শামিকে প্রাইড অব বেঙ্গলে সম্মানিত করছে ইস্টবেঙ্গল। পয়লা আগস্ট ক্লাবের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে মহম্মদ শামিকে সম্মানিত করতে চলেছে লাল হলুদ। ক্রিকেটার হিসেবে শামি ইস্টবেঙ্গলের হয়ে খেলেননি। কিন্তু বাংলা এবং ভারতের হয়ে অর্জিত কৃতিত্বকে সম্মান দিতেই প্রাইড অব বেঙ্গল সম্মান তুলে দেওয়া হয়৷ 

Mohammed Shami in Domestic Cricket: কঠিন সংগ্রামে ব্রতী, জীবন নিয়ে নিলেন এক বড় সিদ্ধান্ত, পাখির চোখ এখন একটাই মহম্মদ শামির

শামিকে প্রাইড অব বেঙ্গলে সম্মানিত করছে ইস্টবেঙ্গল। পয়লা আগস্ট ক্লাবের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে মহম্মদ শামিকে সম্মানিত করতে চলেছে লাল হলুদ। ক্রিকেটার হিসেবে শামি ইস্টবেঙ্গলের হয়ে খেলেননি। কিন্তু বাংলা এবং ভারতের হয়ে অর্জিত কৃতিত্বকে সম্মান দিতেই প্রাইড অব বেঙ্গল সম্মান তুলে দেওয়া হয়৷ 
শামিকে প্রাইড অব বেঙ্গলে সম্মানিত করছে ইস্টবেঙ্গল। পয়লা আগস্ট ক্লাবের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে মহম্মদ শামিকে সম্মানিত করতে চলেছে লাল হলুদ। ক্রিকেটার হিসেবে শামি ইস্টবেঙ্গলের হয়ে খেলেননি। কিন্তু বাংলা এবং ভারতের হয়ে অর্জিত কৃতিত্বকে সম্মান দিতেই প্রাইড অব বেঙ্গল সম্মান তুলে দেওয়া হয়৷
এদিকে এদিনের অনুষ্ঠানে জানা যায় মহম্মদ শামির সামনের বড় লক্ষ্যের কথা৷ শামিকে এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ক্লাব ক্রিকেটে খেলার প্রস্তাব দেওয়া হয়৷ তবে শামির এর চেয়েও বেশি বড় প্ল্যান এদিন সামনে চলে এল৷
এদিকে এদিনের অনুষ্ঠানে জানা যায় মহম্মদ শামির সামনের বড় লক্ষ্যের কথা৷ শামিকে এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ক্লাব ক্রিকেটে খেলার প্রস্তাব দেওয়া হয়৷ তবে শামির এর চেয়েও বেশি বড় প্ল্যান এদিন সামনে চলে এল৷
দীর্ঘ সময় জাতীয় দলে নেই মহম্মদ শামি৷ যেভাবে সকলেই পারফর্ম করছেন তাতে জাতীয় দলে ফেরার লড়াইটা ভীষণ কঠিন হতে চলেছে জানেন মহম্মদ শামি৷ তাই তাঁর ফোকাসে ঘরোয়া ক্রিকেটে ফের খেলা৷
দীর্ঘ সময় জাতীয় দলে নেই মহম্মদ শামি৷ যেভাবে সকলেই পারফর্ম করছেন তাতে জাতীয় দলে ফেরার লড়াইটা ভীষণ কঠিন হতে চলেছে জানেন মহম্মদ শামি৷ তাই তাঁর ফোকাসে ঘরোয়া ক্রিকেটে ফের খেলা৷
নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের কথায় মহম্মদ শামির মতো পারফরমারকে বাদের তালিকায় মোটেই ফেলা হয়নি, হয়ত বাংলাদেশ সফরেই তিনি জাতীয় দলে সুযোগ পেতে পারেন৷ কিন্তু কোনও হয়ত, যদির উপরে ভরসা করতে নারাজ বঙ্গ স্পিডস্টার মহম্মদ শামি৷ তাই ঘরোয়া ক্রিকেট অর্থাৎ প্রাথমিকভাবে দলীপ ট্রফি এবং পরের দিকে বাংলার জার্সিতে রনজি খেলতে পারেন মহম্মদ শামি৷
নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের কথায় মহম্মদ শামির মতো পারফরমারকে বাদের তালিকায় মোটেই ফেলা হয়নি, হয়ত বাংলাদেশ সফরেই তিনি জাতীয় দলে সুযোগ পেতে পারেন৷ কিন্তু কোনও হয়ত, যদির উপরে ভরসা করতে নারাজ বঙ্গ স্পিডস্টার মহম্মদ শামি৷ তাই ঘরোয়া ক্রিকেট অর্থাৎ প্রাথমিকভাবে দলীপ ট্রফি এবং পরের দিকে বাংলার জার্সিতে রনজি খেলতে পারেন মহম্মদ শামি৷
কারণ বিশ্বকাপে দারুণ পারফর্ম করা মহম্মদ শামির পাখির চোখ যেমন ফের জাতীয় দলের জার্সিতে ফিরে আসা, ঠিক তেমনিই তাঁর লক্ষ্য অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্টে তিনি যেন দলের অংশ হতে পারেন৷ তার জন্যে খাটনির কসুর করবেন না শামি৷
কারণ বিশ্বকাপে দারুণ পারফর্ম করা মহম্মদ শামির পাখির চোখ যেমন ফের জাতীয় দলের জার্সিতে ফিরে আসা, ঠিক তেমনিই তাঁর লক্ষ্য অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্টে তিনি যেন দলের অংশ হতে পারেন৷ তার জন্যে খাটনির কসুর করবেন না শামি৷
বৃহস্পতিবার ইস্টবেঙ্গল তাদের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে আগেই জানিয়েছিল। শুধু ভারত গৌরব এবং প্রাইড অব বেঙ্গল নয় ,এদিন জানানো হয়েছে বর্ষসেরাদের নাম।
