খেজুর বিক্রেতা

Business Success Story: ৩৫০ গাছ লাগিয়ে মরশুমে ১০ লক্ষ আয়! বিলাসবহুল গাড়িতেই চলে বিকিকিনি, ফল বিক্রেতার গল্প মাথা ঘুরিয়ে দেবে

*গাড়ি মানুষের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আবার অনেকের ক্ষেত্রেই এই গাড়ি প্রয়োজনীয়তার পাশাপাশি শখেরও। দামি বিলাসবহুল গাড়িতে চড়েন এমন মানুষের সংখ্যা দেশে কম নয়। অর্থনৈতিক দিক থেকে যাঁদের সমস্যা নেই, তাঁরা মাঝেমধ্যেই গাড়ি বদলেও ফেলেন শখ পূরণের জন্য। কিন্তু আপনি কি কখনও এমন কোনও কৃষককে দেখেছেন যিনি লক্ষ লক্ষ টাকার বিলাসবহুল গাড়িতে করে ফল বিক্রি করেন? আজ এমনই এক কৃষকের সম্বন্ধে আপনি জানবেন, তিনি সাফারি গাড়িতে চড়ে খেজুর বিক্রি করতে গ্রাম থেকে শহরে আসেন।
*গাড়ি মানুষের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আবার অনেকের ক্ষেত্রেই এই গাড়ি প্রয়োজনীয়তার পাশাপাশি শখেরও। দামি বিলাসবহুল গাড়িতে চড়েন এমন মানুষের সংখ্যা দেশে কম নয়। অর্থনৈতিক দিক থেকে যাঁদের সমস্যা নেই, তাঁরা মাঝেমধ্যেই গাড়ি বদলেও ফেলেন শখ পূরণের জন্য। কিন্তু আপনি কি কখনও এমন কোনও কৃষককে দেখেছেন যিনি লক্ষ লক্ষ টাকার বিলাসবহুল গাড়িতে করে ফল বিক্রি করেন? আজ এমনই এক কৃষকের সম্বন্ধে আপনি জানবেন, তিনি সাফারি গাড়িতে চড়ে খেজুর বিক্রি করতে গ্রাম থেকে শহরে আসেন।
*চাঁইরাম নামে এই ব্যক্তি সাফারি গাড়িতে প্রতিদিন ২ কুইন্টারেরও বেশি খেজুর বিক্রি করেন। শুধু তাই নয়, চলতি সিজনে এখনও পর্যন্ত ১০ লক্ষ টাকা আয় করেছেন তিনি।
*চাঁইরাম নামে এই ব্যক্তি সাফারি গাড়িতে প্রতিদিন ২ কুইন্টারেরও বেশি খেজুর বিক্রি করেন। শুধু তাই নয়, চলতি সিজনে এখনও পর্যন্ত ১০ লক্ষ টাকা আয় করেছেন তিনি।
*বারমের জেলার তারাতারার কৃষক চাঁইরাম মাচরা জানান, ১০ বছর আগে তিনি ৩৫০টি খেজুর গাছের চারা রোপণ করেছিলেন এবং তিন বছর পর নিজের গাড়ি দিয়ে তা বিক্রি শুরু করেন। এ বছর তিনি তার বিলাসবহুল গাড়িতে ১০ লাখ টাকার খেজুর বিক্রি করেছেন।
*বারমের জেলার তারাতারার কৃষক চাঁইরাম মাচরা জানান, ১০ বছর আগে তিনি ৩৫০টি খেজুর গাছের চারা রোপণ করেছিলেন এবং তিন বছর পর নিজের গাড়ি দিয়ে তা বিক্রি শুরু করেন। এ বছর তিনি তার বিলাসবহুল গাড়িতে ১০ লাখ টাকার খেজুর বিক্রি করেছেন।
*কর্মচারী ম্যাগনারাম জানান, সকালে বাজারে ১ কুইন্টাল খেজুর বিক্রির পর বিলাসবহুল গাড়ি থেকে খেজুর বিক্রি শুরু করেন চাঁইরাম। তিনি কৃষি বাজার এবং শহরের প্রধান সড়কগুলিতে গাড়ি পার্ক করেন এবং খেজুর বিক্রি শুরু করেন।
*কর্মচারী ম্যাগনারাম জানান, সকালে বাজারে ১ কুইন্টাল খেজুর বিক্রির পর বিলাসবহুল গাড়ি থেকে খেজুর বিক্রি শুরু করেন চাঁইরাম। তিনি কৃষি বাজার এবং শহরের প্রধান সড়কগুলিতে গাড়ি পার্ক করেন এবং খেজুর বিক্রি শুরু করেন।
*প্রতিদিন প্রায় দু-কুইন্টাল খেজুর বিক্রি হয় এবং অনেক ক্রেতা কেবল গাড়িটি দেখে এবং প্রশ্নের উত্তর জানতে ছুটে আসেন। তিনি জানান, চলতি মরশুমে এখনও পর্যন্ত এই সাফারি গাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকার খেজুর বিক্রি হয়েছে। ম্যাগনারাম বলেছেন, আপনি যখন সাফারি গাড়িতে খেজুর বিক্রি হতে দেখেন, তখন লোকেরা অবশ্যই অবাক হয়।
*প্রতিদিন প্রায় দু-কুইন্টাল খেজুর বিক্রি হয় এবং অনেক ক্রেতা কেবল গাড়িটি দেখে এবং প্রশ্নের উত্তর জানতে ছুটে আসেন। তিনি জানান, চলতি মরশুমে এখনও পর্যন্ত এই সাফারি গাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকার খেজুর বিক্রি হয়েছে। ম্যাগনারাম বলেছেন, আপনি যখন সাফারি গাড়িতে খেজুর বিক্রি হতে দেখেন, তখন লোকেরা অবশ্যই অবাক হয়।