কেরলের আতঙ্ক কাটতে না কাটতেই ফের ধস! মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত ৬, নিখোঁজ ৪০

Landslide: কেরলের আতঙ্ক কাটতে না কাটতেই ফের ধস! মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত ৬, নিখোঁজ প্রায় ৫০

সিমলা: কেরলের পর এবার হিমাচল প্রদেশ। মেঘভাঙা বৃষ্টির জেরে ধসে বিপর্যস্ত হিমাচলের একাধিক এলাকা। সূত্রের খবর অনুযায়ী, ভয়াবহ ধসের জেরে ইতিমধ্যেই ৬ জনের মৃত‍্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় ৫০ জন নিখোঁজ।

মেঘ ভাঙা বৃষ্টির জেরেই ধস নেমেছে হিমাচলে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কুল্লু, সিমলা এবং মান্ডির বিভিন্ন এলাকা এখনও বিচ্ছিন্ন হয়ে রয়েছে। শুক্রবার থেকেই হিমাচলে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: মাত্র ৩০ সেকেন্ডের তাণ্ডব, প্রবল ঝড়ে উড়ে গেল ৩০ টি বাড়ির চাল! সাত সকালেই নামল অন্ধকার, লন্ডভন্ড এই এলাকা

ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, আগামী ৬ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের র দশটি জেলার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জন‍্য হলুদ সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি চলবে দেশের অন‍্যান‍্য রাজ‍্যেও।

আরও পড়ুন: মিইয়ে যাচ্ছে মুড়ি? ২ মিনিটেই হবে কুড়কুড়ে, এই টিপস মনে রাখলে মাসের পর মাস থাকবে মুচমুচে

জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, বিহার, মধ‍্য প্রদেশ, মহারাষ্ট্র ছত্তিশগঢ়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জানিয়েছে মৌসম ভবন। বিহারের ৯ টি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। ইতিমধ‍্যেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাজধানী শহর দিল্লি।