YouTuber Gulzar Sheikh Arrested: রেললাইনে পাথর, সাইকেল রেখে ভয়ঙ্কর ভিডিও! একাধিক দুর্ঘটনার আবহে হাজতে ইউটিউবার

লখনউ: কনটেন্ট তৈরির নামে রেললাইনে সাবান, পাথর, এমনকী সাইকেল রেখে ভিডিও শ্যুট করতেন। এই নিয়ে অভিযোগ দায়ের হয় আরপিএফে। এরপরই যাত্রীদের জীবন বিপন্ন করার চেষ্টার অভিযোগে ইউটিউবার গুলজার শেখকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ। এমনটাই জানিয়েছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। প্রসঙ্গত, গত কয়েকদিনে একাধিক রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। তাই যাত্রী নিরাপত্তার স্বার্থেই এই গ্রেফতারি বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে,  একটি সংগঠন গুলজার শেখের বিরুদ্ধে বিপজ্জনক কার্যকলাপের অভিযোগে মামলা দায়ের করে। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। গুলজারের বিরুদ্ধে আরপিএফ পোস্ট কুন্দার আওতায় আরপিএফ পোস্ট উনচাহা (লখনউ বিভাগ)-ও একটি মামলা দায়ের করেছে। উত্তর প্রদেশের খান্দৌলির বাড়ি থেকে গুলজারকে গ্রেফতার করে আরপিএফ।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করে এই খবর জানিয়েছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। ইউটিউবারকে যুদ্ধকালীন তৎপরতায় গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শেহজাদ। দ্রুত পদক্ষেপের জন্য তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তর প্রদেশ পুলিশ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও ধন্যবাদ জানিয়েছেন।

এক্স পোস্টে শেহজাদ পুনাওয়ালা লিখেছেন, “গুলজার শেখ গ্রেফতার। আপনারা নিশ্চিন্তে থাকুন, রেল কর্তৃপক্ষের হাত থেকে এই রেল জেহাদি নিস্তার পাবে না। দ্রুত পদেক্ষেপের জন্য @legalhindudef @myogiadityanath @Uppolice @RailMinIndia @AshwiniVaishnaw-কে ধন্যবাদ।’’ জনসাধারণের প্রাণহানির চেষ্টা এবং রেল লাইনচ্যুত করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত গুলজার শেখের বিরুদ্ধে রেলওয়ে আইনের ১৪৭, ১৪৫, ১৫৩ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।

গুলজার শেখের ইউটিউব চ্যানেলের নাম ‘গুলজার ইন্ডিয়ান হ্যাকার’। তাঁর চ্যানেলের ভিডিও এবং শর্টসে একাধিক আপত্তিকর কনটেন্টের হদিশ পেয়েছে পুলিশ। দেখা গিয়েছে, রেললাইনে বিভিন্ন রকমের জিনিস রেখে নিয়মিত ভিডিও শ্যুট করতেন গুলজার। ভিডিওতে দর্শকদের এই ধরণের কাজ না করার আবেদনও জানাতেন তিনি। কিন্তু নিজে বন্ধ করেননি। গুলজারের চ্যানেলে ২৪৩টিরও বেশি ভিডিও রয়েছে। একটি শর্টসে ভিউ রয়েছে ১৫ মিলিয়ন।