Tag Archives: Paris Olympics 2024

পেট্রল ঢেলে জ্বালিয়ে দিল প্রেমিক! অলিম্পিক্স শেষের পরেই অ্যাথলিটের মর্মান্তিক পরিণতি

অংশ নিয়েছিলেন সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সে। মেয়েদের ম্যারাথনে অংশ নিয়ে ৪৪তম স্থানে শেষ করেছিলেন উগান্ডার মহিলা অ্যাথলিট রেবেকা শেপেতেগেইয়ে। অলিম্পিক শেষের পর এখনও একমাস কাটেনি। এবার সেই অ্যাথলিটের হল মর্মান্তিক পরিণতি। কাছের মানুষের বিরুদ্ধে তাঁকে যেভাবে হত্যা করার অভিযোগ তা জানলে রীতিমত শিউড়ে উঠবেন।

কেনিয়ার এনডেবেসে নিজের বাড়িতেই থাকতেন রেবেকা। সঙ্গে থাকতেন তাঁর প্রেমিক ডিকসন এনডিয়েমা মারানগাশ। গত বেশ কিছু দিন ধরেই দুজনের মধ্যে জমির মালিকানা নিয়ে ঝগড়া চলছিল বলে খবর। সম্পর্কও একবারেই ভাল জায়গায় ছিল না। রবিবার সন্তানদের নিয়ে গিয়েছিলেন চার্চে। চার্চ থেকে ফিরেই ঘটে মর্মান্তিক ঘটনা।

বাড়ি ফিরতেই রেবেকার সঙ্গে অশান্তি শুরু করেন তাঁর প্রেমিক। ঝগড়া বারাবারি পর্যায়ে পৌছালে হঠাতই রেবেকার প্রেমিক পেট্রল নিয়ে এসে বান্ধবীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় রেবেকাকে স্থানীয়রা উদ্ধার করে। তারপর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে যাওয়ায় অবস্থা খুব আশঙ্কাজনক ছিল।

আরও পড়ুনঃ India vs Bangladesh: পাকিস্তানকে হারিয়ে এবার ভারতকে হুঁশিয়ারী বাংলাদেশের! বড় কথা বলে দিলেন শান্টো

মৃত্যুর সঙ্গে ২ দিন পাঞ্জা লড়ার পর অবশেষে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেবেকা। ঘটনায় আগুনে পুড়া আহত হয়েছেন তাঁর প্রেমিকও। যদিও রেবেকার সন্তানরা সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছে উদান্ডার অলিম্পিক্স কমিটি। এর পাশাপাশি অলিম্পিক্স অ্যাথলিটের মৃত্যুতে শুরু হয়েছে তদন্ত।

Paralympic Games Paris 2024:প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জিতলেন শ্যুটার অবনী, দেশে এল প্রথম সোনা

নয়াদিল্লি: ভারতের তারকা প্যারাশ্যুটার অবনী লেখারা প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ সোনার পদক জিতেছেন। টানা দ্বিতীয়বারের জন্য প্যারালিম্পিকে স্বর্ণপদক জিতেছেন অবনী। অবনী মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল (SH1) বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন ৷ একই ইভেন্টে, ভারতের অন্য প্যারাশ্যুটার মোনা আগরওয়াল ব্রোঞ্জ  পান৷ ফাইনালে অবনীর স্কোর ছিল ২৪৯.৭। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিকেও স্বর্ণপদক জিতেছিলেন অবনি।

Vinesh Phogot: ১০০ গ্রাম ওজন বেড়েছিল মাত্র! ভিনেশের দোষ ছিল? কে দায়ী, জানিয়ে দিল আদালত

