Post Office Schemes: পোস্ট অফিসে ১ বছর মেয়াদে ১ লাখ টাকার FD করছেন? কত রিটার্ন পাবেন দেখুন

নিরাপদ বিনিয়োগ মানেই ফিক্সড ডিপোজিট। রিটার্নও ভাল মেলে। পোস্ট অফিসে ১,২,৩ এবং ৫ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। অনেকে একে টাইম ডিপোজিটও বলেন। যাইহোক, ফিক্সড ডিপোজিটের মতোই এতে যত খুশি বিনিয়োগ করা যায়।
নিরাপদ বিনিয়োগ মানেই ফিক্সড ডিপোজিট। রিটার্নও ভাল মেলে। পোস্ট অফিসে ১,২,৩ এবং ৫ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। অনেকে একে টাইম ডিপোজিটও বলেন। যাইহোক, ফিক্সড ডিপোজিটের মতোই এতে যত খুশি বিনিয়োগ করা যায়।
পোস্ট অফিসের ৫ বছর মেয়াদি টাইম ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দেওয়া হয়, ৭.৫ শতাংশ হারে। এক বছর মেয়াদে ৬.৯ শতাংশ হারে সুদ মেলে। ২ বছর মেয়াদে সুদের হার ৭ শতাংশ এবং ৩ বছর মেয়াদে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
পোস্ট অফিসের ৫ বছর মেয়াদি টাইম ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দেওয়া হয়, ৭.৫ শতাংশ হারে। এক বছর মেয়াদে ৬.৯ শতাংশ হারে সুদ মেলে। ২ বছর মেয়াদে সুদের হার ৭ শতাংশ এবং ৩ বছর মেয়াদে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
এখন পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে যদি কেউ ১ বছর মেয়াদে ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা রিটার্ন পাবেন? টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৬.৯ শতাংশ সুদের হারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১,০৭,০৮১ টাকা রিটার্ন পাওয়া যাবে। অর্থাৎ ৭,০৮১ টাকা সুদ মিলছে।
এখন পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে যদি কেউ ১ বছর মেয়াদে ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা রিটার্ন পাবেন? টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৬.৯ শতাংশ সুদের হারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১,০৭,০৮১ টাকা রিটার্ন পাওয়া যাবে। অর্থাৎ ৭,০৮১ টাকা সুদ মিলছে।
মেয়াদ বাড়িয়ে ২ বছর করলে ১ লাখ টাকার বিনিয়োগ থেকে আরও বেশি রিটার্ন মিলবে। কারণ সুদ বেশি পাওয়া যাবে। টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ২ বছর মেয়াদে ৭ শতাংশ সুদের হারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে ১,১৪,৬৬৩ টাকা রিটার্ন মিলবে। এক্ষেত্রে সুদ হিসেবে গ্রাহক পাবেন ১৪,৬৬৩ টাকা।
মেয়াদ বাড়িয়ে ২ বছর করলে ১ লাখ টাকার বিনিয়োগ থেকে আরও বেশি রিটার্ন মিলবে। কারণ সুদ বেশি পাওয়া যাবে। টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ২ বছর মেয়াদে ৭ শতাংশ সুদের হারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে ১,১৪,৬৬৩ টাকা রিটার্ন মিলবে। এক্ষেত্রে সুদ হিসেবে গ্রাহক পাবেন ১৪,৬৬৩ টাকা।
এখন যদি কেউ ৩ বছর মেয়াদে ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে কত রিটার্ন মিলবে দেখে নেওয়া যাক। টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৭.১ শতাংশ সুদের হারে তিন বছরে ১ লাখ টাকা বিনিয়োগে ১,২৩,৫০৮ টাকা রিটার্ন পাওয়া যাবে। এক্ষেত্রে সুদ হিসেবে মিলছে ২৩,৫০৮ টাকা।
এখন যদি কেউ ৩ বছর মেয়াদে ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে কত রিটার্ন মিলবে দেখে নেওয়া যাক। টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৭.১ শতাংশ সুদের হারে তিন বছরে ১ লাখ টাকা বিনিয়োগে ১,২৩,৫০৮ টাকা রিটার্ন পাওয়া যাবে। এক্ষেত্রে সুদ হিসেবে মিলছে ২৩,৫০৮ টাকা।
একইভাবে ৫ বছর মেয়াদি টাইম ডিপোজিট স্কিমে যদি কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৭.৫ শতাংশ সুদের হারে তাঁর রিটার্ন দাঁড়াবে ১,৪৪,৯৯৫ টাকা। অর্থাৎ ম্যাচিউরিটিতে গ্রাহক সুদ হিসেবে পাচ্ছেন ৪৪,৯৯৫ টাকা। পোস্ট অফিসের পাঁচ বছরের টাইম ডিপোজিটে শুধু ভাল সুদ মেলে তাই নয়, করছাড়ও পাওয়া যায়। তাই পাঁচ বছরের এফডি-কে ট্যাক্স ফ্রি এফডি বলা হয়।
একইভাবে ৫ বছর মেয়াদি টাইম ডিপোজিট স্কিমে যদি কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে টাইম ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৭.৫ শতাংশ সুদের হারে তাঁর রিটার্ন দাঁড়াবে ১,৪৪,৯৯৫ টাকা। অর্থাৎ ম্যাচিউরিটিতে গ্রাহক সুদ হিসেবে পাচ্ছেন ৪৪,৯৯৫ টাকা। পোস্ট অফিসের পাঁচ বছরের টাইম ডিপোজিটে শুধু ভাল সুদ মেলে তাই নয়, করছাড়ও পাওয়া যায়। তাই পাঁচ বছরের এফডি-কে ট্যাক্স ফ্রি এফডি বলা হয়।