Tag Archives: Mohammed Shami

T20 World Cup 2024: এবার টি-২০ বিশ্বকাপের দল নিয়ে বোমা ফাটালেন শামি! প্রশ্ন তুললেন তারকা ব্যাটারকে নিয়ে

২ জুন থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ।
২ জুন থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ।
টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে ঘোষিত হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১৫ জনের দল ঘোষণা করে একাধিক চমক দিয়েছে বিসিসিআই। কেএল রাহুল, শুভমান গিল, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ারের মত তারকারা সুযোগ পাননি টি-২০ বিশ্বকাপের দলে।
টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে ঘোষিত হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১৫ জনের দল ঘোষণা করে একাধিক চমক দিয়েছে বিসিসিআই। কেএল রাহুল, শুভমান গিল, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ারের মত তারকারা সুযোগ পাননি টি-২০ বিশ্বকাপের দলে।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আবেশ খান।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিংহ, খলিল আহমেদ, আবেশ খান।
এবার আইপিএলের মাঝেই টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে নির্বাচিত তারকা ব্যাটার যশস্বী জয়সওয়ালকে নিয়ে প্রশ্ন তুললেন তারকা পেসার মহম্মদ শামি। সমালোচনা করলেন যশস্বীর ব্যাটিংয়ের।
এবার আইপিএলের মাঝেই টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে নির্বাচিত তারকা ব্যাটার যশস্বী জয়সওয়ালকে নিয়ে প্রশ্ন তুললেন তারকা পেসার মহম্মদ শামি। সমালোচনা করলেন যশস্বীর ব্যাটিংয়ের।
এবার আইপিএলে একটি শতরান ছাড়া সেভাবে ছন্দে পাওয়া যায়নি যশস্বী জয়সওয়ালকে। শামি বলেন,"যশস্বী এবার খুব তাড়াহুড়ো করছে। কেন জানি না ও এত তাড়াহুড়ো করে শট খেলছে। যার ফলে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসছেন।" টি-২০ বিশ্বকাপের আগে যশস্বীকে নিজের শট সিলেকশন নিয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেছেন শামি।
এবার আইপিএলে একটি শতরান ছাড়া সেভাবে ছন্দে পাওয়া যায়নি যশস্বী জয়সওয়ালকে। শামি বলেন,”যশস্বী এবার খুব তাড়াহুড়ো করছে। কেন জানি না ও এত তাড়াহুড়ো করে শট খেলছে। যার ফলে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসছেন।” টি-২০ বিশ্বকাপের আগে যশস্বীকে নিজের শট সিলেকশন নিয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেছেন শামি।
প্রসঙ্গত, গতবছর একদিনের বিশ্বকাপে দুরন্ত বোলিং করেছিলেন মহম্মদ শামি। ২৪ উইকেট নিয়ে হয়েছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী। তবে চোটের কারণে টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন না শামি।
প্রসঙ্গত, গতবছর একদিনের বিশ্বকাপে দুরন্ত বোলিং করেছিলেন মহম্মদ শামি। ২৪ উইকেট নিয়ে হয়েছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী। তবে চোটের কারণে টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন না শামি।

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের আগে বড় খারাপ খবর টিম ইন্ডিয়ার জন্য! শক্তি অনেকটা কমল ভারতের

আইপিএলের পরই সরাসরি টি-২০ বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল। ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ।
আইপিএলের পরই সরাসরি টি-২০ বিশ্বকাপ খেলতে নামবে ভারতীয় দল। ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ।
কিন্তু টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। ওডিআই বিশ্বতকাপে সর্বোচ্চ উইকেট শিকারী মহম্মদ শামি খেলতে পারবেন না আসন্ন টি-২০ বিশ্বকাপে। জানিয়ে দিল বোর্ড।
কিন্তু টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। ওডিআই বিশ্বতকাপে সর্বোচ্চ উইকেট শিকারী মহম্মদ শামি খেলতে পারবেন না আসন্ন টি-২০ বিশ্বকাপে। জানিয়ে দিল বোর্ড।
গোড়ালির চোট নিয়েই খেলেছিলেন গোটা ওডিআই বিশ্বকাপ। ফাইনালের পর থেকে আর মাঠে ফেরা হয়নি মহম্মদ শামির। সম্প্রতি অস্ত্রোপচার করাতে বিদেশ গিয়েছিলেন তারকা পেসার। আইপিএল খেলবেন না আগেই জানা গিয়েছিল।
গোড়ালির চোট নিয়েই খেলেছিলেন গোটা ওডিআই বিশ্বকাপ। ফাইনালের পর থেকে আর মাঠে ফেরা হয়নি মহম্মদ শামির। সম্প্রতি অস্ত্রোপচার করাতে বিদেশ গিয়েছিলেন তারকা পেসার। আইপিএল খেলবেন না আগেই জানা গিয়েছিল।
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। সোমবার শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন,"শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।"
অপারেশের পর দেশে ফিরেছেন শামি। সোমবার শামির বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন,”শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ও ফিরতে পারে।”
জয় শাহ শামি টি-২০ বিশ্বকাপে খেলবেন না সেই কথাবলেননি। তবে শামির ২২ গজে ফেরার যে সম্ভাব্য তারিখ জানিয়েছেন বিসিসিআই সচিব,তাতে শামির টি-২০ বিশ্বকাপে খেলা সম্ভাব নয়।
জয় শাহ শামি টি-২০ বিশ্বকাপে খেলবেন না সেই কথাবলেননি। তবে শামির ২২ গজে ফেরার যে সম্ভাব্য তারিখ জানিয়েছেন বিসিসিআই সচিব,তাতে শামির টি-২০ বিশ্বকাপে খেলা সম্ভাব নয়।

