বিমানে যান্ত্রিক ত্রুটি।

Spicejet flight: বিমানে যান্ত্রিক ত্রুটি! বাগডোগরায় টেক অফ করেও অবতরণ স্পাইসজেটের বিমানের

শিলিগুড়ি: সকাল সকাল ট্রেন দুর্ঘটনার খবর শিরোনামে উঠে এসেছে। এবার টেক অফ করেও অবতরণ করানো হল স্পাইসজেটের বিমানের।

ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে। যান্ত্রিক ত্রুটির জেরে অবতরণ করনো হয় দিল্লিগামী স্পাইসজেট ৮১৯৯। মঙ্গলবার সকালে শিলিগুড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় এই স্পাইসজেটের বিমানটি। সূত্রের খবর বিমানতে মোট ১৬০ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন: হাওড়া-মুম্বই মেলে মৃত বেড়ে ২, দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে একাধিক পদক্ষপ, দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ

বাগডোগরা থেকে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই পাইলটের নজরে আসে বিমানটির যান্ত্রিক ত্রুটির বিষয়টি। তবে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি। যান্ত্রিক সমস্যা নজরে আসার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন: দোকানে মদের দাম বেশি নিচ্ছে? হতে পারে ১ লক্ষ টাকা জরিমানা, বাতিল হতে পারে লাইসেন্স

টেক অফের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বাগডোগরা বিমানবন্দরে ফের অবতরণ করানো হয় বিমানটিকে। ১৬০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল বিমানটি, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানটির ৮টা ১০ মিনিটে বাগডোগরা ছেড়ে যাওয়ার কথা ছিল, দিল্লিতে পৌঁছনোর কথা ছিল ১০টা ১৫ মিনিটে। যদিও যান্ত্রিক ত্রুটির জন্য বেশি কিছুটা দেরি করে বিমানটি।