নয়াদিল্লি: ওজনের সর্বোচ্চ সীমা অতিক্রম করায় ভিনেশকেই কার্যত দোষী সাব্যস্ত করল ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট বা ক্যাস। তারা স্পষ্টভাবেই জানিয়েছে, ভিনেশ নিজের দোষেই অলিম্পিক্সের পদক থেকে বঞ্চিত হয়েছেন। এরসঙ্গেই ক্যাস বিশ্বের সমস্ত কুস্তিগিরদের হুঁশিয়ারির সুরেই জানিয়েছে যে রকমই পরিস্থিতি হোক না কেন তাঁদের ওজনের সম্বন্ধে তাঁদের ওয়াকিবহাল থাকতে হবে। যদি তাঁরা সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেন তবে তাঁরা প্রতিযোগিতা থেকে বাতিল হবেন। এই বিষয়ে ২৪ পাতার একটি বিস্তারিত রায় প্রকাশ করেছে ক্যাস। সেখানেই এই যুক্তি তুলে ধরা হয়েছে।
৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেও ১০০ গ্রাম বেশি থাকার জন্য ফাইনাল ম্যাচ থেকে ছিটকে যান ভারতের মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট। তাঁকে গোটা প্রতিযোগিতা থেকেই বাতিল ঘোষণা করা হয়। এরপর সরাসরি ক্যাসে আবেদন জানান ভিনেশ। তাঁকে অন্তত রুপোর পদক দেওয়া হোক বলে আবেদন জানান তিনি। গত ১৪ই অগাস্ট নিজেদের সিদ্ধান্ত জানায় ক্যাস। ভিনেশের আবেদন বাতিল করে এই আন্তর্জাতিক সংস্থা। সোমবার এই প্রসঙ্গে বিস্তারিত ভাবে ২৪ পাতার একটি রিপোর্ট প্রকাশ করে ক্যাস। সেখানেই যুক্তি সহকারে জানানো হয় কেন ভিনেশকে প্রতিযোগিতা থেকেই বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: Mpox নিয়ে বাড়ছে চিন্তা, সতর্ক করা হল প্রতিটি বিমানবন্দর, সীমান্তে হাই অ্যালার্ট
এই রিপোর্টে তাঁরা জানিয়েছে, “ক্রীড়াবিদদের ওজনের সর্বোচ্চ সীমা কতটা হবে তা নিয়ে নিয়ম খুবই স্পষ্ট। এবং সমস্ত প্রতিযোগীর ক্ষেত্রে তা সমান। এই ঊর্ধ্বসীমার ব্যাপারে কোনও আপস করা হবে না। এক গ্রাম ওজন বেশি হওয়াও বাঞ্ছনীয় নয়। কী ভাবে কোনও প্রতিযোগী তা করবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ তাঁর উপর।”
ভিনেশের আবেদন নস্যাৎ করে ক্যাস আরও জানিয়েছে, “ভিনেশের ওজন যে বেশি ছিল সে বিষয়ে কোনও প্রশ্নের অবকাশ নেই। শুনানিতেই তিনি তা জানিয়েছেন। উনি জানিয়েছিলেন ঋতুস্রাব চলাকালীন জল খাওয়ার জন্য এবং সেই সময়ে তাঁর শরীরে জলের পরিমাণ বেশি থাকার জন্য ওজন বেশি হয়েছে। কিন্তু এই দাবি মানা যায় না।”
এই প্রসঙ্গে ক্যাস জানিয়েছে, “বিচারক জানিয়েছেন, আবেদনকারী নিজের ইচ্ছায় ৫০ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। নিয়মবিধির ৭ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক প্রতিযোগীকে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে হয় এবং তিনি কেবল একটিই বিভাগে অংশ নিতে পারেন। সরকারি ভাবে ওজন মাপার সময়ও নিজের ওজন ঠিক রাখা তাঁরই দায়িত্ব।”
আবেদনে সাড়া না পেয়ে প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে ভারতের এই মহিলা কুস্তিগিরকে। পদক না পেলেও ভারতে ফিরে তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন দেশবাসী। আবেগে আপ্লূত হয়ে ভিনেশ জানিয়েছিলেন এই ভালবাসা হাজার পদকের থেকেও বেশি। তবে ক্যাসের এই রিপোর্টে মনখারাপ ক্রীড়াপ্রেমীদের।

Vinesh Phogot: ‘যা পেয়েছি তা হাজার সোনার পদকের থেকেও বেশি’, কী এমন পেলেন ভিনেশ? দেখুন…

নয়াদিল্লি: দেশের মাটিতে ফিরে আবেগে ভাসছেন মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট। শনিবার, প্যারিস থেকে দিল্লিতে ফেরার পর কান্নায় ভেঙে পড়েন ভিনেশ। কিন্তু, দেশে ফেরার পর তাঁকে যেভাবে অভ্যর্থনা জানানো হয় তাতে তিনি অভিভূত বলেই জানান।
নয়াদিল্লিতে নামার পর ভিনেশ তাঁর সতীর্থ কুস্তিগির বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের সঙ্গে হরিয়ানায় নিজের গ্রাম চারখি দাদরিতে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানানোর জন্য প্রায় গোটা গ্রাম ভেঙে পড়ে। তাঁর প্রতি এই ভালবাসায় আপ্লূত হয়ে পড়েন ভিনেশ।
এই প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, “দেশের মানুষের কাছে আমি যে ভালবাসা পেয়েছি তা ১ হাজার সোনার পদকের থেকেও বেশি।” তিনি আরও বলেন, “হয়ত আমি সোনা পায়নি, কিন্তু আমার দেশের মানুষরাই আমাকে আবেগ দিয়ে তা এনে দিয়েছে।”