Mohammed Shami: নাকে নল, হাতে চ্যানেল, হাসপাতালের বিছানায় শুয়ে মহম্মদ শামি, কী পোস্ট করলেন স্পিডস্টার

: স্পিডস্টার মহম্মদ শামি সোমবার তাঁর গোড়ালির চোটের কারণে ভুগছিলেন৷  অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য তাঁর গোড়ালিতে অপারেশন করালেন৷ সেই অস্ত্রোপচার সফল হয়েছে৷ তবে তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং ক্রিকেটে ফিরে আসতে সময় লাগবে। সোমবার সন্ধ্যায়, শামি তাঁর  নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন৷ পাশাপাশি তাঁর চোটের একটি আপডেট দিয়েছেন৷ 
: স্পিডস্টার মহম্মদ শামি সোমবার তাঁর গোড়ালির চোটের কারণে ভুগছিলেন৷  অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য তাঁর গোড়ালিতে অপারেশন করালেন৷ সেই অস্ত্রোপচার সফল হয়েছে৷ তবে তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং ক্রিকেটে ফিরে আসতে সময় লাগবে। সোমবার সন্ধ্যায়, শামি তাঁর  নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন৷ পাশাপাশি তাঁর চোটের একটি আপডেট দিয়েছেন৷
হাসপাতালের বেড থেকে তাঁর অপারেশনের আপডেট দিয়েছেন৷ তাঁর অস্ত্রোপচার হয়েছে ব্রিটেনে৷ নিজের পোস্টে শামি লিখেছেন,  “এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে। রিকভারির জন্য কিছুটা সময় লাগবে তবে আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অধীর অপেক্ষায়৷ " শামি X-এ  হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন৷ Photo Courtesy- Mohammed Shami/ X account 
হাসপাতালের বেড থেকে তাঁর অপারেশনের আপডেট দিয়েছেন৷ তাঁর অস্ত্রোপচার হয়েছে ব্রিটেনে৷ নিজের পোস্টে শামি লিখেছেন,  “এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে। রিকভারির জন্য কিছুটা সময় লাগবে তবে আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অধীর অপেক্ষায়৷ ” শামি X-এ  হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন৷ Photo Courtesy- Mohammed Shami/ X account
মহম্মদ শামি ভারতের ২০২৩এ  ওয়ানডে বিশ্বকাপ অভিযানের সময় চোট পেয়েছিলেন এবং ১৯ নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারের পর থেকে শামি আর কোনও ক্রিকেট ম্যাচ খেলেননি৷ আর তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো৷ 
মহম্মদ শামি ভারতের ২০২৩এ  ওয়ানডে বিশ্বকাপ অভিযানের সময় চোট পেয়েছিলেন এবং ১৯ নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারের পর থেকে শামি আর কোনও ক্রিকেট ম্যাচ খেলেননি৷ আর তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো৷
ভারতীয় পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরবর্তী T20I হোম সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরও মিস করেন। বর্তমানের ইংল্যান্ডের সিরিজেও খেলেননি, পাশাপাশি তাঁর আইপিএলে খেলাও স্ক্যানারের নিচে৷ কারণ তাঁর সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে৷ Photo Courtesy- Mohammed Shami/ X account 
ভারতীয় পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরবর্তী T20I হোম সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরও মিস করেন। বর্তমানের ইংল্যান্ডের সিরিজেও খেলেননি, পাশাপাশি তাঁর আইপিএলে খেলাও স্ক্যানারের নিচে৷ কারণ তাঁর সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে৷ Photo Courtesy- Mohammed Shami/ X account
মহম্মদ শামির অনুপস্থিততেই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া৷ দলে একাধিক সিনিয়র ক্রিকেটার না থাকা সত্ত্বেও ভারতীয় দল ঘরের মাঠে দারুণ পারফর্ম করেছে৷
মহম্মদ শামির অনুপস্থিততেই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া৷ দলে একাধিক সিনিয়র ক্রিকেটার না থাকা সত্ত্বেও ভারতীয় দল ঘরের মাঠে দারুণ পারফর্ম করেছে৷

Mohammed Shami: নিজের বায়োপিকে কাকে হিরো হিসেবে দেখতে চান মহম্মদ শামি? নাম শুনলে চমকে যাবেন

বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির। চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন তিনি। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে হয়েছেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী।
বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির। চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন তিনি। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে হয়েছেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী।
গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনেও গিয়েছেন মহম্মদ শামি। কবে ফের ২২ গজে ফিরবেন সেবিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। এরই মধ্য়ে নিজের বায়োপিক নিয়ে মন্তব্য করলেন শামি।
গোড়ালির চোটের চিকিৎসা করতে লন্ডনেও গিয়েছেন মহম্মদ শামি। কবে ফের ২২ গজে ফিরবেন সেবিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। এরই মধ্য়ে নিজের বায়োপিক নিয়ে মন্তব্য করলেন শামি।
News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মহম্মদ শামির কাছে জানতে চাওয়া তাঁর বায়োপিক হলে কাকে তিনি অভিনয় করতে অর্থাৎ হিরো হিসেবে দেখতে চান। এই প্রশ্নের উত্তরে যা উত্তর দিলেন তা শুনে অবাক হন সকলেই।
News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মহম্মদ শামির কাছে জানতে চাওয়া তাঁর বায়োপিক হলে কাকে তিনি অভিনয় করতে অর্থাৎ হিরো হিসেবে দেখতে চান। এই প্রশ্নের উত্তরে যা উত্তর দিলেন তা শুনে অবাক হন সকলেই।
এর আগে একাধিক ভারতীয় ক্রিকেটারের জীবনী নিয়ে সিনেমা হয়েছে। নিজের বায়োপিক নিয়ে শামি বলেন,'আমি এখনও নিজের বায়োপিক নিয়ে কিছুই ভাবিনি। তবে আমাকে নিয়ে বায়োপিক করা উচিৎ'।
এর আগে একাধিক ভারতীয় ক্রিকেটারের জীবনী নিয়ে সিনেমা হয়েছে। নিজের বায়োপিক নিয়ে শামি বলেন,’আমি এখনও নিজের বায়োপিক নিয়ে কিছুই ভাবিনি। তবে আমাকে নিয়ে বায়োপিক করা উচিৎ’।
এরপরই নিজের বায়োপিকে কাকে অভিনয় করতে দেখতে চান সেই প্রশ্নের উত্তরে শামি বলেন,"ক্রিকেট ছাড়ার পর আমার তেমন কিছু থাকবে না। আমাকে দিয়েই লিড রোল করানো যায়। নিজের বায়োপিকে নিজেই অভিনয় করব।"
এরপরই নিজের বায়োপিকে কাকে অভিনয় করতে দেখতে চান সেই প্রশ্নের উত্তরে শামি বলেন,”ক্রিকেট ছাড়ার পর আমার তেমন কিছু থাকবে না। আমাকে দিয়েই লিড রোল করানো যায়। নিজের বায়োপিকে নিজেই অভিনয় করব।”
এছাড়া কবে ক্রিকেটকে বিদায় জানাবেন মহম্মদ শামি সে সম্পর্কেও মুখ খুলেছেন তারকা পেসার। তিনি বলেছেন, যতদিন মনে হবে আমি নিজের সেরাটা দিতে পারছি ততদিন খেলবে। যেদিন সকালে উঠে মাঠে যেতে বিরক্ত লাগবে। সেদিন ক্রিকেটকে বিদায় জানাব।
এছাড়া কবে ক্রিকেটকে বিদায় জানাবেন মহম্মদ শামি সে সম্পর্কেও মুখ খুলেছেন তারকা পেসার। তিনি বলেছেন, যতদিন মনে হবে আমি নিজের সেরাটা দিতে পারছি ততদিন খেলবে। যেদিন সকালে উঠে মাঠে যেতে বিরক্ত লাগবে। সেদিন ক্রিকেটকে বিদায় জানাব।

Mohammed Shami: মহম্মদ শামির পছন্দের ভারত সেরা অধিনায়ক কে? বোমা ফাটালেন ভারতীয় পেসার

