সোনা জয় যেন মুড়ি-মুড়কি! অলিম্পিক্সের সর্বকালের সেরা অ্যাথলিট, জীবন্ত কিংবদন্তি

তিনি একা যে সংখ্যক পদক জিতেছেন, বিশ্বের অনেক দেশ পারেনি। এক কথায় বললে, তিনিই অলিম্পিক্সের সর্বকালের সেরা অ্যাথলিট।
তিনি একা যে সংখ্যক পদক জিতেছেন, বিশ্বের অনেক দেশ পারেনি। এক কথায় বললে, তিনিই অলিম্পিক্সের সর্বকালের সেরা অ্যাথলিট।
অলিম্পিক্স মানেই মাইকেল ফেল্পস। তিনি গ্রেটেস্ট শো অন দ্য আর্থ-এ নামলেই যেন ম্যাজিক করেন। বিশ্বজুড়ে ৯০টি দেশের তত পদক নেই, যতগুলো জিতেছেন ফেল্পস।
অলিম্পিক্স মানেই মাইকেল ফেল্পস। তিনি গ্রেটেস্ট শো অন দ্য আর্থ-এ নামলেই যেন ম্যাজিক করেন। বিশ্বজুড়ে ৯০টি দেশের তত পদক নেই, যতগুলো জিতেছেন ফেল্পস।
অলিম্পিক্সে একাই ২৮টি পদ জিতেছে ফেল্পস। কোনও দেশের পদক জয়ের হিসেব করলে নাইজেরিয়া জিতেছে ২৭টি পদক। সার্বিয়ার দখলে রয়েছে ২৫টি পদক।
অলিম্পিক্সে একাই ২৮টি পদ জিতেছে ফেল্পস। কোনও দেশের পদক জয়ের হিসেব করলে নাইজেরিয়া জিতেছে ২৭টি পদক। সার্বিয়ার দখলে রয়েছে ২৫টি পদক।
ত্রিনিদাদ এবং টোব্যাগো জিতেছে ১৯টি পদক। ইজরায়েলের ঘরে ১৫টি পদক। তার মধ্যে আটটি পদক জুডো ইভেন্টে।
ত্রিনিদাদ এবং টোব্যাগো জিতেছে ১৯টি পদক। ইজরায়েলের ঘরে ১৫টি পদক। তার মধ্যে আটটি পদক জুডো ইভেন্টে।
অলিম্পিক্সে মাইকেল ফেল্পস জিতেছেন ২৩টি সোনা, তিনটি রুপো ও ২টি ব্রোঞ্জ।
অলিম্পিক্সে মাইকেল ফেল্পস জিতেছেন ২৩টি সোনা, তিনটি রুপো ও ২টি ব্রোঞ্জ।
সব থেকে মজার ব্যাপার, অলিম্পিক্সে আর কোনও ক্রীড়াবিদ ১০টি সোনার পদক জিততে পারেনি।তাই বুঝতেই পারছেন, কেন ফেল্রসকে সর্বকালের সেরা অ্যাথলিট বলা হয়!
সব থেকে মজার ব্যাপার, অলিম্পিক্সে আর কোনও ক্রীড়াবিদ ১০টি সোনার পদক জিততে পারেনি।তাই বুঝতেই পারছেন, কেন ফেল্রসকে সর্বকালের সেরা অ্যাথলিট বলা হয়!
অলিম্পিক্সে সর্বাধিক পদকজয়ীদের তালিকায় মাইকেল ফেল্পসের পরেই রয়েছেন সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা। ১৯৫৬ থেকে ১৯৬৪ সালের অলিম্পিক্স পর্যন্ত এই জিমন্যাস্ট মোট ১৮টি পদক জিতেছিলেন। তার মধ্যে ছিল ৯টি সোনা, পাঁচটি রুপো ও চারটি ব্রোঞ্জ।
অলিম্পিক্সে সর্বাধিক পদকজয়ীদের তালিকায় মাইকেল ফেল্পসের পরেই রয়েছেন সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা। ১৯৫৬ থেকে ১৯৬৪ সালের অলিম্পিক্স পর্যন্ত এই জিমন্যাস্ট মোট ১৮টি পদক জিতেছিলেন। তার মধ্যে ছিল ৯টি সোনা, পাঁচটি রুপো ও চারটি ব্রোঞ্জ।