South bengal news: ছাত্রীদের সঙ্গে একী আচরণ শিক্ষকের! স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের

দক্ষিণবঙ্গ: ছাত্রীদের সঙ্গে শিক্ষক অশালীন আচরণ করার অভিযোগে শিক্ষকদের ঘরবন্দি করে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে শুক্রবার হরিহরপাড়া থানার জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের।

অভিযোগ, স্কুলের শিক্ষক মহম্মদ সেলিম ওরফে বাচ্চু মণ্ডল ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং কাউকে জানালে মারধরের ভয় দেখান। শুধু তাই নয় কোনও কারণ ছাড়াই ছাত্রদের মারধর করেন বলেও অভিযোগ।

বিষয়টি জানাজানি হতেই প্রতিবাদে ওই শিক্ষকের বদলির দাবিতে স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। এদিন স্কুলে পরীক্ষা থাকলেও বিক্ষোভের জেরে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় হরিহরপাড়া থানার পুলিশ।

আরও পড়ুন: মাঝরাতে উত্তাল নদী সাঁতরে তিনজনকে উদ্ধার! পুলিশ অফিসারের কীর্তিকে কুর্নিশ সকলের

তৃতীয় শ্রেণির এক ছাত্রী বলে,  ‘‘বাচ্চু স্যার আমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেন। আমাদের গায়ে হাত দিয়ে কথা বলেন। বাড়িতে জানালে আমাদের মারধরের ভয় দেখায়। আমরা ওই স্যারের ক্লাস করতে চাই না।’’

অভিভাবিকা সমীরণ বেওয়া বলেন, ‘‘আমার মেয়ের সঙ্গেও ওই শিক্ষক অশালীন আচরণ করেছেন। স্কুলে মেয়েদের পড়াশোনার জন্য পাঠিয়েও কোনও নিরাপত্তা নেই। আমরা চাই ওই শিক্ষককে বদলি করে দেওয়া হোক।’’

অভিভাবক জালাল মণ্ডল বলেন, ‘‘একজন শিক্ষক হয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে এইপ্রকার আচরণ মেনে নেওয়া যায় না। আমরা চাই এই শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহন করা হোক।’’

আরও পড়ুন: রাস্তার উপর দিয়ে বইছে নদীর মতো স্রোত, পূর্ব বর্ধমানে বন্যা পরিস্থিতি বিস্তীর্ণ এলাকায়

প্রধান শিক্ষক সমর হায়দার বলেন, ‘‘এই বিষয়ে আমার কিছু জানা ছিল না। তবে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

যদিও এদিন স্কুলে অনুপস্থিত ছিলেন আভযুক্ত শিক্ষক বাচ্চু মণ্ডল। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সমস্ত বিষয় তদন্ত করে দেখা হোক।’’