Saif Ali Khan-Kareena Kapoor Khan: খেতে দেওয়া থেকে টাকা… ছেলের ন্যানির সঙ্গে কেমন আচরণ করেন সইফ-করিনা! ফাঁস হল সব

সইফ আলি খান এবং করিনা কাপুর খানের দুই পুত্রকে নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। পাপারাৎজির সুবাদের তাদের বেড়ে ওঠার সাক্ষী যেন সকলেই। তৈমুর এবং জেহ-র পাশাপাশি তাদের যাঁরা দেখাশোনা করেন, অর্থাৎ পোশাকি ভাষায় যাদের ন্যানি বলা হয়, তাঁদের ঘিরেও তৈরি হয় আগ্রহ।
সইফ আলি খান এবং করিনা কাপুর খানের দুই পুত্রকে নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। পাপারাৎজির সুবাদের তাদের বেড়ে ওঠার সাক্ষী যেন সকলেই। তৈমুর এবং জেহ-র পাশাপাশি তাদের যাঁরা দেখাশোনা করেন, অর্থাৎ পোশাকি ভাষায় যাদের ন্যানি বলা হয়, তাঁদের ঘিরেও তৈরি হয় আগ্রহ।
ছোট থেকেই তৈমুরের দেখাশোনা করেছেন ললিতা ডিসিলভা। সময়ের সঙ্গে সইফ-করিনার পরিবারেরই অংশ হয়ে উঠেছেন তিনি। দুই তারকা এবং তাদের সন্তাদের কাছে এখন তিনি পরিবারের সদস্যের মতোই।
ছোট থেকেই তৈমুরের দেখাশোনা করেছেন ললিতা ডিসিলভা। সময়ের সঙ্গে সইফ-করিনার পরিবারেরই অংশ হয়ে উঠেছেন তিনি। দুই তারকা এবং তাদের সন্তাদের কাছে এখন তিনি পরিবারের সদস্যের মতোই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিতা বলেন, "ওঁরা (সইফ এবং করিনা) একদম সাধারণ মানুষের মতো করেই থাকেন। সকালবেলায় আমাদের সঙ্গেই জলখাবার খান। আমরা সকলে একই খাবার খাই। কর্মীদের জন্য কোনও আলাদা খাবার আনানো হয় না। ওঁরা যে মানের খাবার খান, আমরাও তাই খাই।"
সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিতা বলেন, “ওঁরা (সইফ এবং করিনা) একদম সাধারণ মানুষের মতো করেই থাকেন। সকালবেলায় আমাদের সঙ্গেই জলখাবার খান। আমরা সকলে একই খাবার খাই। কর্মীদের জন্য কোনও আলাদা খাবার আনানো হয় না। ওঁরা যে মানের খাবার খান, আমরাও তাই খাই।”
শুধু তাই নয়, সইফ কত ধরনের রান্না জানেন, সেই খতিয়ানও দিয়েছেন ললিতা। জানিয়েছেন, বাড়ির নানা উৎসবেও একসঙ্গে বসে খাবার খান তাঁরা।
শুধু তাই নয়, সইফ কত ধরনের রান্না জানেন, সেই খতিয়ানও দিয়েছেন ললিতা। জানিয়েছেন, বাড়ির নানা উৎসবেও একসঙ্গে বসে খাবার খান তাঁরা।
বহুদিন ধরেই শোনা যায়, সইফ-করিনার সন্তানের দেখাশোনার জন্য মাসে আড়াই লাখ টাকা পারিশ্রমিক পান ললিতা। সত্যিই কি তাই? প্রশ্ন ছুড়ে দিতেই একগাল হেসে তিনি সেই গুঞ্জন নস্যাৎ করেন।
বহুদিন ধরেই শোনা যায়, সইফ-করিনার সন্তানের দেখাশোনার জন্য মাসে আড়াই লাখ টাকা পারিশ্রমিক পান ললিতা। সত্যিই কি তাই? প্রশ্ন ছুড়ে দিতেই একগাল হেসে তিনি সেই গুঞ্জন নস্যাৎ করেন।