*প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল৷ ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ৷ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেলযোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ তবে কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ রেলের দাবি সিগন্যাল বিভ্রাটের জেরেই সম্ভবত এই দুর্ঘটনা।

Bangla News | মুম্বাইয়ে ফল বিক্রি করে চলে সংসার! ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম মালদহের তিন!

ঝাড়খন্ডে রেল দূর্ঘটনায় চিন্তায় মালদহের তিন পরিবার। দূর্ঘটনাগ্রস্থ ওই ট্রেনেই ছিলেন মালদহের ইংরেজবাজার ব্লকের লক্ষীঘাটের তিন ব্যাক্তি। প্রত্যেকেই মুম্বাইয়ে ফল বিক্রি করেন। মুম্বাইয়ের ফুটপাতে ফল বিক্রি করে সংসার চলে তিন শ্রমিকের