Tag Archives: Bangladesh News

Super Cyclone: পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঝড়, ৫ লাখ মানুষের মৃত্যু! কোথায় হয় জানেন, নামটা শুনলেই বলবেন, ‘তাই নাকি!’

নভেম্বরের ১১ তারিখ, ১৯৭০ সাল। আছড়ে পড়েছিল শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন ভোলা।  ঘূর্ণিঝড় 'ভোলা' এখনও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। সে বছর সেটি ছিল, ভারত মহাসাগরে ওঠা ষষ্ঠ ও সবচেয়ে ভয়াল ঘূর্ণিঝড়।
নভেম্বরের ১১ তারিখ, ১৯৭০ সাল। আছড়ে পড়েছিল শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন ভোলা। ঘূর্ণিঝড় ‘ভোলা’ এখনও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। সে বছর সেটি ছিল, ভারত মহাসাগরে ওঠা ষষ্ঠ ও সবচেয়ে ভয়াল ঘূর্ণিঝড়।
সিম্পসন স্কেলে ক্যাটেগরি-থ্রি মাত্রার ঘূর্ণিঝড় ছিল 'ভোলা'। এটি ছিল সর্বকালের ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগ। ১৯৭৬ সালের তাংশাং ভূমিকম্প বা ২০০৪ সালের সুনামির চেয়েও বেশি ক্ষতি হয়েছিল ভোলার দাপটে।
সিম্পসন স্কেলে ক্যাটেগরি-থ্রি মাত্রার ঘূর্ণিঝড় ছিল ‘ভোলা’। এটি ছিল সর্বকালের ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগ। ১৯৭৬ সালের তাংশাং ভূমিকম্প বা ২০০৪ সালের সুনামির চেয়েও বেশি ক্ষতি হয়েছিল ভোলার দাপটে।
১৯৭০ সালের ১৩ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যায় প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। বাংলাদেশের ভোলায় আঘাত হানা এই সামুদ্রিক ঝড় বিশ্বব্যাপী ‘দ্য গ্রেট ভোলা সাইক্লোন’ নামে পরিচিত।
১৯৭০ সালের ১৩ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যায় প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। বাংলাদেশের ভোলায় আঘাত হানা এই সামুদ্রিক ঝড় বিশ্বব্যাপী ‘দ্য গ্রেট ভোলা সাইক্লোন’ নামে পরিচিত।
যা তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ-এর) দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ড করা ঘূর্ণিঝড়গুলির মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ংকরতম প্রাকৃতিক দুর্যোগের একটি।
যা তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ-এর) দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ড করা ঘূর্ণিঝড়গুলির মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ংকরতম প্রাকৃতিক দুর্যোগের একটি।
১৯৭০ সালের ১২ নভেম্বর ঘণ্টায় সর্বোচ্চ ২২৪ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ১০-৩৩ ফুট!
১৯৭০ সালের ১২ নভেম্বর ঘণ্টায় সর্বোচ্চ ২২৪ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ১০-৩৩ ফুট!
এই ঝড়ের কারণে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারান। যার অধিকাংশই গাঙ্গেয় বদ্বীপের সমুদ্র সমতলের ভূমিতে জলোচ্ছ্বাসে ডুবে মারা যান। এটি ১৯৭০ সালের উত্তর ভারতীয় ঘূর্ণিঝড় মৌসুমের ৬ষ্ঠ ঘূর্ণিঝড় এবং মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল। এটি সিম্পসন স্কেলে ৩য় মাত্রার ঘূর্ণিঝড় ছিল।
এই ঝড়ের কারণে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারান। যার অধিকাংশই গাঙ্গেয় বদ্বীপের সমুদ্র সমতলের ভূমিতে জলোচ্ছ্বাসে ডুবে মারা যান। এটি ১৯৭০ সালের উত্তর ভারতীয় ঘূর্ণিঝড় মৌসুমের ৬ষ্ঠ ঘূর্ণিঝড় এবং মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল। এটি সিম্পসন স্কেলে ৩য় মাত্রার ঘূর্ণিঝড় ছিল।
ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ৮ নভেম্বর সৃষ্ট হয় এবং ক্রমশ শক্তিশালী হতে হতে এটি উত্তর দিকে অগ্রসর হতে থাকে। ১১ নভেম্বর এটির গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ১৮৫ কিমিতে (১১৫ মাইল) পৌঁছায় এবং সে রাতেই তা উপকূলে আঘাত করে।
ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ৮ নভেম্বর সৃষ্ট হয় এবং ক্রমশ শক্তিশালী হতে হতে এটি উত্তর দিকে অগ্রসর হতে থাকে। ১১ নভেম্বর এটির গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ১৮৫ কিমিতে (১১৫ মাইল) পৌঁছায় এবং সে রাতেই তা উপকূলে আঘাত করে।
জলোচ্ছ্বাসের কারণে পূর্ব পাকিস্তানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও দ্বীপসমূহ প্লাবিত হয়। এতে ওইসব এলাকার বাড়ি-ঘর, গ্রাম ও শস্য স্রোতে তলিয়ে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল তজুমদ্দিন উপজেলা, সেখানে ১৬৭০০০ জন অধিবাসীর মধ্যে ৭৭০০০ জনই (৪৬%) প্রাণ হারায়।
জলোচ্ছ্বাসের কারণে পূর্ব পাকিস্তানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও দ্বীপসমূহ প্লাবিত হয়। এতে ওইসব এলাকার বাড়ি-ঘর, গ্রাম ও শস্য স্রোতে তলিয়ে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল তজুমদ্দিন উপজেলা, সেখানে ১৬৭০০০ জন অধিবাসীর মধ্যে ৭৭০০০ জনই (৪৬%) প্রাণ হারায়।
জাতিসংঘের আওতাধীন বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ২০১৭ সালের ১৮ মে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি তালিকা প্রকাশ করে। এতে এই ঘূর্ণিঝড়কেই ‘সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়’ হিসেবে চিহ্নিত করে সংস্থাটি।
জাতিসংঘের আওতাধীন বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ২০১৭ সালের ১৮ মে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি তালিকা প্রকাশ করে। এতে এই ঘূর্ণিঝড়কেই ‘সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়’ হিসেবে চিহ্নিত করে সংস্থাটি।