চোট নিয়েই বিশ্বকাপ খেলেও কামাল দেখিয়েছিলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি। মাত্র ৭টি ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়ে প২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন শামি।
চোট নিয়েই বিশ্বকাপ খেলেও কামাল দেখিয়েছিলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি। মাত্র ৭টি ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়ে প২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন শামি।
তবে বিশ্বকাপের পর থেকে আর চোটের কারণে ২২ গজে নামা হয়নি মহম্মদ শামির। তার চোট এখনও পুরোপুরি সারেনি। চিকিৎ করাতে লন্ডনও গিয়েছেন ডান হাতি পেসার। এখনও সেখানেই রয়েছেন।
তবে বিশ্বকাপের পর থেকে আর চোটের কারণে ২২ গজে নামা হয়নি মহম্মদ শামির। তার চোট এখনও পুরোপুরি সারেনি। চিকিৎ করাতে লন্ডনও গিয়েছেন ডান হাতি পেসার। এখনও সেখানেই রয়েছেন।
লন্ডনে গিয়ে এক সাক্ষাৎকারে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় মহম্মদ শামিকে। সাক্ষাৎকারে শামির কাছে জানতে চাওয়া হয় যে তাঁর প্রিয় অধিনায়ক কে? প্রশ্ন শুনেই শামি বলে বসেন এটা খুবই কঠিন প্রশ্ন।
লন্ডনে গিয়ে এক সাক্ষাৎকারে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় মহম্মদ শামিকে। সাক্ষাৎকারে শামির কাছে জানতে চাওয়া হয় যে তাঁর প্রিয় অধিনায়ক কে? প্রশ্ন শুনেই শামি বলে বসেন এটা খুবই কঠিন প্রশ্ন।
তারপরও সঞ্চালক উত্তর চাইলে নিজের পছন্দের কথা জানান শামি। আর মহম্মদ শামির উত্তর সকলকে অবাক করে। কারণ বিরাট কোহলি বা রোহিত শর্মার নাম নেন মহম্মদ শামি। কারণ তাঁর পছন্দ এম এস ধোনি।
তারপরও সঞ্চালক উত্তর চাইলে নিজের পছন্দের কথা জানান শামি। আর মহম্মদ শামির উত্তর সকলকে অবাক করে। কারণ বিরাট কোহলি বা রোহিত শর্মার নাম নেন মহম্মদ শামি। কারণ তাঁর পছন্দ এম এস ধোনি।
ধোনির নাম নেওয়ার পিছনে যুক্তিও দিয়েছেন শামি। প্রথমে ৩ অধিনায়কের মধ্যে তুলনা করতে রাজি হননি তিনি। তারপরও শুধুমাত্র সাফল্যের নিরিখে এমএস ধোনিকেই সেরা বেছেছেন এমএসধোনি।
ধোনির নাম নেওয়ার পিছনে যুক্তিও দিয়েছেন শামি। প্রথমে ৩ অধিনায়কের মধ্যে তুলনা করতে রাজি হননি তিনি। তারপরও শুধুমাত্র সাফল্যের নিরিখে এমএস ধোনিকেই সেরা বেছেছেন এমএসধোনি।
ধোনির নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্টে এক নম্বর দল হওয়া সবই পেয়েছে ভারত। ধোনির মত সাফল্য কারও নেই বলে জানিয়েছেন শামি।
ধোনির নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্টে এক নম্বর দল হওয়া সবই পেয়েছে ভারত। ধোনির মত সাফল্য কারও নেই বলে জানিয়েছেন শামি।

Exclusive Mohammed Shami: ‘ঘরে যদি বউ দৌড় করায় তো কারোর কি রাগ হয়?’ রাগ কন্ট্রোল নিয়ে শামির টিপস

