পাশাপাশি, হকিকে অনেক জায়গাতেই ভারতের জাতীয় খেলা বলা হয়। হকিতে বহু বছর ধরে সফল ভারত, অলিম্পিক্সে হকিতে ৮টি সোনা পেয়েছে ভারত। কিন্তু সরকারি তথ্য মতে, হকিও ভারতের জাতীয় খেলা নয়।

GK: চলছে খেলার বৃহত্তম শো অলিম্পিক্স, জানেন ভারতের জাতীয় খেলা কী? জানলে অবাক হবেন

প্যারিসে চলছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় শো অলিম্পিক্স। বিশ্বের বিভিন্ন ধরনের ৩২টি খেলার ৩২৯টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক্সের মঞ্চে। ভারতের ১১৭ জন প্রতিযোগী এবার অংশ নিয়েছেন অলিম্পিক্সে।
প্যারিসে চলছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় শো অলিম্পিক্স। বিশ্বের বিভিন্ন ধরনের ৩২টি খেলার ৩২৯টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক্সের মঞ্চে। ভারতের ১১৭ জন প্রতিযোগী এবার অংশ নিয়েছেন অলিম্পিক্সে।
জানেন কি ভারতের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় খেলা নিয়ে বিভিন্ন রকমের ধারণা মানুষের মধ্যে রয়েছে। অনেকেই মনে করেন ক্রিকেট, বা হকি বা কবাডি ভারতের জাতীয় খেলা।
জানেন কি ভারতের জাতীয় খেলা কি?
ভারতের জাতীয় খেলা নিয়ে বিভিন্ন রকমের ধারণা মানুষের মধ্যে রয়েছে। অনেকেই মনে করেন ক্রিকেট, বা হকি বা কবাডি ভারতের জাতীয় খেলা।
ক্রিকেট ভারতের সর্বাধিক জনপ্রিয় খেলা। অন্য দিকে, কবাডি খেলার জন্ম ভারতেই, কিন্তু ভারতের জাতীয় খেলা কবাডি নয়।
ক্রিকেট ভারতের সর্বাধিক জনপ্রিয় খেলা। অন্য দিকে, কবাডি খেলার জন্ম ভারতেই, কিন্তু ভারতের জাতীয় খেলা কবাডি নয়।
পাশাপাশি, হকিকে অনেক জায়গাতেই ভারতের জাতীয় খেলা বলা হয়। হকিতে বহু বছর ধরে সফল ভারত, অলিম্পিক্সে হকিতে ৮টি সোনা পেয়েছে ভারত। কিন্তু সরকারি তথ্য মতে, হকিও ভারতের জাতীয় খেলা নয়।
পাশাপাশি, হকিকে অনেক জায়গাতেই ভারতের জাতীয় খেলা বলা হয়। হকিতে বহু বছর ধরে সফল ভারত, অলিম্পিক্সে হকিতে ৮টি সোনা পেয়েছে ভারত। কিন্তু সরকারি তথ্য মতে, হকিও ভারতের জাতীয় খেলা নয়।
বাস্তবে ভারতের কোনও জাতীয় খেলা নেই। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের একজন স্কুল শিক্ষক তথ্যের অধিকার আইনে কেন্দ্রীয় সরকারকে এই নিয়ে প্রশ্ন করলে কেন্দ্রের ক্রীড়া এবং যুব মন্ত্রক জানায়, “ভারত সরকার কোনও খেলাকেই জাতীয় খেলা বলে ঘোষণা করেনি। সরকার সব ধরনের খেলাকেই উৎসাহ প্রদান করে”।
বাস্তবে ভারতের কোনও জাতীয় খেলা নেই। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের একজন স্কুল শিক্ষক তথ্যের অধিকার আইনে কেন্দ্রীয় সরকারকে এই নিয়ে প্রশ্ন করলে কেন্দ্রের ক্রীড়া এবং যুব মন্ত্রক জানায়, “ভারত সরকার কোনও খেলাকেই জাতীয় খেলা বলে ঘোষণা করেনি। সরকার সব ধরনের খেলাকেই উৎসাহ প্রদান করে”।