Onion Price Hike: কলকাতায় পেঁয়াজের দাম বৃদ্ধির ‘পিছনে’ বাংলাদেশ! কারণ শুনলে আঁতকে উঠবেন

কলকাতা: বাংলাদেশে ইদের আগে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানি করবে ভারত। সেই সিদ্ধান্ত ঘোষণার পরই কলকাতার বাজারে পেঁয়াজ আসা অনেক কমে গিয়েছে। যার ফলে নাসিকের পেঁয়াজ কেজিতে ৪ টাকা বেড়ে গিয়েছে।

বাংলার পেঁয়াজ অর্থাৎ সুকসাগর পেঁয়াজ এলে কিছুটা সামাল দেওয়া যেতে পারে অবস্থা। তবে আবার পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আজ থেকেই শুরু ১০০ দিনের কাজের টাকা দেওয়া! জেলায় জেলায় খোলা হল কন্ট্রোল রুম…কারা পাবেন, কী নিয়ম? জানুন

ভারতের রফতানি ব্যবসায়ীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে পারবে। অবিলম্বে রফতানি কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ ছাড়া আর যেসব দেশে পেঁয়াজ রফতানি করবে ভারত, সেই দেশগুলো হল, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাহরাইন ও মরিশাস। পেঁয়াজ রফতানির ওপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: আধার কার্ড বাতিল! এবার সরাসরি নির্বাচন কমিশনের কাছে নালিশ তৃণমূলের, যাচ্ছে প্রতিনিধি দল

তবে এই ছয়টি দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন দেশে কী পরিমাণ পেঁয়াজ রফতানি করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Big Fish: এত বড়! সত্যি! এতদিন তো শুনেছেন পদ্মার ইলিশের কথা, এবার যা মিলল, শুনলে মাথায় হাত দেবেন