Mohammed Shami: নিউজ ১৮  ঝাড়খণ্ডে খোলামেলা আলোচনায় এসেছিলেন ৷ একেবারে হালকা মেজাজে কথা বলছিলেন মহম্মদ শামি৷ কখনও হেসে, কখনও আগুনে ইয়র্কারের মতো উত্তর দিলেন ৷ তবে সবচেয়ে বেশি আলোচনা যা নিয়ে হচ্ছিল  তা হল কী করে মহম্মদ শামি কখনই মাঠের নিজের রাগ প্রকাশ করেন না৷ তবে তাঁর জীবনের একাধিক সমস্যা নিয়ে কথা বলা হলেও স্ত্রী-র সঙ্গে ব্যক্তিগত সমস্যার কথা একবারও বলেননি৷
Mohammed Shami: নিউজ ১৮  ঝাড়খণ্ডে খোলামেলা আলোচনায় এসেছিলেন ৷ একেবারে হালকা মেজাজে কথা বলছিলেন মহম্মদ শামি৷ কখনও হেসে, কখনও আগুনে ইয়র্কারের মতো উত্তর দিলেন ৷ তবে সবচেয়ে বেশি আলোচনা যা নিয়ে হচ্ছিল  তা হল কী করে মহম্মদ শামি কখনই মাঠের নিজের রাগ প্রকাশ করেন না৷ তবে তাঁর জীবনের একাধিক সমস্যা নিয়ে কথা বলা হলেও স্ত্রী-র সঙ্গে ব্যক্তিগত সমস্যার কথা একবারও বলেননি৷
প্রশ্ন- ‘‘শোয়েব আখতার তো উইকেট পাওয়ার পর অর্ধেক মাঠ দৌড়ে চলে যান, আপনার মধ্যে সেই রাগ কেন দেখা যায় না?  মহম্মদ শামিকো কিঁউ গুস্সা নেহি আতা?’’
প্রশ্ন- ‘‘শোয়েব আখতার তো উইকেট পাওয়ার পর অর্ধেক মাঠ দৌড়ে চলে যান, আপনার মধ্যে সেই রাগ কেন দেখা যায় না?  মহম্মদ শামিকো কিঁউ গুস্সা নেহি আতা?’’
উত্তর- ‘‘আসলে আমি এনার্জি সেভ করি , এরকম নয় যে আমার আনন্দ হয় না, কিন্তু উইকেটও তো পেতে হবে৷ যখন বোলার উইকেট পায় তখন ৩০ গজের বাইরে চলে যায়৷ আমার মনে হয় এখনই ধৈর্য্য হারাব না৷ যখন অসুবিধায় পড়ি তখন মাথা খাটাতে হয়, ভাবতে হয় আরে বাবা কী যে হচ্ছে৷ যখন আমরা ভাল কিছু করি তখন কেউ ভাবে না আমরা ভাল কেন করছি৷’’
উত্তর- ‘‘আসলে আমি এনার্জি সেভ করি , এরকম নয় যে আমার আনন্দ হয় না, কিন্তু উইকেটও তো পেতে হবে৷ যখন বোলার উইকেট পায় তখন ৩০ গজের বাইরে চলে যায়৷ আমার মনে হয় এখনই ধৈর্য্য হারাব না৷ যখন অসুবিধায় পড়ি তখন মাথা খাটাতে হয়, ভাবতে হয় আরে বাবা কী যে হচ্ছে৷ যখন আমরা ভাল কিছু করি তখন কেউ ভাবে না আমরা ভাল কেন করছি৷’’
তিনি আরও বলেন, ‘‘আমার মাথায় চলতে থাকে ভাল হয়েছে তো এই কারণ হয়েছে আমাকে আরও ভাল করতে হবে৷ আমি চেষ্টা করি বারবার এটাই যেন করতে পারি৷’’
তিনি আরও বলেন, ‘‘আমার মাথায় চলতে থাকে ভাল হয়েছে তো এই কারণ হয়েছে আমাকে আরও ভাল করতে হবে৷ আমি চেষ্টা করি বারবার এটাই যেন করতে পারি৷’’
‘‘আমার সঙ্গে যে যেরকম করে আমি কিন্তু তার সঙ্গে সেরকমই করি৷ কেউ আমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তাহলে আমি তাকে সেটাই ফিরিয়ে দিই৷ আপনি সামনে থেকে আমার সঙ্গে যেরকম ব্যবহার করবেন আমিও তার সঙ্গে সেই ব্যবহার করব৷ আমাকে যদি কিছু না বল তাহলে তাহলে ফাইন লেগে গিয়ে দাঁড়িয়ে পড়ি৷’’
‘‘আমার সঙ্গে যে যেরকম করে আমি কিন্তু তার সঙ্গে সেরকমই করি৷ কেউ আমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তাহলে আমি তাকে সেটাই ফিরিয়ে দিই৷ আপনি সামনে থেকে আমার সঙ্গে যেরকম ব্যবহার করবেন আমিও তার সঙ্গে সেই ব্যবহার করব৷ আমাকে যদি কিছু না বল তাহলে তাহলে ফাইন লেগে গিয়ে দাঁড়িয়ে পড়ি৷’’
প্রশ্ন-  জীবন কি শিখিয়ে দিল রাগের ওপর কী করে নিয়ন্ত্রণ করতে হয় কী করে?
প্রশ্ন-  জীবন কি শিখিয়ে দিল রাগের ওপর কী করে নিয়ন্ত্রণ করতে হয় কী করে?
উত্তর- ‘‘সকলের জীবনেই ওঠাপড়া থাকে, আজ ভাল দিন, কাল খারাপ হতে পারে৷ লাইফে টার্ন তো হয়ই৷ দৌড়নোর পর কী সত্যিই রাগ হয়, এখানে কারোর হয়, ঘরে বউ যদি দৌড় করায় তাহলে কী কারোর রাগ হয়৷ আসে না বোধহয় তাহলে দৌড়ে এলে কারোর রাগ হয় না৷’’
উত্তর- ‘‘সকলের জীবনেই ওঠাপড়া থাকে, আজ ভাল দিন, কাল খারাপ হতে পারে৷ লাইফে টার্ন তো হয়ই৷ দৌড়নোর পর কী সত্যিই রাগ হয়, এখানে কারোর হয়, ঘরে বউ যদি দৌড় করায় তাহলে কী কারোর রাগ হয়৷ আসে না বোধহয় তাহলে দৌড়ে এলে কারোর রাগ হয় না৷’’

 

Mohammed Shami on Biriyani: লাজুক, মুখচোরা নন, বোলিংয়ের মতো কথাতেও নিন্দুকদের মুখে সেলোটেপ লাগিয়ে দিচ্ছেন, সপাট উত্তর ‘‘আমি বিরিয়ানি-কাবাব খাই…’’

