Kaalsarp Dosh Puja: নাগ মাতার আশীর্বাদ, মুক্ত হবেন কালসর্প দোষও,সিঁদুরের সঙ্গে সস্তার এই জিনিস দিয়ে করুন বিশেষ আচার পালন

শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে অর্পিত। এমনকী এই মাসটি শিবের গলায় উপস্থিত সর্পদেবতার উপাসনার জন্যও খুবই বিশেষ। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগ পঞ্চমীর উৎসব। এই দিনে সর্পদেবতার পূজা করার বিশেষ নির্দেশ শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন ঘরে ঘরে নাগদেবতার পূজা করা হয়। এই দিনে সর্পদেবতার পূজা করলে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে অর্পিত। এমনকী এই মাসটি শিবের গলায় উপস্থিত সর্পদেবতার উপাসনার জন্যও খুবই বিশেষ। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগ পঞ্চমীর উৎসব। এই দিনে সর্পদেবতার পূজা করার বিশেষ নির্দেশ শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন ঘরে ঘরে নাগদেবতার পূজা করা হয়। এই দিনে সর্পদেবতার পূজা করলে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, নাগ পঞ্চমীর দিনে নাগদেবতার পূজা করলে কুণ্ডলিনী জাগ্রত হয়। এছাড়াও এই দিনে যদি নাগদেবতাকে বিশেষ ভাবে পুজো করা হয়, তাহলে কাল সর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তা-ই নয়, সাপের কামড়ের ভয়ও অনেক কমে যায়।
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, নাগ পঞ্চমীর দিনে নাগদেবতার পূজা করলে কুণ্ডলিনী জাগ্রত হয়। এছাড়াও এই দিনে যদি নাগদেবতাকে বিশেষ ভাবে পুজো করা হয়, তাহলে কাল সর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তা-ই নয়, সাপের কামড়ের ভয়ও অনেক কমে যায়।
নাগ পঞ্চমীর দিন এই পদ্ধতিতে পুজো করা উচিত:পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান যে, এই দিন সকালে স্নান সেরে গমের আটা মেখে পিটুলি তৈরি করতে হবে। এই পিটুলি দিয়ে বাড়ির দরজার বাইরে সর্পদেবতার আকৃতি তৈরি করে তার উপর সিঁদুর লাগাতে হবে।
নাগ পঞ্চমীর দিন এই পদ্ধতিতে পুজো করা উচিত:পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান যে, এই দিন সকালে স্নান সেরে গমের আটা মেখে পিটুলি তৈরি করতে হবে। এই পিটুলি দিয়ে বাড়ির দরজার বাইরে সর্পদেবতার আকৃতি তৈরি করে তার উপর সিঁদুর লাগাতে হবে।
তারপর দেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হবে এবং দুধ ও লাউ নিবেদন করতে হবে। এর পরে ধূপ-ধুনো দিয়ে পূজা করতে হবে। বাড়িতে পূজার পর নাগেশ্বর শিবলিঙ্গের পূজা করতে হবে। এর মাধ্যমে কালসর্প দোষ দূর হবে।
তারপর দেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হবে এবং দুধ ও লাউ নিবেদন করতে হবে। এর পরে ধূপ-ধুনো দিয়ে পূজা করতে হবে। বাড়িতে পূজার পর নাগেশ্বর শিবলিঙ্গের পূজা করতে হবে। এর মাধ্যমে কালসর্প দোষ দূর হবে।
আগামী ৯ অগাস্ট পালিত হবে নাগপঞ্চমী: পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, বৈদিক পঞ্জিকা অনুসারে এবার আগামী ৮ অগাস্ট রাত ৯টা ৫৬ মিনিট নাগাদ শুরু হচ্ছে নাগ পঞ্চমীর উৎসব। যা চলবে পরের দিন অর্থাৎ আগামী ৯ অগাস্ট রাত ১১টা ৫৮ মিনিট পর্যন্ত।
আগামী ৯ অগাস্ট পালিত হবে নাগপঞ্চমী: পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, বৈদিক পঞ্জিকা অনুসারে এবার আগামী ৮ অগাস্ট রাত ৯টা ৫৬ মিনিট নাগাদ শুরু হচ্ছে নাগ পঞ্চমীর উৎসব। যা চলবে পরের দিন অর্থাৎ আগামী ৯ অগাস্ট রাত ১১টা ৫৮ মিনিট পর্যন্ত।
২টি শুভ যোগ তৈরি হচ্ছে:পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান যে, এবার নাগ পঞ্চমীর দিনে সিদ্ধ ও সাধ্য যোগ তৈরি হচ্ছে। এমন অবস্থায় এই যোগে ভগবান শিব ও সর্পদেবতার আরাধনা করলে সকল প্রকার রোগ এবং বাধা-বিপত্তি থেকে মুক্তি পাওয়া যাবে।
২টি শুভ যোগ তৈরি হচ্ছে:পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান যে, এবার নাগ পঞ্চমীর দিনে সিদ্ধ ও সাধ্য যোগ তৈরি হচ্ছে। এমন অবস্থায় এই যোগে ভগবান শিব ও সর্পদেবতার আরাধনা করলে সকল প্রকার রোগ এবং বাধা-বিপত্তি থেকে মুক্তি পাওয়া যাবে।