ঢাকা: এত বড়! সত্যি! হ্যাঁ, বাস্তবে এত বড়ই মাছের দেখা মিলল। বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে পদ্মা নদী থেকে ধরা একটি কাতল মাছ ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছটির ওজন ছিল ২৬ কেজি ৭০০ গ্রাম।

জানা গিয়েছে, গত শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ মাছটি কুমারখালি হেলথকেয়ার কোম্পানির মালিকের কাছে বিক্রি করেন।

আরও পড়ুন: বিয়ের আগেই মা হন মহিলারা, ইচ্ছেমতো বদলান সঙ্গীও! ভারতের কোথায় এই জায়গা জানেন?

জানা গিয়েছে, পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর থেকে শুক্রবার রাতে জেলে বলরাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকা দিয়ে জেলে বলরাম হালদার থেকে কিনে নেয়।

আরও পড়ুন: বলুন তো, ভারতে কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? বাংলা কত নম্বরে? ১০০% অবাক হবেন জেনে

 

 

এই সেই মাছ!
এই সেই মাছ!

 

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ”সকালে বলরাম হালদার ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের কাতল মাছ বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট নিয়ে আসলে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছ কিনেছিলাম। পরে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৫৬ হাজার টাকায় কুমারখালি হেলথকেয়ার কোম্পানির মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। মাছটি বিক্রি করে আমার ভালই লাভ হয়েছে।”

Mostafa Sarwar Farooki: ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন! অবশেষে বাড়ি ফিরলেন ফারুকী, কেমন আছেন বাংলাদেশের পরিচালক

দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের বিখ্যাত পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী। ২৩ জানুয়ারি তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, পরিচালক ব্রেন স্ট্রোকে আক্রান্ত।
দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের বিখ্যাত পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী। ২৩ জানুয়ারি তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, পরিচালক ব্রেন স্ট্রোকে আক্রান্ত।
তার পর বেশ কয়েকদিন নিউরো আইসিইউ-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন পরিচালক। ফারুকীর অসুস্থতার কথা শুনে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।
তার পর বেশ কয়েকদিন নিউরো আইসিইউ-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন পরিচালক। ফারুকীর অসুস্থতার কথা শুনে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।
গত ২৫ জানুয়ারি তিশা নেটমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানান, ফারুকী স্থিতিশীল আছেন। তাঁর বিশ্রাম প্রয়োজন কিছু দিন।
গত ২৫ জানুয়ারি তিশা নেটমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানান, ফারুকী স্থিতিশীল আছেন। তাঁর বিশ্রাম প্রয়োজন কিছু দিন।
পরিচালককে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়ি আসতেই মেয়ে ইলহামের সঙ্গে খেলায় মেতে উঠেছেন ফারুকী। দুর্বল শরীরে বিছানায় শুয়েই একরত্তি মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন পরিচালক। বাবা-মেয়ের সেই মিষ্টি মুহূর্ত লেন্সবন্দি করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিশা।
পরিচালককে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়ি আসতেই মেয়ে ইলহামের সঙ্গে খেলায় মেতে উঠেছেন ফারুকী। দুর্বল শরীরে বিছানায় শুয়েই একরত্তি মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন পরিচালক। বাবা-মেয়ের সেই মিষ্টি মুহূর্ত লেন্সবন্দি করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিশা।
অভিনেত্রী জানান, ২৯ তারিখ ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। রিপোর্ট ভাল এসেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পরিচালক। পরিচালকের সুস্থ হয়ে ওঠার খবরে নিশ্চিন্ত তাঁর অনুরাগীরাও।
অভিনেত্রী জানান, ২৯ তারিখ ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। রিপোর্ট ভাল এসেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পরিচালক। পরিচালকের সুস্থ হয়ে ওঠার খবরে নিশ্চিন্ত তাঁর অনুরাগীরাও।

Mostafa Sarwar Farooqi: ব্রেন স্ট্রোকে আক্রান্ত ফারুকী! কেমন আছেন বাংলাদেশের পরিচালক, জানাচ্ছেন তিশা

