এনআরএসসি-এর রিপোর্ট অনুযায়ী, ব্যাপক বৃষ্টিপাতের কারণেই ১,৫৫০ মিটার উচ্চতায় ভূমিধ্বস নামে। গত কয়েকদিন ধরেই চুরমালা শহর এবং আশপাশে প্রবল বৃষ্টি হচ্ছে। প্রবল বেগে বইছে নদী।

Waynad landslide: মৃত বেড়ে ১১৬, ওয়ানাডে জারি লাল সতর্কতা ! সফর বাতিল করলেন রাহুল, প্রিয়াঙ্কা

ওয়ানাড: কেরলের ওয়ানাডে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে হল ১১৬৷ উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়ে অবিশ্রান্ত বর্ষণ৷ বৃষ্টি না থামলে ধসে বিপর্যস্ত ওয়ানাডে পরিস্থিতি আরও খারাপ হতে পারে৷ উদ্ধারকাজে ইতিমধ্যেই হাত লাগিয়েছে সেনাবাহিনী৷ তবে চিন্তা বাড়িয়ে ওয়ানাডে সহ কেরলের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ জারি হয়েছে লাল সতর্কতা৷

বুধবার ধস কবলিত ওয়ানাডে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং তাঁর বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির৷ যদিও রাহুল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, প্রবল বৃষ্টির জন্য আকাশপথে ওয়ানাডে পৌঁছন সম্ভব হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে৷ সেই কারণেই বুধবারের সফর বাতিল করছেন তাঁরা৷ আবহাওয়ার একটু উন্নতি হলেই তাঁরা ওয়ানাড যাবেন বলে জানিয়েছেন রাহুল৷

আরও পড়ুন: ‘বৈঠকে গিয়ে জানলাম আমি প্রাক্তন!’ ভোটে হারের পর দলেও ধাক্কা, অভিমানী অধীর

এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ওয়ানাড সহ উত্তর কেরলের সব জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে৷ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় সেনাবাহিনীর অতিরিক্ত বাহিনীকে তিরুঅনন্তপুরমে তৈরি রাখা হয়েছে৷ ইতিমধ্যেই ওয়ানাডে সেনাবাহিনীর ২২৫ জনের একটি দল উদ্ধারকাজ চালাচ্ছে৷

উদ্ধারকাজের তদারকিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ অকারণ কাউকে ওয়ানাডে না যাওয়ার জন্য অনুরোধও করেছেন তিনি৷ বিজয়ন জানিয়েছেন, উদ্ধারকাজ দ্রুত শেষ করাকেই অগ্রাধিকার দিচ্ছে প্রশাসন৷ ওয়ানাডের বিপর্যয়ে কেরলে দু দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে৷ কেরল সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