত্র এবং গ্রহের দিক থেকে খুব বিশেষ হতে চলেছে। এই মাসে সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ তাদের রাশিচক্র পরিবর্তন করবে।

Horoscope Today: ৩০ জুলাই শুভ কী কী ঘটবে? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

দিন কাটবে মসৃণ, যদিও মনের কথা খুলে বলা দরকার।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

বন্ধুদের সঙ্গে নির্ভেজাল আনন্দের দিন কাটবে, মন ভাল থাকবে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

জীবনে তৃপ্তি আসবে, আয়ের নতুন উৎস খুলতে চলেছে।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

পরিস্থিতি প্রতিকূল, কুপরামর্শ থেকে দূরে থাকা কাম্য।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

ঘনিষ্ঠ কারও রূঢ় ব্যবহার সাময়িক, শান্ত থাকা প্রয়োজন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

বিশেষ কোনও সুসংবাদ মিলতে পারে, জীবন স্থিতিশীল হতে চলেছে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

বিশেষ কারও সঙ্গে আলাপ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

উন্নতির নানা সুযোগ আসবে, তাই মন অশান্ত রাখলে চলবে না।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

সমস্যার মধ্যেই আছে সমাধান, শুধু তা চিনে নিতে হবে।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

বিশেষ কারও সঙ্গে সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়ার দিন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

ষষ্ঠেন্দ্রিয়ের প্রতি বিশ্বাস রাখলে জীবনের অতৃপ্তিবোধ দূর হবে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

বিচলিত না হয়ে অন্যদের বক্তব্য শুনলে আখেরে লাভই হবে।