Salman Khan Murder Plot: সলমন খানকে হত্যার জন্য কত খরচ করেছিল লরেন্স? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য!

বলিউড সুপারস্টার সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় এক নয়া মোড় এল। সম্প্রতি জানা গিয়েছে যে, বলিউডের ভাইজানকে খুন করার সুপারি দিয়েছিল লরেন্স বিষ্ণোই। এমনকী এই কাজের জন্য ৬ জনকে ২০ লক্ষ টাকাও দিয়েছিল সে।
বলিউড সুপারস্টার সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় এক নয়া মোড় এল। সম্প্রতি জানা গিয়েছে যে, বলিউডের ভাইজানকে খুন করার সুপারি দিয়েছিল লরেন্স বিষ্ণোই। এমনকী এই কাজের জন্য ৬ জনকে ২০ লক্ষ টাকাও দিয়েছিল সে।
মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দাখিল করা চার্জশিট থেকে জানা গিয়েছে যে, ৬ জন অভিযুক্তের সঙ্গে সলমনকে খুনের চুক্তি করেছিল লরেন্স বিষ্ণোই। এর জন্য ২০ লক্ষ টাকাও দিয়েছিল সে।
মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দাখিল করা চার্জশিট থেকে জানা গিয়েছে যে, ৬ জন অভিযুক্তের সঙ্গে সলমনকে খুনের চুক্তি করেছিল লরেন্স বিষ্ণোই। এর জন্য ২০ লক্ষ টাকাও দিয়েছিল সে।
এর কিছু সময় আগে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে একটি জামিন-অযোগ্য পরোয়ানা জারি করেছে মুম্বইয়ের এক বিশেষ আদালত। রোহিত গোদেরা নামে অন্য এক ব্যক্তির বিরুদ্ধে আরও একটি পরোয়ানা জারি করা হয়েছে। আর এই রোহিত আসলে লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য।
এর কিছু সময় আগে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে একটি জামিন-অযোগ্য পরোয়ানা জারি করেছে মুম্বইয়ের এক বিশেষ আদালত। রোহিত গোদেরা নামে অন্য এক ব্যক্তির বিরুদ্ধে আরও একটি পরোয়ানা জারি করা হয়েছে। আর এই রোহিত আসলে লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য।
এই ঘটনায় জড়িত থাকায় অনমোল এবং রোহিতের নাম চার্জশিটে রেখেছে মুম্বই পুলিশ। এই বিষয়টি পর্যালোচনা করে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট মামলায় স্পেশাল জাজ বি ডি শেলকে গত ২৭ জুলাই, ২০২৪ তারিখে অনমোল এবং রোহিতের বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা জারি করে।
এই ঘটনায় জড়িত থাকায় অনমোল এবং রোহিতের নাম চার্জশিটে রেখেছে মুম্বই পুলিশ। এই বিষয়টি পর্যালোচনা করে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট মামলায় স্পেশাল জাজ বি ডি শেলকে গত ২৭ জুলাই, ২০২৪ তারিখে অনমোল এবং রোহিতের বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা জারি করে।
রিপোর্টে বলা হয়েছে যে, ঘটনার দিন বলিউড সুপারস্টারের বাড়ির সামনে গুলি চালানোর আগে শ্যুটারদের উদ্দেশ্যে মিনিট নয়েকের একটি অনুপ্রেরণামূলক বক্তব্য রেখেছিল লরেন্সের ভাই অনমোল বিষ্ণোই। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দাখিল করা ১৭৩৫-পাতার ওই চার্জশিটটি হাতে এসেছে এনডিটিভি-র। যেখানে বলা হয়েছে যে, ভিকি গুপ্তা ও সাগর পাল নামে দুই শ্যুটারকে ‘ভাল করে’ কাজ করার নির্দেশ দিয়েছিল অনমোল। এতে এক ‘ইতিহাস’ তৈরি হবে বলেও আশ্বাস দিয়েছিল সে।
রিপোর্টে বলা হয়েছে যে, ঘটনার দিন বলিউড সুপারস্টারের বাড়ির সামনে গুলি চালানোর আগে শ্যুটারদের উদ্দেশ্যে মিনিট নয়েকের একটি অনুপ্রেরণামূলক বক্তব্য রেখেছিল লরেন্সের ভাই অনমোল বিষ্ণোই। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দাখিল করা ১৭৩৫-পাতার ওই চার্জশিটটি হাতে এসেছে এনডিটিভি-র। যেখানে বলা হয়েছে যে, ভিকি গুপ্তা ও সাগর পাল নামে দুই শ্যুটারকে ‘ভাল করে’ কাজ করার নির্দেশ দিয়েছিল অনমোল। এতে এক ‘ইতিহাস’ তৈরি হবে বলেও আশ্বাস দিয়েছিল সে।
অনমোল বিষ্ণোই শ্যুটারদের উদ্দেশ্যে বলেছিল যে, “এই কাজ করার সময় ভয় পেলে চলবে না। আর এই কাজ করার অর্থ হল, সমাজে পরিবর্তন আনা।” অডিও মেসেজের মাধ্যমে দেওয়া ওই বার্তায় অনমোল সলমনের বাড়ির সামনে এমন ভাবে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, যাতে প্রচণ্ড ভয় পেয়ে যান অভিনেতা। এর পাশাপাশি শ্যুটারদের নির্ভীক বলে প্রমাণ করার জন্য হেলমেট না পরার এবং ধূমপান করারও নির্দেশ দিয়েছিল অনমোল।
অনমোল বিষ্ণোই শ্যুটারদের উদ্দেশ্যে বলেছিল যে, “এই কাজ করার সময় ভয় পেলে চলবে না। আর এই কাজ করার অর্থ হল, সমাজে পরিবর্তন আনা।” অডিও মেসেজের মাধ্যমে দেওয়া ওই বার্তায় অনমোল সলমনের বাড়ির সামনে এমন ভাবে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, যাতে প্রচণ্ড ভয় পেয়ে যান অভিনেতা। এর পাশাপাশি শ্যুটারদের নির্ভীক বলে প্রমাণ করার জন্য হেলমেট না পরার এবং ধূমপান করারও নির্দেশ দিয়েছিল অনমোল।