ধসে বিপর্যস্ত ওয়ানাডের পার্বত্য এলাকা৷ ছবি- পিটিআই

Wayanad Situation: লাফিয়ে বাড়ছে মৃত্যর সংখ্যা! ভূমিধসে ওয়ানাডে মৃত্যুমিছিল! আটকে বাংলার কয়েকশো মানুষ

ওয়ানাড: ভূমিধ্বসে বিধ্বস্ত ওয়ানাড। গ্রামের পর গ্রাম চলে গিয়েছে মাটির তলায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ঘটনার দু’দিন পর ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। গত মঙ্গলবার আচমকাই পার্বত্য এলাকা ওয়ানাডে ভূমিধ্বস নামে। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জন। নিখোঁজ হন ২০৬ জন। ভূমিধ্বসে আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ওয়ানাডে আটকে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের ঘরে ফেরাতে তুমুল তৎপর রাজ্য।