Tanjin Tisha: ‘দিনশেষে দেশটা আমাদের সবারই’! ন্যায়ের পথেই আছেন, নির্দ্বিধায় জানিয়ে দিলেন তিশা

কয়েক মাস আগে বাংলাদেশে ছাত্রসমাজ যে আন্দোলনের সূচনা করেছিল, বর্তমানে তা সে দেশের সর্ব স্তরের অন্তরেই শিকড় ছড়িয়েছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন হাসিনা সরকারের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ, উত্তাল পরিস্থিতি, কার্ফু জারি, অগুনতি মৃত্যুতে রক্তাক্ত রাজপথ, সেনা ট্যাঙ্কের আতঙ্কের প্রতিবাদে ছাত্রদের সঙ্গেই পথে নেমেছেন হাজারও মানুষ।
কয়েক মাস আগে বাংলাদেশে ছাত্রসমাজ যে আন্দোলনের সূচনা করেছিল, বর্তমানে তা সে দেশের সর্ব স্তরের অন্তরেই শিকড় ছড়িয়েছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন হাসিনা সরকারের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ, উত্তাল পরিস্থিতি, কার্ফু জারি, অগুনতি মৃত্যুতে রক্তাক্ত রাজপথ, সেনা ট্যাঙ্কের আতঙ্কের প্রতিবাদে ছাত্রদের সঙ্গেই পথে নেমেছেন হাজারও মানুষ।
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একত্র হয়েছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। প্রতিবাদীদের সেই ভিড় ছিল চাক্ষুষ করার মতো। সময় যত গড়ায়, সেই ভিড় যেন ততই বাড়ে।
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একত্র হয়েছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। প্রতিবাদীদের সেই ভিড় ছিল চাক্ষুষ করার মতো। সময় যত গড়ায়, সেই ভিড় যেন ততই বাড়ে।
দেশের উত্তাল পরিস্থিতি নিয়ে উদ্বেগে তানজিন তিশা। আন্দোলনকারীদের পাশে থেকে বার্তাও দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী।
দেশের উত্তাল পরিস্থিতি নিয়ে উদ্বেগে তানজিন তিশা। আন্দোলনকারীদের পাশে থেকে বার্তাও দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়  প্রতিবাদীদের জমায়েতের ছবি নেটমাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, 'রেসকোর্স ময়দানের কথা ইতিহাসে পড়েছিলাম আজকে বাস্তবে দেখলাম।আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ।আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।'
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রতিবাদীদের জমায়েতের ছবি নেটমাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, ‘রেসকোর্স ময়দানের কথা ইতিহাসে পড়েছিলাম আজকে বাস্তবে দেখলাম। আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ।আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’
সোমবার ফার্মগেট এলাকাতেও কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাস্তায় নেমেছিলেন বিনোদন জগতের শিল্পীরা। সেই তালিকায় ছিলেন মোশাররফ করিম, সিয়াম আহমেদ, সাবিলা নূর, রাফিয়াত রাশিদ মিথিলা, আজমেরী হক বাঁধন, আশফাক নিপুণ, অমিতাভ রেজা চৌধুরীর মতো ব্যক্তিত্বরা।
সোমবার ফার্মগেট এলাকাতেও কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাস্তায় নেমেছিলেন বিনোদন জগতের শিল্পীরা। সেই তালিকায় ছিলেন মোশাররফ করিম, সিয়াম আহমেদ, সাবিলা নূর, রাফিয়াত রাশিদ মিথিলা, আজমেরী হক বাঁধন, আশফাক নিপুণ, অমিতাভ রেজা চৌধুরীর মতো ব্যক্তিত্বরা।