Weather News: প্রকৃতির রোষে ‘অশনি সংকেত’! উত্তরে আবহাওয়ার চোখরাঙানি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

জলপাইগুড়ি: সাময়িক স্বস্তির পর ফের অশনি সঙ্কেত উত্তরবঙ্গে! এই মুহূর্তে বাংলায় সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। কোথাও লাল, কোথাও বা কমলা সতর্কতা জারি রয়েছে বাংলা জুড়ে। সপ্তাহ শেষে কালো মেঘে ঢাকা জলপাইগুড়ি সহ উত্তরের আকাশ, হড়পা বান সহ ভূমি ধসের আশঙ্কা।
জলপাইগুড়ি: সাময়িক স্বস্তির পর ফের অশনি সঙ্কেত উত্তরবঙ্গে! এই মুহূর্তে বাংলায় সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। কোথাও লাল, কোথাও বা কমলা সতর্কতা জারি রয়েছে বাংলা জুড়ে। সপ্তাহ শেষে কালো মেঘে ঢাকা জলপাইগুড়ি সহ উত্তরের আকাশ, হড়পা বান সহ ভূমি ধসের আশঙ্কা।
মৌসুমী বায়ু সক্রিয় হতেই দুর্যোগের ঘনঘটা। গাঙ্গেয় ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত। বিস্তীর্ণ জায়গায় জল জমে ব্যাহত জনজীবন। অন্যদিকে,জুন-জুলাই মাস তথা বর্ষার শুরু থেকেই ভাসছে উত্তরবঙ্গ। মাঝে কয়েকদিন পরিষ্কার আকাশ হতেই ফের তীব্র গরম এবং আদ্রতা জনিত অস্বস্তিতে নাজেহাল হতে হচ্ছিল উত্তরবঙ্গবাসীদের।
মৌসুমী বায়ু সক্রিয় হতেই দুর্যোগের ঘনঘটা। গাঙ্গেয় ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত। বিস্তীর্ণ জায়গায় জল জমে ব্যাহত জনজীবন। অন্যদিকে,জুন-জুলাই মাস তথা বর্ষার শুরু থেকেই ভাসছে উত্তরবঙ্গ। মাঝে কয়েকদিন পরিষ্কার আকাশ হতেই ফের তীব্র গরম এবং আদ্রতা জনিত অস্বস্তিতে নাজেহাল হতে হচ্ছিল উত্তরবঙ্গবাসীদের।
তবে তার মধ্যেই সিঁদুরে মেঘ দেখছে উত্তরবঙ্গবাসী। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে আলিপুরদুয়ারে লাল, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং কমলা সতর্কতা জারি করেছে। তিস্তা নদীর দোমহনী ও মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সর্তকতা।পাহাড় এবং সমতলে অঝোরে বৃষ্টি হচ্ছে। পুনরায় ধ্বস নেমে বন্ধ হয়ে গিয়েছে বাংলা সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। ফের ফুঁসছে তিস্তা নদী। চিন্তায় কপালে ভাঁজ নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের।
তবে তার মধ্যেই সিঁদুরে মেঘ দেখছে উত্তরবঙ্গবাসী। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে আলিপুরদুয়ারে লাল, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং কমলা সতর্কতা জারি করেছে। তিস্তা নদীর দোমহনী ও মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সর্তকতা।পাহাড় এবং সমতলে অঝোরে বৃষ্টি হচ্ছে। পুনরায় ধ্বস নেমে বন্ধ হয়ে গিয়েছে বাংলা সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। ফের ফুঁসছে তিস্তা নদী। চিন্তায় কপালে ভাঁজ নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের।
শনিবার সকাল সাতটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান অনেকটাই বেশি। ২৫৯৯.৫৩ কিউমেক জল ছাড়া হয়েছে হয় বলে সেন্ট্রাল ফ্ল্যাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়।সেই মোতাবেক শুক্রবার রাত থেকেই পাল্টেছে জলপাইগুড়ির আবহাওয়া।
শনিবার সকাল সাতটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান অনেকটাই বেশি। ২৫৯৯.৫৩ কিউমেক জল ছাড়া হয়েছে হয় বলে সেন্ট্রাল ফ্ল্যাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়।সেই মোতাবেক শুক্রবার রাত থেকেই পাল্টেছে জলপাইগুড়ির আবহাওয়া।
গত কয়েক দিন ধরে তীব্র দাবদাহ, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে অনেকটাই যেন এগিয়ে এসেছে শীতের অনুভূতি।শনিবার সকাল থেকেই চলছে ইলশেগুঁড়ি বৃষ্টি।সপ্তাহের শেষ দিনে কাজে কর্মে রাজপথে চলা আমজনতার সঙ্গী হয়েছে ছাতা, রেইন কোট।
গত কয়েক দিন ধরে তীব্র দাবদাহ, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে অনেকটাই যেন এগিয়ে এসেছে শীতের অনুভূতি।শনিবার সকাল থেকেই চলছে ইলশেগুঁড়ি বৃষ্টি।সপ্তাহের শেষ দিনে কাজে কর্মে রাজপথে চলা আমজনতার সঙ্গী হয়েছে ছাতা, রেইন কোট।
অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ০৯.৬০ মিলিমিটার, শিলিগুড়িতে ০৫.৪০,আলিপুরদুয়ারে ১২.৪০, হাসিমারায় ৪৭.৬০ মিলিমিটার। এমন আবহাওয়া চললেও আগামীর সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত এখনও পর্যন্ত।
অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ০৯.৬০ মিলিমিটার, শিলিগুড়িতে ০৫.৪০,আলিপুরদুয়ারে ১২.৪০, হাসিমারায় ৪৭.৬০ মিলিমিটার। এমন আবহাওয়া চললেও আগামীর সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত এখনও পর্যন্ত।