হাসপাতালে ভর্তি বাংলাদেশের বিখ্যাত পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী। ২৩ জানুয়ারি তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, পরিচালক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।
হাসপাতালে ভর্তি বাংলাদেশের বিখ্যাত পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী। ২৩ জানুয়ারি তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, পরিচালক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।
দু'দিন আগে পোস্টে তিশা লেখেন, 'আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটিস্ক্যান করতে। করা হল। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউ-তে অবজারভেশনে আছে এখন । সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।'
দু’দিন আগে পোস্টে তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটিস্ক্যান করতে। করা হল। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউ-তে অবজারভেশনে আছে এখন । সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’
ফারুকী অসুস্থতার খবরে দুশ্চিন্তায় অনুরাগীরা। পরিচালক কেমন আছেন, তা জানতে উদ্বিগ্ন ছিলেন সকলেই। নেটমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা খবরও রটেছিল। অবশেষে যাবতীয় গুঞ্জনের অবসান ঘটালেন তিশা নিজেই।
ফারুকী অসুস্থতার খবরে দুশ্চিন্তায় অনুরাগীরা। পরিচালক কেমন আছেন, তা জানতে উদ্বিগ্ন ছিলেন সকলেই। নেটমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা খবরও রটেছিল। অবশেষে যাবতীয় গুঞ্জনের অবসান ঘটালেন তিশা নিজেই।
তিনি জানান, ফারুকী আপাতত বিপদমুক্ত। কিছু দিন তাঁর বিশ্রামের প্রয়োজন। শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে লেখেন, 'অনেকেরই ফোন ও এসএমএস এর উত্তর দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত।'
তিনি জানান, ফারুকী আপাতত বিপদমুক্ত। কিছু দিন তাঁর বিশ্রামের প্রয়োজন। শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে লেখেন, ‘অনেকেরই ফোন ও এসএমএস এর উত্তর দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত।’
ফারুকী ২৫ বছর ধরে পরিচালনা করেছেন। সম্প্রতি তাঁর পরিচালিত এবং অভিনীত 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি' দর্শকমহলে প্রশংসিত হয়। ফারুকীর সঙ্গে অভিনয় করেন তিশাও।
ফারুকী ২৫ বছর ধরে পরিচালনা করেছেন। সম্প্রতি তাঁর পরিচালিত এবং অভিনীত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ দর্শকমহলে প্রশংসিত হয়। ফারুকীর সঙ্গে অভিনয় করেন তিশাও।

Porimoni: শরীরে দু’প্রকার ভাইরাস! গুরুতর অসুস্থ ছেলে, একরত্তিকে নিয়ে কলকাতায় অসহায় পরীমণি

একের পর এক ঝড় পরীমণির জীবনে। দিন কয়েক আগেই খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ হন বাংলাদেশের নায়িকা এবং তাঁর বাড়ির পাঁচ সদস্য। বাকিরা সুস্থ হলেও একরত্তি এখনও সেরে ওঠেনি। বরং তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে।
একের পর এক ঝড় পরীমণির জীবনে। দিন কয়েক আগেই খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ হন বাংলাদেশের নায়িকা এবং তাঁর বাড়ির পাঁচ সদস্য। বাকিরা সুস্থ হলেও একরত্তি এখনও সেরে ওঠেনি। বরং তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে।
পরীমণির ছেলে পদ্মের শরীরে মিলেছে দু'রকমের ভাইরাস। প্রথমে বাংলাদেশের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার পর চিকিৎসার জন্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ছেলেকে নিয়ে আসেন পরীমণি।
পরীমণির ছেলে পদ্মের শরীরে মিলেছে দু’রকমের ভাইরাস। প্রথমে বাংলাদেশের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার পর চিকিৎসার জন্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ছেলেকে নিয়ে আসেন পরীমণি।
পরীমণির ছেলের অসুস্থতার কথা জানান বাংলাদেশের পরিচালক চয়নিকা চৌধুরী। শুধু পেশাগত ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও তিনি পরীমণির কাছের মানুষ।
পরীমণির ছেলের অসুস্থতার কথা জানান বাংলাদেশের পরিচালক চয়নিকা চৌধুরী। শুধু পেশাগত ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও তিনি পরীমণির কাছের মানুষ।
গত বছর পরীমণির দাম্পত্যে চিড় ধরে। জীবনের অন্যতম স্তম্ভ দাদুকেও হারান অভিনেত্রী। আপাতত ছেলেকে নিয়ে উদ্বেগে দিন কাটছে তাঁর।
গত বছর পরীমণির দাম্পত্যে চিড় ধরে। জীবনের অন্যতম স্তম্ভ দাদুকেও হারান অভিনেত্রী। আপাতত ছেলেকে নিয়ে উদ্বেগে দিন কাটছে তাঁর।
ছেলের জন্মের পর থেকে তাকে ঘিরে জীবন আবর্তিত পরীমণির। কাজের বাইরে একরত্তির সঙ্গেই সময় কাটে তাঁর।
ছেলের জন্মের পর থেকে তাকে ঘিরে জীবন আবর্তিত পরীমণির। কাজের বাইরে একরত্তির সঙ্গেই সময় কাটে তাঁর।