প্যারিস অলিম্পিক্সে ৫০কেজি বিভাগে রীতিমত ইতিহাস তৈরি করেছেন ভিনেশ। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে তিনি প্যারিস অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে যান। কিন্তু ফাইনাল ম্যাচের আগে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকার ফলে তাঁকে গোটা প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। বাতিল করা হয় তাঁর রুপো পদকও।

আরও পড়ুন: টানা ভাল খেলেও বাংলাদেশ সিরিজে বাদ ভারতের তারকা ব্যাটার! তবে হাল ছাড়তে নারাজ

এরপর তিনি সর্বোচ্চ কেন্দ্রীয় নিয়ামক সংস্থা বা কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টে আর্জি জানান। কিন্তু তাঁর আর্জি নস্যাৎ করে দেয় এই কোর্ট। ফলে তাঁর পদক পাওয়ার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু দেশে ফিরে তাঁর প্রতি দেশবাসীর আবেগ দেখে তিনি আপ্লূত। তারপরেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন ভিনেশ।

নীরজ চোপড়ার পূর্বপুরুষরা কোন দেশের? জানলে বিশ্বাস হবে না, অনেকেই অবাক শুনে

অনেকেই তাঁকে ডাকেন সোনার ছেলে বলে। সত্যিই তিনি সোনার ছেল। অলিম্পিক্সে ভারত ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক পেতে পারে, এটা তিনি না থাকলে প্রমাণ হত না।
অনেকেই তাঁকে ডাকেন সোনার ছেলে বলে। সত্যিই তিনি সোনার ছেল। অলিম্পিক্সে ভারত ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক পেতে পারে, এটা তিনি না থাকলে প্রমাণ হত না।
টোকিওর পর নীরজ চোপড়া প্যারিসেও সোনা জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। তবে এবার যাত্রা থামল রুপো জিতে।
টোকিওর পর নীরজ চোপড়া প্যারিসেও সোনা জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। তবে এবার যাত্রা থামল রুপো জিতে।
অলিম্পিক্সের মঞ্চে ব্যক্তিগত পারফরম্যান্সে পরপর ২ বার পদক পাওয়া অ্যাথলিট ভারতীয় শাটলার পিভি সিন্ধু এবং জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া৷ সিন্ধু  পেয়েছিলেন একটি রুপো ও একটি ব্রোঞ্জ৷  অন্যদিকে রঙের হিসেবে সিন্ধুকে টেক্কা নীরজের। তাঁর ঝোলায় একটি সোনা ও একটি রুপো৷
অলিম্পিক্সের মঞ্চে ব্যক্তিগত পারফরম্যান্সে পরপর ২ বার পদক পাওয়া অ্যাথলিট ভারতীয় শাটলার পিভি সিন্ধু এবং জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া৷ সিন্ধু  পেয়েছিলেন একটি রুপো ও একটি ব্রোঞ্জ৷  অন্যদিকে রঙের হিসেবে সিন্ধুকে টেক্কা নীরজের। তাঁর ঝোলায় একটি সোনা ও একটি রুপো৷
গত কয়েকবার পাকিস্তানের আরশাদ নাদিমকে বিভিন্ন ইভেন্টে হারিয়েছেন নীরজ। তবে এবার অলিম্পিক্সে আরশাদ রেকর্ড গড়েন। জ্যাভেলিন ছোড়েন ৯২.৯৭ মিটার দূরত্বে।
গত কয়েকবার পাকিস্তানের আরশাদ নাদিমকে বিভিন্ন ইভেন্টে হারিয়েছেন নীরজ। তবে এবার অলিম্পিক্সে আরশাদ রেকর্ড গড়েন। জ্যাভেলিন ছোড়েন ৯২.৯৭ মিটার দূরত্বে।
পাকিস্তানের আরশাদ দেশে ফিরেছেন। তবে নীরজ প্যারিস থেকে চলে গিয়েছেন জার্মানি। চোট সারাতে। এবার অলিম্পিক্সে তিনি চোট নিয়েই খেলেছিলেন। ফলে সেভাবে পারফর্ম করতে পারেননি।
পাকিস্তানের আরশাদ দেশে ফিরেছেন। তবে নীরজ প্যারিস থেকে চলে গিয়েছেন জার্মানি। চোট সারাতে। এবার অলিম্পিক্সে তিনি চোট নিয়েই খেলেছিলেন। ফলে সেভাবে পারফর্ম করতে পারেননি।
অনেকেই জানেন না, পাকিস্তানের সঙ্গে পুরনো একটা সম্পর্ক রয়েছে নীরজের। কারণ তাঁর পূর্বপুরুষরা পাকিস্তান থেকেই এদেশে এসে বসতি স্থাপন করেন।
অনেকেই জানেন না, পাকিস্তানের সঙ্গে পুরনো একটা সম্পর্ক রয়েছে নীরজের। কারণ তাঁর পূর্বপুরুষরা পাকিস্তান থেকেই এদেশে এসে বসতি স্থাপন করেন।
পাকিস্তানের রাড় কমিউনিটির কথা অনেকের জানা। সেই কমিউনিটির লোকজন ছিলেন নীরজের পূর্বপুরুষরা। তার পর তাঁরা হরিয়ানায় এসে থাকতে শুরু করেন।
পাকিস্তানের রাড় কমিউনিটির কথা অনেকের জানা। সেই কমিউনিটির লোকজন ছিলেন নীরজের পূর্বপুরুষরা। তার পর তাঁরা হরিয়ানায় এসে থাকতে শুরু করেন।
জানা যায় প্রায় ১৫০০ বছর আগে যে অঞ্চলে রোড়রা থাকতেন সেটিকে গান্ধার বলা হত। রাড়রা ক্রমে এদেশে এসে থাকতে শুরু করেন।
জানা যায় প্রায় ১৫০০ বছর আগে যে অঞ্চলে রোড়রা থাকতেন সেটিকে গান্ধার বলা হত। রাড়রা ক্রমে এদেশে এসে থাকতে শুরু করেন।
ভারতে রোড় কমিউনিটি-র জনসংখ্যা এখন প্রায় ।৮ লাখ। পাকিস্তানের সঙ্গে এখন অবশ্য আর নীরজের পরিবারের কারও কোনও সম্পর্ক নেই।
ভারতে রোড় কমিউনিটি-র জনসংখ্যা এখন প্রায় ।৮ লাখ। পাকিস্তানের সঙ্গে এখন অবশ্য আর নীরজের পরিবারের কারও কোনও সম্পর্ক নেই।