Mohammed Shami on Biriyani: ক্রিকেটার বা ক্রীড়া দুনিয়ার মানুষকে অনেক নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয় বলে প্রচলিত একটা মত রয়েছে৷ কিন্তু এর মধ্যেও ছক ভাঙা কিছু মানুষ থাকেন যাঁরা রুটিনে বরাদ্দ খাবারের বদলে পছন্দের খাবার খান বিন্দাসে৷ তাঁর জন্যে তাঁদের শরীরি কসরত কিছুটা বেশিই করতে হয়৷ কিন্তু তাও তাঁরা সেই খাওয়ার প্রতি আকর্ষণ দূর করতে পারেন না৷ এই তালিকায় রয়েছে ভারতের তারকা বোলার মহম্মদ শামির নাম৷
Mohammed Shami on Biriyani: ক্রিকেটার বা ক্রীড়া দুনিয়ার মানুষকে অনেক নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয় বলে প্রচলিত একটা মত রয়েছে৷ কিন্তু এর মধ্যেও ছক ভাঙা কিছু মানুষ থাকেন যাঁরা রুটিনে বরাদ্দ খাবারের বদলে পছন্দের খাবার খান বিন্দাসে৷ তাঁর জন্যে তাঁদের শরীরি কসরত কিছুটা বেশিই করতে হয়৷ কিন্তু তাও তাঁরা সেই খাওয়ার প্রতি আকর্ষণ দূর করতে পারেন না৷ এই তালিকায় রয়েছে ভারতের তারকা বোলার মহম্মদ শামির নাম৷
তিনি বিরিয়ানি খেতে ভীষণ ভালবাসেন৷ কিন্তু তাঁর সেই খাওয়া নিয়ে নিন্দুকরা প্রবল কটাক্ষও করেন৷ একটা সময়ে মহম্মদ শামি মনে ইচ্ছা হলেই বিরিয়ানি খেয়ে নিতেন৷ কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরে আসার পর তিনি ফিটনেস ট্রেনিংয়ে মন প্রাণ ঢেলে দিয়েছেন৷ কিন্তু বিরিয়ানি প্রেম যে যায়নি তা নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে ফের পরিষ্কার করে দিলেন বঙ্গ পেসার৷
তিনি বিরিয়ানি খেতে ভীষণ ভালবাসেন৷ কিন্তু তাঁর সেই খাওয়া নিয়ে নিন্দুকরা প্রবল কটাক্ষও করেন৷ একটা সময়ে মহম্মদ শামি মনে ইচ্ছা হলেই বিরিয়ানি খেয়ে নিতেন৷ কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরে আসার পর তিনি ফিটনেস ট্রেনিংয়ে মন প্রাণ ঢেলে দিয়েছেন৷ কিন্তু বিরিয়ানি প্রেম যে যায়নি তা নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে ফের পরিষ্কার করে দিলেন বঙ্গ পেসার৷
‘‘ স্কিল মনে করুন, বা পরিশ্রমের রঙ মনে করুন৷ আমি পরিশ্রম করা থেকে কখনও পিছু হঠি না৷ অনেকে আমায় বদনাম করেন আমি বিরিয়ানি খাই, কাবাব খাই, আরে খাই আর পরিশ্রম করি বন্ধু৷’’
‘‘ স্কিল মনে করুন, বা পরিশ্রমের রঙ মনে করুন৷ আমি পরিশ্রম করা থেকে কখনও পিছু হঠি না৷ অনেকে আমায় বদনাম করেন আমি বিরিয়ানি খাই, কাবাব খাই, আরে খাই আর পরিশ্রম করি বন্ধু৷’’
‘‘কিন্তু আমি যে পরিশ্রম করি সেটা অনেকে দেখতে পান না৷ কারণ মানুষ ঘরে গিয়ে আরাম করেন, ইঞ্জিন সুইচ অফ করে বসে যান আমি দলের সঙ্গের থেকে বেশি ঘরে প্র্যাকটিশ করি৷ তারই রঙ দেখা যায়৷ ওই যে মেহনত করি তার রেজাল্ট আমি পাই৷ কিন্তু লোকে মনে করেন খুব সহজে পেয়ে গেছি৷’’
‘‘কিন্তু আমি যে পরিশ্রম করি সেটা অনেকে দেখতে পান না৷ কারণ মানুষ ঘরে গিয়ে আরাম করেন, ইঞ্জিন সুইচ অফ করে বসে যান আমি দলের সঙ্গের থেকে বেশি ঘরে প্র্যাকটিশ করি৷ তারই রঙ দেখা যায়৷ ওই যে মেহনত করি তার রেজাল্ট আমি পাই৷ কিন্তু লোকে মনে করেন খুব সহজে পেয়ে গেছি৷’’
এদিকে নিজের বিরিয়ানি প্রেমের পাশাপাশি তাঁর পছন্দের অধিনায়ক কে প্রশ্নের উত্তরেও নিজের মত পরিষ্কার প্রকাশ করে দেন৷ তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর মতে ক্রিকেট দুনিয়ায় সর্বকালীন সেরা অধিনায়ক কে? তার উত্তরে তিনি জানিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি৷
এদিকে নিজের বিরিয়ানি প্রেমের পাশাপাশি তাঁর পছন্দের অধিনায়ক কে প্রশ্নের উত্তরেও নিজের মত পরিষ্কার প্রকাশ করে দেন৷ তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর মতে ক্রিকেট দুনিয়ায় সর্বকালীন সেরা অধিনায়ক কে? তার উত্তরে তিনি জানিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি৷
তবে ভারতে কোন অধিনায়কের নেতৃত্বে খেলতে সবচেয়ে সহজ বোধ করেন এই প্রশ্নের উত্তরে তিনি কারোর নাম আলাদা করে বললেনি৷ বরং বুঝিয়ে দেন প্রতিটা অধিনায়কের ওপরেই বিভিন্ন ধরণের চাপ থাকে৷ তারপর সেই দায়িত্ব সামলে সকলেই বোলারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেন, নিজের সিদ্ধান্ত জাস্ট চাপিয়ে দেব বলে কেউ চাপিয়ে দেন না, তা সে ধোনি হন, বিরাট হোন বা রোহিত হন৷
তবে ভারতে কোন অধিনায়কের নেতৃত্বে খেলতে সবচেয়ে সহজ বোধ করেন এই প্রশ্নের উত্তরে তিনি কারোর নাম আলাদা করে বললেনি৷ বরং বুঝিয়ে দেন প্রতিটা অধিনায়কের ওপরেই বিভিন্ন ধরণের চাপ থাকে৷ তারপর সেই দায়িত্ব সামলে সকলেই বোলারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেন, নিজের সিদ্ধান্ত জাস্ট চাপিয়ে দেব বলে কেউ চাপিয়ে দেন না, তা সে ধোনি হন, বিরাট হোন বা রোহিত হন৷