Bangladesh Election 2024: খোদ শিল্পমন্ত্রীর ছেলেই দিলেন ‘ছাপ্পা’ ভোট? বাংলাদেশ নির্বাচনে ‘বড়’ সিদ্ধান্ত কমিশনের

ঢাকা : কার্যত অশান্তির আবহেই রবিবার বাংলাদেশে শুরু হয়েছে দ্বাদশ সাধারণ নির্বাচন। মোট ২৯৯টি সংসদীয় কেন্দ্রে (প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ বাদে) চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এরইমধ্যে খোদ শিল্পমন্ত্রীর ছেলের বিরুদ্ধে উঠল ‘জাল ভোট’ দেওয়ার অভিযোগ! স্থানীয় সংবাদ সংস্থার খবর সূত্রে জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে নরসিংদি-৪ আসনের একটি পোলিং বুথে। ইতিমধ্যেই ওই কেন্দ্রের ভোট বাতিল করেছে কমিশন। অভিযোগ, শিল্পমন্ত্রী নুরুল মাজিদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ দলবল নিয়ে প্রবেশ করেন ভোটগ্রহণ কেন্দ্রে। অভিযোগ, নিজেই ১২টি ব্যালট পেপার ছিনিয়ে নেন তিনি।

রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হওয়ার কথা। সেই মতো সকাল সকাল ভোটারদের লাইন দেখা যায় বুথে বুথে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লক্ষ, ৩৩ হাজার ১৫৭। পুরুষ ভোটার ৬ কোটি ৫ লক্ষ ৯২ হাজার ১৬৯। আর মহিলা ভোটার রয়েছেন ৫ কোটি ৮৭ লক্ষ ৪০ হাজার ১৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৪৮। নির্বাচন কমিশনে মোট রেজিস্টার্ড দলের সংখ্যা ৪৪। নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপি-সহ বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বয়কট করেছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হিংসা বাড়ছে বাংলাদেশে। রবিবার চট্টগ্রামে নগরীর চান্দগাঁও এলাকায় ভোটবিরোধী মিছিলে নামে বিএনপি। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান খালেদা জিয়ার দলের কর্মীরা। এই ঘটনায় জখম হন ১৫ জন। সংঘর্ষের পাশাপাশি অভিযোগ উঠেছে, মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রর পাশেই আওয়ামি লিগের প্রার্থী মৃণালকান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে খুন করারও। নির্বাচন প্রক্রিয়া রুখে দেওয়ার ডাক আগেই দিয়েছে বিএনপি-জামাত-সহ সমমনা দলগুলি। নির্বিঘ্নে ভোটপর্ব শেষ করতে মরিয়া প্রশাসন ও নির্বাচন কমিশন।

 

Tasnia Rahman Death: গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার দেহ! মডেল-অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য