Paris olympics 2024: দেশে ফিরে কান্নায় ভেঙে পড়লেন ভিনেশ, কারণ কী?

নয়াদিল্লি: ভারতে ফিরে কান্নায় ভেঙে পড়লেন ভিনেশ ফোগট। নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই শনিবার কান্নায় ভেঙে পড়লেন অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে যাওয়া প্রথম মহিলা কুস্তিগির। প্যারিস অলিম্পিক্সে ফাইনালের খুব কাছে এসেও খালি হাতে ফিরে আসার বেদনা চেপে রাখতে পারেননি ভিনেশ।

আরও পড়ুন: ‘সেই রাতে ও মারা যেতে পারত’-অলিম্পিক্স কুস্তির ফাইনালের আগের রাতে ঠিক কী হয়েছিল
লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী শুটার গগন নারাং যিনি প্যারিস অলিম্পিক্সে ভারতের ‘সেফ দ্য মিশন’ তিনিও প্যারিস থেকে ভিনেশের সঙ্গে একই বিমানে দিল্লিতে ফেরার সময় প্যারিস বিমানবন্দরে তাঁকে ছবি পোস্ট করতে দেখা যায়। তিনি সেখানে লেখেন, ভিনেশ চ্যাম্পিয়ন।

এই প্রসঙ্গে পোস্টে তিনি লেখেন, “ভিনেশ প্রথম দিন থেকেই একজন চ্যাম্পিয়নের প্রথম গেমস ভিলেজে আসেন। কিছু কিছু সময় অলিম্পিক্সের পদকের প্রয়োজন হয় না। তাঁর এই লড়াই হাজার হাজার স্বপ্নকে উজ্জীবিত করবে। ভিনেশ তুমি অনেক মানুষকে উজ্জীবিত করেছে। তোমাকে সেলাম।”

