Tag Archives: Landslide

Road Collapsed: জলের পাইপ লাইন ফেটে বিরাট ধস উত্তরপাড়ায়

হুগলি: জলের পাইপলাইন ফেটে বড়সড় বিপত্তি উত্তরপাড়ায়। ১২ নম্বর ওয়ার্ডের রামলাল দত্ত রোডের একাধিক জায়গায় ধস নামে শনিবার থেকে। রবিবার ধসে পড়ে ওই রাস্তার বেশ কিছু অংশ। পাইপ লাইন বসাতে গিয়ে রাস্তায় ধস নামছে বলে অভিযোগ স্থানীয়দের। এর আগেও ১২ নম্বর ওয়ার্ডে একইভাবে ধস নেমেছিল। সেই সময় পুরসভা ব্যবস্থা নিয়ে ধস মেরামতি করে। পুরসভা সূত্রের খবর জলের পাইপ লাইন ফেটে এই বিপত্তি হয়েছে।

এদিকে ওয়ার্ডের ভেতর রাস্তার একাংশ ধসে পড়ায় ভয় ধরেছে আমজনতার মধ্যে। বাসিন্দারা পুরসভার কাছে আবেদন জানিয়েছেন যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, যেদিন ধস নামতে শুরু করে সেইদিন রাতেই স্কুটিতে করে এক মহিলা যাচ্ছিলেন। তিনি রাস্তার ধসের কবলে পড়েন। স্কুটির চাকা ধসের মধ্যে আটকে যায়। ওই মহিলা গাড়ি থেকে ছিটকে পড়েন। স্থানীয় মানুষরা ছুটে এসে মহিলাকে সাহায্য করেন। এলাকার মানুষের বক্তব্য, দ্রুত ধস মেরামত না করলে আগামী দিনে আরও এমন দুর্ঘটনা ঘটতে পারে।

আর‌ও পড়ুন: প্রোমোটিংয়ের জন্য খেলার মাঠের উপর দিয়ে রাস্তা! কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

এদিকে ধস নামা জায়গায় সিপিএমের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে বিপদ চিহ্নিত করতে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, পুরসভার উদাসীনতার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি ধস নামার পর পুরসভার পক্ষ থেকে সময় মত জায়গাটি ঘিরে দেওয়া হয়নি বলে বামেদের অভিযোগ।

রাহী হালদার

Sikkim West Bengal Road Closed: দিনভর বৃষ্টিতে পাহাড়ে নামল ধস! আজও বাংলা-সিকিম রাস্তায় ব্যাহত যান চলাচল

আজও বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন, ঘুরপথেই চলছে সড়ক যোগাযোগ। (রিপোর্টার--পার্থপ্রতিম সরকার)
আজও বন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন, ঘুরপথেই চলছে সড়ক যোগাযোগ। (রিপোর্টার–পার্থপ্রতিম সরকার)
গতকালের ধসের জেরে আজও বন্ধ ১০ নং জাতীয় সড়ক। পাহাড়ে বৃষ্টির জেরে ধস নামে লিকুভিরে। আজও বাংলা-সিকিম জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ।
গতকালের ধসের জেরে আজও বন্ধ ১০ নং জাতীয় সড়ক। পাহাড়ে বৃষ্টির জেরে ধস নামে লিকুভিরে। আজও বাংলা-সিকিম জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ।
গতকাল দিনভর বৃষ্টির জেরে ব্যহত হয় ধস সরানোর কাজ। ঘুরপথেই চলছে গাড়ি।
গতকাল দিনভর বৃষ্টির জেরে ব্যহত হয় ধস সরানোর কাজ। ঘুরপথেই চলছে গাড়ি।
শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের গাড়ি চলছে সেবক-গরুবাথান-লাভা রুট ধরে। অন্যদিকে সিকিম এবং কালিম্পং থেকে শিলিগুড়ি নামছে ২৭ মাইল-সামথের-কালিঝোরা রুট ধরে। এতে সময় এবং দুর্ভোগ দুইই বাড়ছে।
শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের গাড়ি চলছে সেবক-গরুবাথান-লাভা রুট ধরে। অন্যদিকে সিকিম এবং কালিম্পং থেকে শিলিগুড়ি নামছে ২৭ মাইল-সামথের-কালিঝোরা রুট ধরে। এতে সময় এবং দুর্ভোগ দুইই বাড়ছে।
ধস সরিয়ে একমুখী যান চলাচল শুরু ১০ নং লাইফ লাইন দিয়ে। সকাল থেকে বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার। জোর গতিতে চলছে ধস সরানোর কাজ। আপাতত ধস বিদ্ধস্ত লিকুভির দিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। কিছুটা স্বস্তি। (রিপোর্টার--পার্থপ্রতিম সরকার)
ধস সরিয়ে একমুখী যান চলাচল শুরু ১০ নং লাইফ লাইন দিয়ে। সকাল থেকে বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার। জোর গতিতে চলছে ধস সরানোর কাজ। আপাতত ধস বিদ্ধস্ত লিকুভির দিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। কিছুটা স্বস্তি। (রিপোর্টার–পার্থপ্রতিম সরকার)

Sikkim Landslide: টানা বৃষ্টিতে সিকিমগামী জাতীয় সড়কে  ধস, গাড়ির রুট বদল, জেনে নিন কোন রুটে চলছে গাড়ি

