ছবি প্রতীকী 

Gardening Tips: খরচ করে ঠকবেন না! নার্সারি থেকে চারা কেনার সময় কী কী খুঁটিয়ে দেখবেন, সাধের বাগান করতে রইল টিপস

বসিরহাট: বর্তমান সময়ে অনেকেই বাড়ির ছাদে কিংবা বাগানে বিভিন্ন ধরনের গাছে সাজিয়ে তোলার প্রবণতা দেখা দিচ্ছে। সেই জন্য প্রয়োজন পড়ে নার্সারি থেকে গাছ কেনার। তবে অনেক সময় না বুঝেই নার্সারি থেকে ভুল চারা সংগ্রহ করা হয়। যা বাড়িতে আনার পর সেই গাছটির আর তেমন ভাবে বেড়ে ওঠে না। আবার দেখা যায় চারাটি টবে লাগানোর কিছুদিন পরই মারা যাচ্ছে। সঠিক মান সম্পন্ন চারা গাছ নির্বাচন করতে না পারার কারণে বৃদ্ধি এবং ফলনও ভাল হয় না।
বসিরহাট: বর্তমান সময়ে অনেকেই বাড়ির ছাদে কিংবা বাগানে বিভিন্ন ধরনের গাছে সাজিয়ে তোলার প্রবণতা দেখা দিচ্ছে। সেই জন্য প্রয়োজন পড়ে নার্সারি থেকে গাছ কেনার। তবে অনেক সময় না বুঝেই নার্সারি থেকে ভুল চারা সংগ্রহ করা হয়। যা বাড়িতে আনার পর সেই গাছটির আর তেমন ভাবে বেড়ে ওঠে না। আবার দেখা যায় চারাটি টবে লাগানোর কিছুদিন পরই মারা যাচ্ছে। সঠিক মান সম্পন্ন চারা গাছ নির্বাচন করতে না পারার কারণে বৃদ্ধি এবং ফলনও ভাল হয় না।
নার্সারি থেকে গাছ কেনার আগে বেশ কিছু বিষয় দেখে গাছ কেনা উচিত। এ বিষয়ে জানালেন বসিরহাটের এক নার্সারি উদ্যোক্তা অরবিন্দ মণ্ডল। গাছের একটি শাখা লম্বা হয়ে উঠে গিয়েছে, সে রকম গাছ না কেনাই ভাল। কারণ এমন গাছকে পরে ঝোপ আকারে আনা খুব কষ্টসাধ্য। অনেকেই শুরুটাই করেন ভুল ভাবে। রোগ ধরা গাছ কিনে নিয়ে আসেন। এই ধরনের গাছ মোটেই কেনা উচিত নয়।
নার্সারি থেকে গাছ কেনার আগে বেশ কিছু বিষয় দেখে গাছ কেনা উচিত। এ বিষয়ে জানালেন বসিরহাটের এক নার্সারি উদ্যোক্তা অরবিন্দ মণ্ডল। গাছের একটি শাখা লম্বা হয়ে উঠে গিয়েছে, সে রকম গাছ না কেনাই ভাল। কারণ এমন গাছকে পরে ঝোপ আকারে আনা খুব কষ্টসাধ্য। অনেকেই শুরুটাই করেন ভুল ভাবে। রোগ ধরা গাছ কিনে নিয়ে আসেন। এই ধরনের গাছ মোটেই কেনা উচিত নয়।
সবুজ সতেজ গাছ দেখে নেওয়া উচিত। তবে সবুজটা একটু হালকা বা গাঢ় হতেই পারে। কিন্তু দেখে নিতে হবে যে পুরো গাছের পাতাগুলো একই রকম সবুজ কিনা। যদি দেখেন যে, একদিকের পাতা অন্যদিকের থেকে ফ্যাকাশে বা একটা ডালের পাতা ফ্যাকাশে, এমন গাছ নেবেন না। গাছের সবুজ পাতায় হলুদ বা বাদামি ছোপ থাকলে নেবেন না, এমন গাছের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন এর খুব কমন লক্ষণ এটা।
সবুজ সতেজ গাছ দেখে নেওয়া উচিত। তবে সবুজটা একটু হালকা বা গাঢ় হতেই পারে। কিন্তু দেখে নিতে হবে যে পুরো গাছের পাতাগুলো একই রকম সবুজ কিনা। যদি দেখেন যে, একদিকের পাতা অন্যদিকের থেকে ফ্যাকাশে বা একটা ডালের পাতা ফ্যাকাশে, এমন গাছ নেবেন না। গাছের সবুজ পাতায় হলুদ বা বাদামি ছোপ থাকলে নেবেন না, এমন গাছের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন এর খুব কমন লক্ষণ এটা।
অনেক গাছে মোমের মতো কিছু সাদা সাদা কিছু লেগে থাকে এমন দেখা যায়, যা আসলে এটা মিলিবাগ। এমন চিহ্ন দেখলে কখনওই নেবেন না। নতুন ছোট ছোট পাতা নেই গাছটাতে, সব পুরানো পাতা যুক্ত এমন গাছ নেবেন না। দেখবেন গাছটা ঝোপালো কি না। ছোট গাছ অথচ অনেক শাখা আছে, এ রকম গাছ পেলে নেবেন।
অনেক গাছে মোমের মতো কিছু সাদা সাদা কিছু লেগে থাকে এমন দেখা যায়, যা আসলে এটা মিলিবাগ। এমন চিহ্ন দেখলে কখনওই নেবেন না। নতুন ছোট ছোট পাতা নেই গাছটাতে, সব পুরানো পাতা যুক্ত এমন গাছ নেবেন না। দেখবেন গাছটা ঝোপালো কি না। ছোট গাছ অথচ অনেক শাখা আছে, এ রকম গাছ পেলে নেবেন।
রেডি গাছ যদি কিনতেই চান তাহলে যে গাছে অনেক কুঁড়ি আছে সেই রকম দেখে কিনুন ,ফুল দেখে না। টব বা গ্রোও ব্যাগের একদম তলাটা খেয়াল করুন । ফুটো দিয়ে কি কোনও শিকড় দেখা যাচ্ছে কিনা! সেরকম কিছু দেখলে জানবেন গাছটা খুব ভালো রুট স্ট্রাকচার তৈরি করেছে! মানে গাছটা শক্তপোক্ত।জুলফিকার মোল্যা
রেডি গাছ যদি কিনতেই চান তাহলে যে গাছে অনেক কুঁড়ি আছে সেই রকম দেখে কিনুন ,ফুল দেখে না। টব বা গ্রোও ব্যাগের একদম তলাটা খেয়াল করুন । ফুটো দিয়ে কি কোনও শিকড় দেখা যাচ্ছে কিনা! সেরকম কিছু দেখলে জানবেন গাছটা খুব ভালো রুট স্ট্রাকচার তৈরি করেছে! মানে গাছটা শক্তপোক্ত। জুলফিকার মোল্যা