প্যারিসের মাটি ছেড়ে যাওয়ার পরেই তিনি কান্নায় ভেঙে পড়েন। এরপরেই তাঁর বিমান দিল্লি ছুঁতেই হাজার হাজার মানুষ জড়ো হয় তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য। বিমানবন্দরে পুলিশ মোতায়েন করা হয়।
তিনি হরিয়ানার গ্রাম বালালিতেও অকাল উৎসব শুরু হয়ে যায়। এই প্রসঙ্গে হরভিন্দর ফোগট সংবাদসংস্থা পিটিআইকে জানান, “ভিনেশ দেশে ফিরছে, অনেক মানুষ দিল্লিতে তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন। অনেক মানুষ আমাদের গ্রামে তাঁকে স্বাগত জানাতেও হাজির হয়েছেন। ভিনেশকে অভিনন্দন জানাতে এবং তাঁর সঙ্গে দেখা করতে অনেক মানুষ হাজির হয়েছেন।”


গত শুক্রবার, সোশ্যাল মাধ্যম এক্সে ফোগট তিন পাতার লম্বা একটি চিঠি প্রকাশ করেন। সেখানে আগামীর কথা জানান। ওই চিঠি থেকে মনে করা হচ্ছে আবছা ইঙ্গিত আছে তাঁর অবসর থেকে ফিরে আসারও ।

Vinesh Phogat: ‘সেই রাতে ও মারা যেতে পারত’- অলিম্পিক্স কুস্তির ফাইনালের আগের রাতে ঠিক কী হয়েছিল ভিনেশের সঙ্গে

