ওয়ানাডে চলছে প্রাণের খোঁজ৷

Wayanad disaster update: এখনও নিখোঁজ দুশোরও বেশি! ওয়ানাড়ে মৃতের সংখ্যা কত, চলছে প্রাণের খোঁজ

ওয়ানাড: ধস বিধ্বস্ত ওয়ানাডে মৃতের সংখ্যা কত? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন৷ ইতিমধ্যেই অন্তত ২১৫টি দেহ উদ্ধার হয়েছে৷ কিন্তু ওয়ানাডের জেলা প্রশাসনের পক্ষ থেকেই জানান হয়েছে, এখনও পর্যন্ত ২১৮ জন নিখোঁজ রয়েছেন৷ যত সময় যাচ্ছে, ধ্বংসস্তূপ, কাদা মাটির নীচ থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধারের সম্ভাবনা কমছে৷ তবু হাল না ছেড়ে অত্যাধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত কুকুরদের ব্যবহার করে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন ভারতীয় সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা৷

মৃতদের মধ্যে এখনও পর্যন্ত ৮৭ জন মহিলা এবং ৩০টি শিশুর দেহ উদ্ধার হয়েছে৷ জেলা প্রশাসন জানিয়েছে, ১৪৩টি দেহাংশও উদ্ধার করা হয়েছে৷ যে ২১৫ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে, তার মধ্যে ১৪৮টি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে৷

আরও পড়ুন: বাণিজ্যিক কেন্দ্র, থার্মাল প্ল্যান্ট আর নয়! পরিবেশগত ভাবে সংবেদনশীল এলাকা হতে চলেছে ওয়ানাডের এই ১৩টি গ্রাম

ওয়ানাডে এখনও প্রায় ১৩০০ জন উদ্ধারকারী কাজ করছেন৷ ধ্বংসস্তূপের নীচে প্রাণের সন্ধানে একটি বিশেষ ধরনের র‍্যাডার ব্যবহার করছেন উদ্ধারকারীরা৷ কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে সামান্যতম নড়াচড়া অথবা প্রাণের সন্ধান পেলেই এই র‍্যাডার একটি নীল আলোর সঙ্কেত দেবে৷

শনিবার সকাল থেকেও নতুন করে শুরু হয়েছে উদ্ধারকাজ৷ এরই মধ্যে ওয়ানাডে দুঃসাহসিক অভিযানে জঙ্গলের ভিতর থেকে চারটি শিশু সহ একটি আদিবাসী পরিবারকে উদ্ধার করেছেন কেরলের বন দফতরের আধিকারিক এবং কর্মীরা৷

ওই উদ্ধারকারী দলে বন দফতরের একজন রেঞ্জ অফিসার সহ মোট চারজন সদস্য৷ উদ্ধার হওয়া শিশুগুলির বয়স এক থেকে চার বছরের মধ্যে৷ একটি পাহাড়ের মাথায় গুহার ভিতরে আটকে ছিল ওই পরিবারটি৷ দুর্গম পথ অতিক্রম করেই ওই পরিবারের কাছে পৌঁছয় বন দফতরের উদ্ধারকারী দলটি৷ যে জায়গায় ওই পরিবারটি আটকে ছিল, তার নীচে ছিল গভীর খাদ৷ সেই বিপদকে উপেক্ষা করেই জীবন বাজি রেখে পরিবারটিকে উদ্ধার করা হয়৷