এই বিশেষ উপাদান কিন্তু খুব দামি কিছু নয়। আপনার রান্নাঘরে মজুত থাকা ছাতু। আমরা সবাই জানি ছাতু শরীর ঠান্ডা করে। এতে উপস্থিত ফাইবার, আয়রন, প্রোটিন, ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম আপনাকে পুষ্টি জোগায়। নিয়মিত ছাতু খাওয়া ওজন কমানোর জন্য কার্যকরী।

Roti in Weight Loss: কোলেস্টেরল, সুগার কমবে হু হু করে! অকালে পাকবে না চুল! ওজন কমাতে রোজকার রুটির আটায় মেশান ১ চামচ ‘এই’ গুঁড়ো! খেলা পাল্টাবে ২ নম্বরটাই

ভারতীয় হেঁশেলে অন্যতম চেনা খাবার রুটি৷ সাধারণত গমের আটার রুটি খাওয়া হয়৷ কিন্তু জানেন কি রুটির আটায় এক চিমটে বিশেষ জিনিস মেশালেই কেল্লাফতে৷
ভারতীয় হেঁশেলে অন্যতম চেনা খাবার রুটি৷ সাধারণত গমের আটার রুটি খাওয়া হয়৷ কিন্তু জানেন কি রুটির আটায় এক চিমটে বিশেষ জিনিস মেশালেই কেল্লাফতে৷

 

রোজকার চেনা রুটি হয়ে উঠবে আরও পুষ্টিকর৷ যদি মেশানো যায় এক চিমটে বিশেষ জিনিস৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
রোজকার চেনা রুটি হয়ে উঠবে আরও পুষ্টিকর৷ যদি মেশানো যায় এক চিমটে বিশেষ জিনিস৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷

 

১ কাপ আটায় মেশান ১ চামচ মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুঁড়ো৷ এতে রুটির রং হবে সবুজ৷ রুটি ভরপুর হবে ভিটামিন এ, আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্টস৷ স্বাদেগন্ধে অভিনব রুটি সাহায্য করবে ওজন কমাতেও৷
১ কাপ আটায় মেশান ১ চামচ মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুঁড়ো৷ এতে রুটির রং হবে সবুজ৷ রুটি ভরপুর হবে ভিটামিন এ, আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্টস৷ স্বাদেগন্ধে অভিনব রুটি সাহায্য করবে ওজন কমাতেও৷

 

১ কাপ আটায় দিন ১ চামচ হলুদ৷ হাল্কা হলুদ রঙের রুটিতে আসবে হলুদের স্বাদ৷ গাঁটের ব্যথা, হজমের সমস্যা, ডিপ্রেশন, অ্যালার্জি দূর হবে এই রুটির গুণে৷
১ কাপ আটায় দিন ১ চামচ হলুদ৷ হাল্কা হলুদ রঙের রুটিতে আসবে হলুদের স্বাদ৷ গাঁটের ব্যথা, হজমের সমস্যা, ডিপ্রেশন, অ্যালার্জি দূর হবে এই রুটির গুণে৷

 

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরা ফ্ল্যাক্সসিড গুঁড়ো করে মেশান ১ কাপ আটায়৷ ইনফ্লেম্যাশন, কোলেস্টেরল কমাবে ফ্ল্যাক্সসিডের গুণ৷ এই দানার ফাইবার দীর্ঘক্ষণ ভর্তি রাখবে পেট৷ ফলে ঘন ঘন খিদে পাবে না৷ নিয়ন্ত্রণে থাকবে ওজন৷
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরা ফ্ল্যাক্সসিড গুঁড়ো করে মেশান ১ কাপ আটায়৷ ইনফ্লেম্যাশন, কোলেস্টেরল কমাবে ফ্ল্যাক্সসিডের গুণ৷ এই দানার ফাইবার দীর্ঘক্ষণ ভর্তি রাখবে পেট৷ ফলে ঘন ঘন খিদে পাবে না৷ নিয়ন্ত্রণে থাকবে ওজন৷

 

হাল্কা রোস্ট করা জোয়ান গুঁড়ো করে মেশান আটায়৷ জোয়ানের অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণ গ্যাস ও অ্যাসিডিটি৷ অকালবার্ধক্য বা সময়ের আগে চুল পেকে যাওয়ার প্রবণতাও কমাবে জোয়ানের উপকারিতা৷
হাল্কা রোস্ট করা জোয়ান গুঁড়ো করে মেশান আটায়৷ জোয়ানের অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণ গ্যাস ও অ্যাসিডিটি৷ অকালবার্ধক্য বা সময়ের আগে চুল পেকে যাওয়ার প্রবণতাও কমাবে জোয়ানের উপকারিতা৷

 

মেথিদানায় আছে ভিটামিন এ, সি এবং কে৷ এছাড়াও আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন৷ ১ কাপ আটায় মেশান ১ চামচ মেথিদানা৷ পরিবর্তন আসবে স্বাদে৷ ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ইনসুলিন উৎপাদন বাড়ায়৷ হজম প্রক্রিয়া মসৃণ হয়৷
মেথিদানায় আছে ভিটামিন এ, সি এবং কে৷ এছাড়াও আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন৷ ১ কাপ আটায় মেশান ১ চামচ মেথিদানা৷ পরিবর্তন আসবে স্বাদে৷ ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ইনসুলিন উৎপাদন বাড়ায়৷ হজম প্রক্রিয়া মসৃণ হয়৷