বাংলাদেশের ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয় মডেল-অভিনেত্রী তাসনিয়া রহমানকে। এর পরেই তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাসনিয়াকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশের ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয় মডেল-অভিনেত্রী তাসনিয়া রহমানকে। এর পরেই তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাসনিয়াকে মৃত ঘোষণা করেন।
ঢাকার ধানমন্ডির একটি অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন তাসনিয়া। একই অ্যাপার্টমেন্টের চারতলায় থাকতেন তাঁর মা–বাবা-সহ পরিবারের অন্য সদস্যরা।
ঢাকার ধানমন্ডির একটি অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন তাসনিয়া। একই অ্যাপার্টমেন্টের চারতলায় থাকতেন তাঁর মা–বাবা-সহ পরিবারের অন্য সদস্যরা।
বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে ধানমন্ডি থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌসী জানান, ওই ফ্ল্যাটে একাই থাকতেন তাসনিয়া। আরেকটি ফ্ল্যাটে থাকেন তাঁর পরিবারের অন্য সদস্যরা। ভোরে এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাসনিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। তখনই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে ধানমন্ডি থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌসী জানান, ওই ফ্ল্যাটে একাই থাকতেন তাসনিয়া। আরেকটি ফ্ল্যাটে থাকেন তাঁর পরিবারের অন্য সদস্যরা। ভোরে এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাসনিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। তখনই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তাসনিয়া। অতীতে একাধিকবার ফেসবুক লাইভে এসে নানা সমস্যার কথা জানান তিনি। গত বছরে একাধিক প্রতারণার অভিযোগে চর্চায় এসেছিলেন তাসনিয়া। বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ।
জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তাসনিয়া। অতীতে একাধিকবার ফেসবুক লাইভে এসে নানা সমস্যার কথা জানান তিনি। গত বছরে একাধিক প্রতারণার অভিযোগে চর্চায় এসেছিলেন তাসনিয়া। বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ।
চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেন তাসনিয়া। তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। (DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেন তাসনিয়া। তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। (DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

Apu Biswas: চাল-ডাল-তেল দিয়ে ত্রাণ নয়! নারীদের পাশে থাকবেন, নেত্রী হতে চেয়ে পরিকল্পনা অপুর