আশা এমন এক জিনিস যা শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে বাঁচিয়ে রাখে৷ কিন্তু ভিনেশের আর রুপোর পদক হবে না তা এখন সকলেই জেনে গেছেন৷  ভিনেশ ফোগট যখন প্যারিস অলিম্পিক ২০২৪ -এ ৫০-কেজি ইভেন্টের ফাইনালে পৌঁছে, ইতিহাস তৈরি করেছিলেন। ২৯ বছর বয়সী এই কুস্তিগীরকে যদিও গত সপ্তাহে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল ফাইনালের সকালে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করা হয়েছিল।
আশা এমন এক জিনিস যা শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে বাঁচিয়ে রাখে৷ কিন্তু ভিনেশের আর রুপোর পদক হবে না তা এখন সকলেই জেনে গেছেন৷  ভিনেশ ফোগট যখন প্যারিস অলিম্পিক ২০২৪ -এ ৫০-কেজি ইভেন্টের ফাইনালে পৌঁছে, ইতিহাস তৈরি করেছিলেন। ২৯ বছর বয়সী এই কুস্তিগীরকে যদিও গত সপ্তাহে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল ফাইনালের সকালে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করা হয়েছিল।
 অলিম্পিক্সের রুপো পদক পাওয়ার আশা বুধবার ভেঙে চুরমার হয়ে যায় যখন কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) -র অ্যাড-হক ডিভিশন ফাইনাল থেকে তাঁর ডিসকোয়ালিফিকেশনের বিরুদ্ধে ফোগাটের আপিল রিজেক্ট করে দেয়৷
অলিম্পিক্সের রুপো পদক পাওয়ার আশা বুধবার ভেঙে চুরমার হয়ে যায় যখন কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) -র অ্যাড-হক ডিভিশন ফাইনাল থেকে তাঁর ডিসকোয়ালিফিকেশনের বিরুদ্ধে ফোগাটের আপিল রিজেক্ট করে দেয়৷
প্যারিস গেমসে ভিনেশ ফোগাটের কোচ ওওলার আকোস বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় কুস্তিগীরকে নিয়ে এক বড় সত্যের উপর থেকে  পর্দা ওঠালেন৷ ভিনেশ সে রাতে যে অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছিল তা জানান তিনি।
প্যারিস গেমসে ভিনেশ ফোগাটের কোচ ওওলার আকোস বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভারতীয় কুস্তিগীরকে নিয়ে এক বড় সত্যের উপর থেকে  পর্দা ওঠালেন৷ ভিনেশ সে রাতে যে অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছিল তা জানান তিনি।
হাঙ্গেরির ভাষায় একটি ফেসবুক পোস্টে,  আকোস লিখেছেন: “সেমিফাইনালের পরে, ২.৭ কেজি অতিরিক্ত ওজন বাকি ছিল; আমরা এক ঘন্টা বিশ মিনিট ব্যায়াম করেছি, কিন্তু ১.৫ কেজি তখনও রয়ে গেছে।
হাঙ্গেরির ভাষায় একটি ফেসবুক পোস্টে,  আকোস লিখেছেন: “সেমিফাইনালের পরে, ২.৭ কেজি অতিরিক্ত ওজন বাকি ছিল; আমরা এক ঘন্টা বিশ মিনিট ব্যায়াম করেছি, কিন্তু ১.৫ কেজি তখনও রয়ে গেছে।
এরপর  ৫০ মিনিটের সওনা করে, তাতেও তাঁর গায়ে এক ফোঁটা ঘামও দেখা যায়নি। আর কোনও উপায় অবশিষ্ট ছিল না৷ মধ্যরাত থেকে সকাল সাড়ে ৫টা পর্যন্ত, তিনি বিভিন্ন কার্ডিও মেশিন এবং কুস্তি চালনায় কাজ করেন, প্রায় ৪৫ মিনিটের সবসময়ে  দু-তিন মিনিট বিশ্রাম নিয়েছিলেন৷
এরপর  ৫০ মিনিটের সওনা করে, তাতেও তাঁর গায়ে এক ফোঁটা ঘামও দেখা যায়নি। আর কোনও উপায় অবশিষ্ট ছিল না৷ মধ্যরাত থেকে সকাল সাড়ে ৫টা পর্যন্ত, তিনি বিভিন্ন কার্ডিও মেশিন এবং কুস্তি চালনায় কাজ করেন, প্রায় ৪৫ মিনিটের সবসময়ে  দু-তিন মিনিট বিশ্রাম নিয়েছিলেন৷
তারপর তিনি আবার শুরু করেন৷ সে  একেবারে ভেঙে পড়েছিল, কিন্তু কোনওভাবে আমরা তাঁকে উঠিয়েছিলাম এবং সে এক ঘণ্টা সওনা বাথে কাটিয়েছিল। আমি ইচ্ছাকৃতভাবে নাটকীয় বিবরণ লিখছি না, তবে আমি  মনে করি যে সে মারা যেতে পারত।"
তারপর তিনি আবার শুরু করেন৷ সে  একেবারে ভেঙে পড়েছিল, কিন্তু কোনওভাবে আমরা তাঁকে উঠিয়েছিলাম এবং সে এক ঘণ্টা সওনা বাথে কাটিয়েছিল। আমি ইচ্ছাকৃতভাবে নাটকীয় বিবরণ লিখছি না, তবে আমি  মনে করি যে সে মারা যেতে পারত।”
“আমরা সেই রাতে একেবারে অবাক করা কথা বলেছিলাম৷ হাসপাতাল থেকে ফেরার পর ভিনেশ ফোগাট বলেছেন, '‘কোচ, দুঃখ করবেন না কারণ আপনি আমাকে বলেছিলেন যে আমি যদি নিজেকে কোনও কঠিন পরিস্থিতিতে পাই এবং অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তবে আমার মনে করা উচিত যে আমি বিশ্বের সেরা মহিলা কুস্তিগীরকে (জাপানের ইউই সুসাকি) পরাজিত করব। আমি আমার লক্ষ্য অর্জন করেছি, আমি প্রমাণ করেছি যে আমি বিশ্বের সেরাদের একজন। আমরা প্রমাণ করেছি যে গেমপ্ল্যানগুলি কাজ করে। পদক, পডিয়ামগুলি কেবল বস্তু। পারফরম্যান্স কেড়ে নেওয়া যায় না৷’’
“আমরা সেই রাতে একেবারে অবাক করা কথা বলেছিলাম৷ হাসপাতাল থেকে ফেরার পর ভিনেশ ফোগাট বলেছেন, ‘‘কোচ, দুঃখ করবেন না কারণ আপনি আমাকে বলেছিলেন যে আমি যদি নিজেকে কোনও কঠিন পরিস্থিতিতে পাই এবং অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তবে আমার মনে করা উচিত যে আমি বিশ্বের সেরা মহিলা কুস্তিগীরকে (জাপানের ইউই সুসাকি) পরাজিত করব। আমি আমার লক্ষ্য অর্জন করেছি, আমি প্রমাণ করেছি যে আমি বিশ্বের সেরাদের একজন। আমরা প্রমাণ করেছি যে গেমপ্ল্যানগুলি কাজ করে। পদক, পডিয়ামগুলি কেবল বস্তু। পারফরম্যান্স কেড়ে নেওয়া যায় না৷’’
“ভিনেশ সাক্ষী এবং বজরংকে তাঁদের কষ্টার্জিত অলিম্পিক্স পদক নদীতে না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি তাঁদের কাছে অনুরোধ করেছিলেন কারণ তারা বিশেষ ছিল।  তাঁরা তাঁকে ব্যাখ্যা করেছিল যে যাত্রাটি গুরুত্বপূর্ণ এবং তাঁদের পারফরম্যান্স পদক দ্বারা ব্যাখ্যা করা যায় না৷  "  ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুসারে এই কথা জানা গেছে৷
“ভিনেশ সাক্ষী এবং বজরংকে তাঁদের কষ্টার্জিত অলিম্পিক্স পদক নদীতে না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি তাঁদের কাছে অনুরোধ করেছিলেন কারণ তারা বিশেষ ছিল।  তাঁরা তাঁকে ব্যাখ্যা করেছিল যে যাত্রাটি গুরুত্বপূর্ণ এবং তাঁদের পারফরম্যান্স পদক দ্বারা ব্যাখ্যা করা যায় না৷  ”  ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুসারে এই কথা জানা গেছে৷
"আমরা এখনও গর্বিত হব যে আমাদের প্রফেশানাল প্রোগ্রাম বিশ্বের সেরা মহিলা কুস্তিগীরকে হারাতে এবং ইতিহাসে প্রথমবারের মতো একজন ভারতীয় মহিলা কুস্তিগীরকে অলিম্পিক ফাইনালে নিয়ে যেতে পারে," তিনি যোগ করেছেন।
“আমরা এখনও গর্বিত হব যে আমাদের প্রফেশানাল প্রোগ্রাম বিশ্বের সেরা মহিলা কুস্তিগীরকে হারাতে এবং ইতিহাসে প্রথমবারের মতো একজন ভারতীয় মহিলা কুস্তিগীরকে অলিম্পিক ফাইনালে নিয়ে যেতে পারে,” তিনি যোগ করেছেন।

