Nabanna: ‘কাজ করতে চাইলেও দেওয়া হচ্ছে বাধা!,’ এবার জমিজটে আটকে গ্যাসের পাইপলাইনের কাজ

কলকাতা: রাজ্যে জমি জটে আটকে এবার গ্যাসের পাইপ লাইনের কাজ। তার সমাধান করতে রাজ্যের মুখ্যসচিবের কাছে পৌঁছলেন গেইল (গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড)-এর চেয়ারম্যান।

পূর্ব মেদিনীপুর,  হুগলি ও পূর্ব বর্ধমান এই তিন জেলায় জমি জটে আটকে রয়েছে গ্যাসের পাইপ লাইনের কাজ। মুখ্যসচিবের কাছে সেই সমস্যা নিয়েই পৌঁছেছিলেন গেইলের চেয়ারম্যান৷

আরও পড়ুন: ‘জাত’ মন্তব্য বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘স্বাধিকারভঙ্গের’ অভিযোগ কংগ্রেসের, ভিত্তিহীন! দাবি বিজেপির

সূত্রের খবর, জমি জট কাটাতে তৎক্ষণাৎ মুখ্য সচিব ফোন করেন সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলিকে। দ্রুত সেই সমস্ত সমাধানের নির্দেশও দেন মুখ্যসচিব।

জানা গিয়েছে, মুখ্যসচিবের কাছে গেইল চেয়ারম্যান সন্দীপ গুপ্তা অভিযোগ করেন, কাজ করতে চাইলেও তাঁদের বাধা দেওয়া হচ্ছে। স্থানীয়দের তরফে পাইপ লাইন তৈরিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

আরও পড়ুন: ‘কেরলকে আগেই সতর্ক করা হয়েছিল,’ ওয়ানাডের ধস নিয়ে রাজ্যসভায় স্পষ্ট কথা অমিত শাহের, বিরোধীদের অকারণ রাজনীতি না করার বার্তা

মূলত, বাড়িতে বাড়িতে পাইপ লাইন মারফত গ্যাস পাঠানোর এই প্রক্রিয়া দ্রুত শুরু করতে চায় গেইল। বুধবার প্রায় ৪০ মিনিট মুখ্য সচিবের সঙ্গে নবান্নে বৈঠক করেন গেইল চেয়ারম্যান।