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ের দার্জিলিং-কালিম্পংয়েও ভারী বৃষ্টি হয়েছে। এরই মধ্যে জাতীয় সড়কে পরপর ধস নেমে ব্যাহত হল যানবাহন চলাচল।
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ের দার্জিলিং-কালিম্পংয়েও ভারী বৃষ্টি হয়েছে। এরই মধ্যে জাতীয় সড়কে পরপর ধস নেমে ব্যাহত হল যানবাহন চলাচল।
লিকুভিরের কাছে ধস নামে। ক্রমাগত পাথর পড়ছে জাতীয় সড়কে । এর ফলে কালিম্পং জেলা পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয় ১০ নম্বর জাতীয় সড়ক।
লিকুভিরের কাছে ধস নামে। ক্রমাগত পাথর পড়ছে জাতীয় সড়কে । এর ফলে কালিম্পং জেলা পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয় ১০ নম্বর জাতীয় সড়ক।
ইতিমধ্যেই পূর্ত দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন। বিরাট অংশ জুড়ে ধস নামায় তা সরাতে অনেকটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই পূর্ত দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দিয়েছে। বিরাট অংশ জুড়ে ধস নামায় তা সরাতে অনেকটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক আধিকারিকরা জানান, '' ওই রাস্তার কতটা ক্ষতি হয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না। তবে, এই মুহূর্তে ওই রাস্তা দিয়ে কোনও রকম যানবাহন চলাচল করা ভীষণ ঝুঁকিপূর্ণ। রাস্তা পরিষ্কার করে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।''
প্রশাসনিক আধিকারিকরা জানান, ” ওই রাস্তার কতটা ক্ষতি হয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না। তবে, এই মুহূর্তে ওই রাস্তা দিয়ে কোনও রকম যানবাহন চলাচল করা ভীষণ ঝুঁকিপূর্ণ। রাস্তা পরিষ্কার করে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”
আপাতত শিলিগুড়ি, কালিম্পং ও সিকিমের গাড়ি চলাচল করছে সেবক-গরুবাথান-লাভা রুটে। অন্যদিকে, কালিম্পং এবং সিকিম থেকে শিলিগুড়িমুখী যান চলাচল করছে ২৭ মাইল-সামথার রুটে।
আপাতত শিলিগুড়ি, কালিম্পং ও সিকিমের গাড়ি চলাচল করছে সেবক-গরুবাথান-লাভা রুটে। অন্যদিকে, কালিম্পং এবং সিকিম থেকে শিলিগুড়িমুখী যান চলাচল করছে ২৭ মাইল-সামথার রুটে।

Landslide: একের পর এক ধস, খনি এলাকার ফের যোশীমঠের আতঙ্ক! দেখুন ভিডিও

পশ্চিম বর্ধমান: ধস নামছে একের পর এক। খনি অঞ্চলজুড়ে ধস নামার ঘটনা এখন প্রায় নিয়মিত হয়ে উঠেছে। কখনও ধসের জেরে বাড়িতে দেখা দিচ্ছে ফাটল। কখনও আবার জনবসতিপূর্ণ এলাকাতেই তৈরি হচ্ছে বিশাল গর্ত। বারবার ধসের ঘটনায় বাড়ছে প্রাণহানির আশঙ্কা। এমন অবস্থায় প্রাণ বাঁচাতে অনেকেই ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। পুনর্বাসনের আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে তা খুবই কম হচ্ছে।

Chopra News: ভয়ঙ্কর কাণ্ড! মাটি চাপা পড়ে মৃত্যু ৪ শিশুর! চোপড়ায় তুমুল চাঞ্চল্য

চোপড়া: ভয়াবহ ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু হল চার শিশুর। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতে এলাকায়। সেখানে মাটিতে ধস নামে। মাটির ধসে চাপা পড়ে যায় চারজন। মাটি চাপা পড়ে মৃত্যু হয় ৪ শিশুর।

চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ এলাকায়  ঘটে এই মর্মান্তিক ঘটনা। মাটি চাপা পড়াতে মৃত্যুর মুখে ঢলে পড়ে ওই চার শিশু।তাঁরা হলেন গোলাম মুস্তাফা, বয়স ৫ বছর। ইউসুফ আলি বয়স ৬ বছর। মহম্মদ ইসলাম, বয়স ৫ বছর। তালেব আলি, বয়স ১২ বছর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ‘এই’ স্টেশন সেজে উঠছে বিমানবন্দরের আদলে! চমকে ঠাসা এই স্টেশন দেখলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন: রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ ৯ বছরের কিশোরীকে! ঘটনা শুনলে শিউরে উঠবেন

জানা গিয়েছে, চেতনাগছ এলাকায় BSF-এর ড্রেন কাটার কাজ চলছিল। আর সেখানেই ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। যেখানে কাজ চলছিল সেখানে ওই এলাকারই বেশ কয়েকজন শিশু এসেছিল খেলার জন্য। তারা খেল ছিল, আর সেই সময়ই ঘটে যায় এই মারাত্মক ঘটনা। আচমকাই মাটিতে নামে ধস। সেই মাটি শিশুদের উপর এসে পড়ে। মাটিতে চাপা পড়ে যায় তারা। এরপর BSF-ই ওই শিশুদের উদ্ধার করে চোপড়ায় এক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে  চিকিৎসক ওই চার শিশুকে পরীক্ষা করে জানান তারা মৃত। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। পুলিশ মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

চঞ্চল মোদক