বাজারের ব্যাগে বিষধর সাপ

Cooch Behar News: বাবা গো… ওটা কী! সবজির ব্যাগে হাত ঢোকাতেই সর্বনাশ… তারপরেই সাংঘাতিক কাণ্ড

তুফানগঞ্জ: সকালে সবজি কেনার পর সেই ব্যাগ রাখা ছিল রান্না ঘরে। হঠাৎ সবজির ব্যাগ থেকে আলু পেঁয়াজ বার করতে গিয়েই হাতে কোনও কিছুর কামড়ানোর অনুভব করেন মহিলা। কামড় খেয়ে তৎক্ষণাৎ ব্যাগ বন্ধ করে দেন ওই মহিলা। প্রাথমিকভাবে সেই কামড়ের ক্ষত দেখে বোঝা যাচ্ছিল সাপের কামড়। এরপর বাড়ির লোক তৎক্ষণাৎ দেরি না করে সোজা চলে আসেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

আরও পড়ুন:  বিধানসভায় বেনজির দৃশ্য! মমতার সঙ্গে ‘আলাদা’ করে কথা নওশাদের! জল্পনা তুঙ্গে

মহিলার পরিবার সূত্রে জানতে পারা গিয়েছে, বাজারের ব্যাগ থেকে আলু ও পেঁয়াজ বের করতে গিয়ে একটি সাপ কামড় দেয় মহিলাকে। তবে প্রথমে ব্যাগটি বন্ধ থাকায় সাপটি সম্পর্কে বোঝা যাচ্ছিল না। তবে পরবর্তী সময়ে সাপ উদ্ধারকারীদের খবর দেওয়া হলে তাঁরা এসে বিষধর সাপটিকে উদ্ধার করেন। কামড় খাওয়ার পর তৎক্ষণাৎ বুদ্ধি করে ব্যাগ বন্ধ করে দেন ওই মহিলা। পরবর্তী সময়ে সাপটিকে শনাক্ত করা সম্ভব হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানতে পারা গিয়েছে,  হু-এর গাইডলাইন অনুযায়ী এই সাপ কামড়ের ১০০ মিনিটের মধ্যে রোগীর চিকিৎসা শুরু করতে হয়। নাহলে সেই রোগীকে বাঁচানো কষ্টকর হয়ে পড়ে। তবে এই মহিলা বেঁচে গিয়েছেন। বর্তমানে অনেকটাই সুস্থ আছেন তিনি।