India vs England: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের মধ্যেই খারাপ খবর রোহিতদের জন্য! জেনে নিন বিস্তারিত

বিশাখাপত্তনমে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট ঘুড়ে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার। বিশাখাপত্তনম টেস্টে চোটের কারণে দলে নেই কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা। সেই জায়গায় খেলছেন রজত পাতিদার ও কুলদীপ যাদব।

দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে নামলেও মাঠের বাইরের খবর কিন্তু চিন্তা বাড়াবে রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়দের। কারণ রবীন্দ্র জাদেজাকে সম্ভবত তৃতীয় টেস্টেও পাওয়া যাবে না। জাদেজার হ্যামস্ট্রিংয়ের চোট সারতে আরও কিছুটা সময় লাগবে। এমনটাই দাবি করা হয়েছে ‘ক্রিকবাজ’ ওয়েবসাইটে। আপাতত এনসিএ-তে চিকিৎসাধীন রয়েছেন রবীন্দ্র জাদেজা।

অপরদিকে, ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিকেও হয়তো গোটা সিরিজে পাওয়া যাবে না। বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে দলের বাইরে রয়েছেন শামি। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসা চলছে তাঁর। ইঞ্জেকশনের মাধ্যমে তাঁকে সুস্থ করার চেষ্টা চলছে। আইপিএলে শামি খেলতে পারবেন কিনা সেবিষয়ে কোনও নিশ্চিয়তা পাওয়া যায়নি এখনও।

আরও পড়ুনঃ Sania Mirza: ফের কি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা? টেনিস সুন্দরীর ভাইরাল পোস্ট ঘিরে জোর জল্পনা

আশার খবর বলতে শুধু কেএল রাহুলকে নিয়ে। রাহুলের কোয়াড্রিসেপ্‌সে ব্যথা হয়েছিল। চোটের কারণে দ্বিতীয় টেস্টে দলের বাইরে রয়েছেন তারকা ব্যাটার। তবে রাহুলের চোটের যা পরিস্থিতি তাতে তৃতীয় টেস্টে দলে ফিরতে পারেন তিনি।

Sania Mirza: সানিয়াকে মির্জাকে নিয়ে নোংরামি চরমে, শামির সঙ্গে সানিয়ার বিয়ে নিয়ে তুমুল তোলপাড়

: প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার নতুন বছরের প্রথম মাসটা দুঃস্বপ্নের মতো কাটল৷ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক ২০ জানুয়ারি তাঁর সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছেন৷ বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের তিক্ততার খবর শিরোনাম ছিনিয়ে নিচ্ছিল৷
: প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার নতুন বছরের প্রথম মাসটা দুঃস্বপ্নের মতো কাটল৷ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক ২০ জানুয়ারি তাঁর সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছেন৷ বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের তিক্ততার খবর শিরোনাম ছিনিয়ে নিচ্ছিল৷
শোয়েব নিজের তৃতীয় বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সেই তিক্ততার খবর যে শুধুমাত্র তিক্ততা নয় তা প্রমাণ করে দিয়েছেন৷ বুঝিয়ে দিয়েছেন পুরনো সম্পর্ক এখন অতীত, এখন নতুন স্ত্রীকে নিয়ে ঘর করবেন তিনি৷
শোয়েব নিজের তৃতীয় বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সেই তিক্ততার খবর যে শুধুমাত্র তিক্ততা নয় তা প্রমাণ করে দিয়েছেন৷ বুঝিয়ে দিয়েছেন পুরনো সম্পর্ক এখন অতীত, এখন নতুন স্ত্রীকে নিয়ে ঘর করবেন তিনি৷
আর শোয়েব মালিকের তৃতীয় বিয়েকে ঢাল করে নোংরা খেলায় মেতেছেন সানিয়া মির্জা হেটারসরা৷ অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই তাঁর বিরোধীরা তাঁকে নিয়ে অত্যন্ত গর্হিত কাজ করেছেন৷
আর শোয়েব মালিকের তৃতীয় বিয়েকে ঢাল করে নোংরা খেলায় মেতেছেন সানিয়া মির্জা হেটারসরা৷ অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই তাঁর বিরোধীরা তাঁকে নিয়ে অত্যন্ত গর্হিত কাজ করেছেন৷
শোয়েব মালিকের বিয়ের ছবিগুলি এখনও সোশ্যাল মিডিয়ায় তুমুল বেগে ভাইরাল হয়েছে ৷ এই সময়ে মহম্মদ শামি ও সানিয়ার ফটো একসঙ্গে জুড়ে সোজা কথায় কালিমালিপ্ত করা হচ্ছে৷
শোয়েব মালিকের বিয়ের ছবিগুলি এখনও সোশ্যাল মিডিয়ায় তুমুল বেগে ভাইরাল হয়েছে ৷ এই সময়ে মহম্মদ শামি ও সানিয়ার ফটো একসঙ্গে জুড়ে সোজা কথায় কালিমালিপ্ত করা হচ্ছে৷
মহম্মদ শামি তাঁর স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাহবিচ্ছিন্ন না হলেও বেশ কয়েক বছর ধরে আলাদা থাকেন৷ হাসিন জাহান নিয়মিত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস পোস্ট করে শিরোনামে থাকার চেষ্টা করেন৷
মহম্মদ শামি তাঁর স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাহবিচ্ছিন্ন না হলেও বেশ কয়েক বছর ধরে আলাদা থাকেন৷ হাসিন জাহান নিয়মিত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস পোস্ট করে শিরোনামে থাকার চেষ্টা করেন৷
এবার তাই শামি ও সানিয়া মির্জা নাকি বিয়ে করে নেবেন এরকম দাবি সোশ্যাল মিডিয়ার৷
এবার তাই শামি ও সানিয়া মির্জা নাকি বিয়ে করে নেবেন এরকম দাবি সোশ্যাল মিডিয়ার৷
শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ে সেরে নিয়েছেন৷ ২০০২ সালে তিনি আয়েশা সিদ্দিকির সঙ্গে বিয়ে করেছিলেন৷ ২০১০ সালে তিনি সানিয়া মির্জার সঙ্গে বিয়ে করেন৷ ১৪ বছরের বিয়ে ভেঙে তিনি ফের তৃতীয় বিয়ে সেরে নিলেন৷
শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ে সেরে নিয়েছেন৷ ২০০২ সালে তিনি আয়েশা সিদ্দিকির সঙ্গে বিয়ে করেছিলেন৷ ২০১০ সালে তিনি সানিয়া মির্জার সঙ্গে বিয়ে করেন৷ ১৪ বছরের বিয়ে ভেঙে তিনি ফের তৃতীয় বিয়ে সেরে নিলেন৷
২০১৪ সালে মহম্মদ শামি বিয়ে করেছিলেন কেকেআরের চিয়ার লিডার হাসিন জাহানকে৷ তারপর নানা রকমের কঠিন পথ পেরিয়ে এই মুহূর্তে আলাদা থাকেন শামি ও হাসিন৷
২০১৪ সালে মহম্মদ শামি বিয়ে করেছিলেন কেকেআরের চিয়ার লিডার হাসিন জাহানকে৷ তারপর নানা রকমের কঠিন পথ পেরিয়ে এই মুহূর্তে আলাদা থাকেন শামি ও হাসিন৷