Narendra Modi: ‘দেশের গর্ব ভিনেশ’- পদক না পেলেও তারকা কুস্তিগিরকে প্রশংসায় ভরালেন মোদি

নয়াদিল্লি: ভিনেশ ফোগটকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসের দিন নিজের বাসভবন নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গে ভিনেশ ফোগটকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেই ভারতের এই মহিলা কুস্তিগিরকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। ভিনেশ ফোগটই প্রথম মহিলা অ্যাথলিট তথা কুস্তিগির যিনি প্যারিস অলিম্পিক্সে প্রথমবার ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু, বিতর্কের জেরে তাঁর পদক হাতছাড়া হয় তা সত্ত্বেও তাঁর এই লড়াইকে কুর্নিস জানান মোদি।
আরও পড়ুন: নিলাম নিয়ে বড় সিদ্ধান্ত, ম্যাচের সংখ্যাতেও বড়সড় বদল, বদলে যাবে IPL-র খোলনলচে
এই প্রসঙ্গে তিনি বলেন, “ভিনেশই প্রথম মহিলা কুস্তিগির যিনি ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন, এটা সবথেকে গর্বের বিষয়।”
৫০ কেজির বিভাগে অংশগ্রহণ করে ভিনেশ একদম ফাইনালে পৌঁছে গেছিলেন। কিন্তু ফাইনাল ম্যাচের আগে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকার জন্য তাঁকে গোটা প্রতিযোগিতা থেকেই বাতিল করা হয়। এরপরেই আন্তর্জাতিক নিয়ামক সংস্থা বা কোর্ট অফ আট্রিবিট্রেশন ফর স্পোর্টস (ক্যাস) এর কাছে আবেদন জানান অন্তত তাঁকে রুপো পদক দেওয়া জন্য। কিন্তু সেই সংস্থা ভিনেশের আবেদনে সাড়া দেয়নি। ফলে খালি হাতেই ফিরতে হয় এই ভারতীয় মহিলা কুস্তিগিরকে। কিন্তু তাঁর এই ব্যর্থতার পরেও পাশে দাঁড়ান সচিন,নীরজ-সহ বহু তারকা ক্রীড়াবিদ। এবং স্বাধীনতা দিবসের দিন ভিনেশকে ভারতের গর্ব হিসাবে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Manu Bhaker: ‘জীবনে এমন অভিজ্ঞতা একবারই হয়’, প্যারিস অলিম্পিক্সে ভারতের পতাকাবাহক হতে পেরে রোমাঞ্চিত মনু