বৃহস্পতিবার ইস্টবেঙ্গল তাদের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে আগেই জানিয়েছিল। শুধু ভারত গৌরব এবং প্রাইড অব বেঙ্গল নয় ,এদিন জানানো হয়েছে বর্ষসেরাদের নাম।
সচিব রূপক সাহা জানান, লাল-হলুদের বিচারে গত মরশুমের বর্ষসেরা ফুটবলার হয়েছেন নন্দাকুমার শেখার। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের সম্মান পান প্রভসুখন গিল (জীবন চক্রবর্তী স্মৃতি সম্মান)। একই সঙ্গে পিকে বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাতকে। পাশাপাশি জানানো হল ‘প্রাইড অব বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হবে জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে ও সানিয়া মির্জার বাবা ইমরাজ আজিজ মির্জার হাতে তুলে দেওয়া হবে দ্য মেকার অব এ চ্যাম্পিয়ন সম্মান। কারন চ্যাম্পিয়ন তৈরি করার পেছনে যাদের অবদান থাকে তাদের সম্মানিত করার প্রয়োজনীয়তা রয়েছে বলে ইস্টবেঙ্গল মনে করে।
সচিব রূপক সাহা জানান, লাল-হলুদের বিচারে গত মরশুমের বর্ষসেরা ফুটবলার হয়েছেন নন্দাকুমার শেখার। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের সম্মান পান প্রভসুখন গিল (জীবন চক্রবর্তী স্মৃতি সম্মান)। একই সঙ্গে পিকে বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাতকে। পাশাপাশি জানানো হল ‘প্রাইড অব বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হবে জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে ও সানিয়া মির্জার বাবা ইমরাজ আজিজ মির্জার হাতে তুলে দেওয়া হবে দ্য মেকার অব এ চ্যাম্পিয়ন সম্মান। কারন চ্যাম্পিয়ন তৈরি করার পেছনে যাদের অবদান থাকে তাদের সম্মানিত করার প্রয়োজনীয়তা রয়েছে বলে ইস্টবেঙ্গল মনে করে।
বৃহস্পতিবার পয়লা আগষ্ট ইস্টবেঙ্গল দিবসের বিকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুরস্কার প্রাপকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মহানাগরিক ফিরহাদ হাকিম সহ অন্যান্য বিশিষ্টরা। প্রতিবারের মতো এবারও দু’জন প্রাক্তন ফুটবলারকে জীবনকৃতি সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। এবারে জীবনকৃতি পুরস্কার পান প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় (নশা সেন জীবনকৃতি সম্মান)। আরেক প্রাক্তন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন বোমকেশ বসু জীবনকৃতী পুরস্কার। বর্ষসেরা ক্রিকেটার পাচ্ছেন সাত্যকি দত্তকে। বর্ষসেরা দুই সমর্থককেও সম্মানিত করবেন লাল-হলুদ কর্তারা। স্বপন বল স্মৃতি সম্মান পাচ্ছেন লাল-হলুদ অন্ত প্রাণ মুকুল গঙ্গোপাধ্যায় ও গনেশ দাস। সুকৃতি দত্ত ও জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের মত প্রাক্তন রেফারিদের সম্মানিত করবে ইস্টবেঙ্গল। দুই বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাই ও সরোজ চক্রবর্তীকেও এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে। Input- Eeron Roy Burman
বৃহস্পতিবার পয়লা আগষ্ট ইস্টবেঙ্গল দিবসের বিকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুরস্কার প্রাপকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মহানাগরিক ফিরহাদ হাকিম সহ অন্যান্য বিশিষ্টরা। প্রতিবারের মতো এবারও দু’জন প্রাক্তন ফুটবলারকে জীবনকৃতি সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। এবারে জীবনকৃতি পুরস্কার পান প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় (নশা সেন জীবনকৃতি সম্মান)। আরেক প্রাক্তন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন বোমকেশ বসু জীবনকৃতী পুরস্কার। বর্ষসেরা ক্রিকেটার পাচ্ছেন সাত্যকি দত্তকে। বর্ষসেরা দুই সমর্থককেও সম্মানিত করবেন লাল-হলুদ কর্তারা। স্বপন বল স্মৃতি সম্মান পাচ্ছেন লাল-হলুদ অন্ত প্রাণ মুকুল গঙ্গোপাধ্যায় ও গনেশ দাস। সুকৃতি দত্ত ও জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের মত প্রাক্তন রেফারিদের সম্মানিত করবে ইস্টবেঙ্গল। দুই বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাই ও সরোজ চক্রবর্তীকেও এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে। Input- Eeron Roy Burman