 

MS Dhoni: শামি অর্জুন পুরস্কার পেলেও ধোনি কেন পাননি? উত্তর জানা আছে কি আপনার

২০২৩ একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া ও নিজের কেরিয়ারে অসামান্য পারফরম্যান্সের ফলে অর্জুন পুরস্কার পেয়েছে টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি।
২০২৩ একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া ও নিজের কেরিয়ারে অসামান্য পারফরম্যান্সের ফলে অর্জুন পুরস্কার পেয়েছে টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি।
গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে অর্জুন পুরস্কার পান মহম্মদ শামি। বিশেষ সম্মান পেয়ে নিজের স্বপ্নপূরণ বলে জানিয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার।
গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাত থেকে অর্জুন পুরস্কার পান মহম্মদ শামি। বিশেষ সম্মান পেয়ে নিজের স্বপ্নপূরণ বলে জানিয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার।
কিন্তু অনেকের মনেই প্রশ্ন হল মহম্মদ শামি অর্জুন পুরস্কার পেলেও, নিজের সাফল্য ভরপুর কেরিয়ারে কেন অর্জুন পুরস্কার পাননি টিম ইন্ডিয়ার প্রাক্তন ২ বারের বিশ্বজয়ী অধিনায়ক এমএস ধোনি।
কিন্তু অনেকের মনেই প্রশ্ন হল মহম্মদ শামি অর্জুন পুরস্কার পেলেও, নিজের সাফল্য ভরপুর কেরিয়ারে কেন অর্জুন পুরস্কার পাননি টিম ইন্ডিয়ার প্রাক্তন ২ বারের বিশ্বজয়ী অধিনায়ক এমএস ধোনি।
এমএস ধোনির অর্জুন পুরস্কার না পাওয়ার কারণ কিন্তু অন্য। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। এর পরের বছর অর্থাৎ ২০০৮ সালে 'ক্যাপ্টেন কুল'কে খেলরত্ন সম্মানে ভূষিত করা হয়।
এমএস ধোনির অর্জুন পুরস্কার না পাওয়ার কারণ কিন্তু অন্য। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। এর পরের বছর অর্থাৎ ২০০৮ সালে ‘ক্যাপ্টেন কুল’কে খেলরত্ন সম্মানে ভূষিত করা হয়।
আর খেলরত্ন সম্মান পাওয়ার কারণেই এমএস ধোনিকে কখনই অর্জুন পুরস্কার দেওয়া হয়নি। কারণ সম্মানের নিরিখে খেলরত্ন হল অর্জুন পুরস্কারের থেকে অনেক বড়। সবার উপরে বললেও খুব একটা ভুল হবে না।
আর খেলরত্ন সম্মান পাওয়ার কারণেই এমএস ধোনিকে কখনই অর্জুন পুরস্কার দেওয়া হয়নি। কারণ সম্মানের নিরিখে খেলরত্ন হল অর্জুন পুরস্কারের থেকে অনেক বড়। সবার উপরে বললেও খুব একটা ভুল হবে না।