রাজনীতিতে আসতে আগ্রহী বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস। বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হতে চাইছেন। তবে নির্বাচনে লড়ে নয়, মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সদস্য হতে ইচ্ছুক অভিনেত্রী।
রাজনীতিতে আসতে আগ্রহী বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস। বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হতে চাইছেন। তবে নির্বাচনে লড়ে নয়, মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সদস্য হতে ইচ্ছুক অভিনেত্রী।
চলতি বছরের নির্বাচনের প্রার্থী হয়েছেন একাধিক তারকা। ওপার বাংলার নায়ক ফিরদৌস আহমেদও রয়েছেন সেই তালিকায়। পর্দা থেকে রাজনীতিরতে শিল্পীদের নাম লেখানোর ইতিহাস আজকের নয়। সেই পথেই হাঁটতে চাইছেন অপু।
চলতি বছরের নির্বাচনের প্রার্থী হয়েছেন একাধিক তারকা। ওপার বাংলার নায়ক ফিরদৌস আহমেদও রয়েছেন সেই তালিকায়। পর্দা থেকে রাজনীতিরতে শিল্পীদের নাম লেখানোর ইতিহাস আজকের নয়। সেই পথেই হাঁটতে চাইছেন অপু।
অপু বরাবরই আওয়ামী লিগের সমর্থক অপু। রাজনীতির ময়দানে নারীদের উন্নয়নের স্বার্থে কাজ করার ইচ্ছা তাঁর।
অপু বরাবরই আওয়ামী লিগের সমর্থক অপু। রাজনীতির ময়দানে নারীদের উন্নয়নের স্বার্থে কাজ করার ইচ্ছা তাঁর।
অপু মনে করেন, তিনি রাজনৈতির দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন। তিনি বলেন, "অভিনেত্রী অপুর কথা মহিলারা বিশ্বাস করেন। সেই বিশ্বাসটা আরও দৃঢ় করতে হলে নেতৃত্বের জায়গাটা কিছুটা হলেও দরকার ।"
অপু মনে করেন, তিনি রাজনৈতির দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন। তিনি বলেন, “অভিনেত্রী অপুর কথা মহিলারা বিশ্বাস করেন। সেই বিশ্বাসটা আরও দৃঢ় করতে হলে নেতৃত্বের জায়গাটা কিছুটা হলেও দরকার ।”
অপুর মতে, সদিচ্ছা এবং সৎ সাহস থাকলেই যে কোনও কাজ করা যেতে পারে। তাঁর কথায়, "আমি নারীদের হয়ে কাজ করতে চাই। তাঁদের অনেক দুঃখ-কষ্ট থাকে। সেগুলি তাঁরা তাঁদের মা, বোন, স্বামী কাউকেই বলতে পারেন না। আমি তাঁদের কাছে পৌঁছে যেতে পারি।"
অপুর মতে, সদিচ্ছা এবং সৎ সাহস থাকলেই যে কোনও কাজ করা যেতে পারে। তাঁর কথায়, “আমি নারীদের হয়ে কাজ করতে চাই। তাঁদের অনেক দুঃখ-কষ্ট থাকে। সেগুলি তাঁরা তাঁদের মা, বোন, স্বামী কাউকেই বলতে পারেন না। আমি তাঁদের কাছে পৌঁছে যেতে পারি।”
এখানেই থেমে যাননি অপু। তিনি আরও বলেন, "যখন ত্রাণ দেয়, তখন পাঁচ কেজি চাল দেয়, দুই কেজি ডাল দেয়, এক লিটার সোয়াবিন তেল দেয়। একটা সাবান দেয়। এটা দিয়ে জীবন চলে? না। আমি তাঁদের ত্রাণ দেব না। আমাকে নেতৃত্বের জায়গা দেওয়া হলে, আমি নারীদের স্বাবলম্বী করব।"
এখানেই থেমে যাননি অপু। তিনি আরও বলেন, “যখন ত্রাণ দেয়, তখন পাঁচ কেজি চাল দেয়, দুই কেজি ডাল দেয়, এক লিটার সোয়াবিন তেল দেয়। একটা সাবান দেয়। এটা দিয়ে জীবন চলে? না। আমি তাঁদের ত্রাণ দেব না। আমাকে নেতৃত্বের জায়গা দেওয়া হলে, আমি নারীদের স্বাবলম্বী করব।”

Muhammad Yunus: নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের কারাদণ্ড, বাংলাদেশে তোলপাড়

ঢাকা: নানাসময়ে নানারকম বিতর্ক তাঁকে তাড়া করে বেরিয়েছে৷ এ বার নোবেলজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে একটি মামলায় জেলে পাঠাল বাংলাদেশের আদালত৷ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা সেই মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতির অধ্যাপক মহম্মদ ইউনুসকে ছ’মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত৷ সেই সঙ্গে মোট পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে৷ মামলার আরেকটি ধারায় তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ তাদের প্রত্যেককে মোট ৩০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

সোমবার ঢাকার তিন নম্বর শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। আদালতে বিচারক বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্খনের অভিযোগ প্রমাণিত হয়েছে৷ আদালতে এই অভিযুক্তদের উপস্থিতিতেই এই সাজা ঘোষণা করা হয়েছে৷ এই মামলা অনেকদিনের৷ এই নিয়ে আগ্রহ ছিল গোটা বিশ্বের৷ সেই কারণে প্রবল ভিড়ও ছিল এজলাসে৷

তবে সাজা ঘোষণা হয়ে গেলেও এখনই জেলে যেতে হচ্ছে না ইউনুসকে৷ আদালতে তাদের আইনজীবীরা ৩০ দিনের মধ্যে আপিল করার শর্তে জামিন চাইলে পাঁচ হাজার টাকার বন্ডে আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ আগামী একমাসের মধ্যে তাদের শ্রম আপিলেট ট্রাইবুনালে আপিল করতে হবে।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি আদালতে এসেছিল৷