ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা

Howrah-Mumbai Train Accident: হাওড়া-মুম্বইয়ের ট্রেন দুর্ঘটনায় নদিয়ার মা ও ছেলে!যা হল তাঁদের…

নদিয়া: ক্যান্সারের চিকিৎসা করাতে মাকে নিয়ে যাচ্ছিলেন হাওড়া মুম্বই মেল ট্রেনে৷  গাংনাপুরের এক বৃদ্ধা মা এবং তার ছেলে৷ ১২৮১০ হাওড়া মুম্বই মেল ট্রেন দুর্ঘটনার সময় ট্রেনে ছিলেন নদিয়ার রানাঘাটের গাংনাপুরের বাসিন্দা উৎপল সরকার। মারণব্যাধি ক্যান্সার আক্রান্ত ৬৪ বছর বয়সের মায়ের চিকিৎসার জন্য মাকে নিয়ে এদিন সন্ধ্যায় হাওড়া থেকে বোম্বে মেলে চেপে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের উদ্দেশে বেরিয়েছিলেন পেশায় ইলেকট্রিক গাড়ি চালক উৎপল বাবু।

দুর্ঘটনার জেরে উৎপল বাবুর বৃদ্ধা মা জখম হন। এ প্রসঙ্গে আতঙ্কিত উৎপল সরকার জানান, সোমবার সন্ধ্যায় হাওড়া স্টেশন থেকে বৃদ্ধ মাকে নিয়ে মুম্বইয়ের উদ্দেএ রওনা দেন তিনি। মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চন্দ্রধরপুরের কাছে লাইনচ্যুত হয় ট্রেনের ১৮ টি বগি। ভোররাতে সকলেই ঘুমিয়ে থাকার কারণে সেভাবে কিছু অনুভব করতে না পারলেও বগিটি তীব্র ঝাকুনি দিয়ে থেমে যায়। সিট থেকে ছিটকে পড়ে গিয়ে মুখ মন্ডলে আঘাত পেয়ে জখম হন বৃদ্ধা মা। সামান্য আঘাত তাঁরও লাগে।