খাবারে চুল পাচ্ছেন? কিসের ইঙ্গিত?

Hair in food: তরকারিতে ঘন ঘন চুল পাচ্ছেন? কিসের ইঙ্গিত জানেন? দেরি নয়, আজই ব্যবস্থা নিন!

খাবার খাওয়া মানে রসনা তৃপ্তি যেমন, মনেরও পুষ্টি। তাই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খেতে বলেন বাড়ির বড়রা। যেখানে বসে খাবেন সেই স্থান যেন পরিষ্কার থাকে। সঠিক পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। স্বাস্থ্যকর খাবার না খেলে রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।
খাবার খাওয়া মানে রসনা তৃপ্তি যেমন, মনেরও পুষ্টি। তাই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খেতে বলেন বাড়ির বড়রা। যেখানে বসে খাবেন সেই স্থান যেন পরিষ্কার থাকে। সঠিক পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। স্বাস্থ্যকর খাবার না খেলে রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।
অনেক সময় খাওয়ার পাতে চুল পাওয়া যায়। ভাতের মধ্যে বা তরকারির মধ্যে জড়িয়ে থাকে চুল। অনেকেই এতে ঘেন্না পান। তুলে ফেলে দেন চুল। অথবা গোটা খাবার ফেলে দিয়ে উঠে পড়েন।
অনেক সময় খাওয়ার পাতে চুল পাওয়া যায়। ভাতের মধ্যে বা তরকারির মধ্যে জড়িয়ে থাকে চুল। অনেকেই এতে ঘেন্না পান। তুলে ফেলে দেন চুল। অথবা গোটা খাবার ফেলে দিয়ে উঠে পড়েন।
বিষয়টি শুধু ঘেন্নার নয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, খাবারে চুল পড়ার পেছনে অন্য কারণ থাকতে পারে। বড় সমস্যার লক্ষণ হতে পারে এটি, জানেন কি?
বিষয়টি শুধু ঘেন্নার নয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, খাবারে চুল পড়ার পেছনে অন্য কারণ থাকতে পারে। বড় সমস্যার লক্ষণ হতে পারে এটি, জানেন কি?
জ্যোতিষ গুরুরা জানান, রাহুর প্রভাবেই এমনটা হয়। রাহু যদি কোনও ব্যক্তির উপর খারাপ প্রভাব ফেলে তখনই খাবারে ঘন ঘন চুল পড়ে।
জ্যোতিষ গুরুরা জানান, রাহুর প্রভাবেই এমনটা হয়। রাহু যদি কোনও ব্যক্তির উপর খারাপ প্রভাব ফেলে তখনই খাবারে ঘন ঘন চুল পড়ে।
পিতৃপক্ষের সময় যদি খাবারে চুল পান, বুঝবেন পূর্ব পুরুষরা আপনার উপর রেগে আছেন। এ তারই ইঙ্গিত।
পিতৃপক্ষের সময় যদি খাবারে চুল পান, বুঝবেন পূর্ব পুরুষরা আপনার উপর রেগে আছেন। এ তারই ইঙ্গিত।
এই অবস্থায় যদি খাবার থেকে চুল বেরিয়ে আসে তবে সেই খাবার খাবেন না। ফেলেও দেবেন না তাই বলে। পাখি না কোনও প্রাণীকে খাওয়ান। এতে দোষ কাটে।
এই অবস্থায় যদি খাবার থেকে চুল বেরিয়ে আসে তবে সেই খাবার খাবেন না। ফেলেও দেবেন না তাই বলে। পাখি না কোনও প্রাণীকে খাওয়ান। এতে দোষ কাটে।
যিনি রান্না করেন তাঁকে চুল বেঁধে নিতে বলুন। নিজে রান্না করলেও চুল বেঁধে নিন, যাতে খাবারে না পড়ে। এ ছাড়াও পুজো করে রাহুর দোষ কাটাতে পারেন। খাবারে চুল আসাও বন্ধ হবে।
যিনি রান্না করেন তাঁকে চুল বেঁধে নিতে বলুন। নিজে রান্না করলেও চুল বেঁধে নিন, যাতে খাবারে না পড়ে। এ ছাড়াও পুজো করে রাহুর দোষ কাটাতে পারেন। খাবারে চুল আসাও বন্ধ হবে।