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে জিতেছেন দুটি পদক। বিশ্ব মঞ্চের আসরে দু’দুবার উঠেছে তিরঙ্গা পতাকা। সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকাবাহক হিসাবে মনু ভাকের ছাড়া আর কার কথাই বা ভাবা যায়! তবে শুধু মনু নন, দুইবার অলিম্পিক্স পদকজয়ী হকি খেলোয়াড় হিসাবে পিআর শ্রীজেশও ছিলেন। ‘প্যারেড অফ নেশনস’-এর ভারতের পতাকাবাহক হিসাবে তাই বেছে নেওয়া হয়েছিল এই দু’জনকেই।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে জিতেছেন দুটি পদক। বিশ্ব মঞ্চের আসরে দু’দুবার উঠেছে তিরঙ্গা পতাকা। সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকাবাহক হিসাবে মনু ভাকের ছাড়া আর কার কথাই বা ভাবা যায়! তবে শুধু মনু নন, দুইবার অলিম্পিক্স পদকজয়ী হকি খেলোয়াড় হিসাবে পিআর শ্রীজেশও ছিলেন। ‘প্যারেড অফ নেশনস’-এর ভারতের পতাকাবাহক হিসাবে তাই বেছে নেওয়া হয়েছিল এই দু’জনকেই।
প্যারিসে ডবল ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছেন মনু। স্বাধীনতার পর এক অলিম্পিক্সে দুটি পদকজয়ী প্রথম ভারতীয় ক্রীড়াবিদ তিনি। অন্য দিকে, ‘ওয়াল অফ ইন্ডিয়া’ নামে খ্যাত শ্রীজেশ। ভারতীয় হকি টিমের গোলরক্ষক, দূর্গের শেষ প্রহরী। এবারেও ব্রোঞ্জ জিতেছেন। অলিম্পিক্স শেষে দেশে ফিরেছেন মনু। জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহকের সম্মান পেয়ে রোমাঞ্চিত তিনি।
প্যারিসে ডবল ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছেন মনু। স্বাধীনতার পর এক অলিম্পিক্সে দুটি পদকজয়ী প্রথম ভারতীয় ক্রীড়াবিদ তিনি। অন্য দিকে, ‘ওয়াল অফ ইন্ডিয়া’ নামে খ্যাত শ্রীজেশ। ভারতীয় হকি টিমের গোলরক্ষক, দূর্গের শেষ প্রহরী। এবারেও ব্রোঞ্জ জিতেছেন। অলিম্পিক্স শেষে দেশে ফিরেছেন মনু। জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহকের সম্মান পেয়ে রোমাঞ্চিত তিনি।
মনু বলছেন, “এমন অভিজ্ঞতা জীবনে একবারই হয়।’’ অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু। তারপর ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সরবজোত সিংয়ের সঙ্গে ভারতকে এনে দিয়েছেন দ্বিতীয় ব্রোঞ্জ পদক। অল্পের জন্য ২৫ মিটার পিস্তলে পদক হাতছাড়া হয়েছে মনুর। নাহলে তৈরি হত এক অনন্য রেকর্ড।
মনু বলছেন, “এমন অভিজ্ঞতা জীবনে একবারই হয়।’’ অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু। তারপর ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সরবজোত সিংয়ের সঙ্গে ভারতকে এনে দিয়েছেন দ্বিতীয় ব্রোঞ্জ পদক। অল্পের জন্য ২৫ মিটার পিস্তলে পদক হাতছাড়া হয়েছে মনুর। নাহলে তৈরি হত এক অনন্য রেকর্ড।
স্পেনকে ২-১ গোলে হারিয়ে ভারতীয় হকি দলও ব্রোঞ্জ জিতেছে। এর পিছনে শ্রীজেশের অবদান অনস্বীকার্য। একাধিক গোল বাঁচিয়েছেন। শুধু তাই নয়, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের শ্যুট আউটেও তাঁর রক্ষণ মনে থাকবে ক্রীড়াপ্রেমীদের। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মনু বলেছেন, “আমরা সবাই পদক জেতার জন্যই পরিশ্রম করি। ভবিষ্যতে যদি একটা অলিম্পিক্স থেকে দুটির বেশি পদক জিতেতে পারি, তাহলে সেটা দুর্দান্ত হবে। ভবিষ্যতে আরও ভাল পারফর্ম করাই আমার লক্ষ্য।’’
স্পেনকে ২-১ গোলে হারিয়ে ভারতীয় হকি দলও ব্রোঞ্জ জিতেছে। এর পিছনে শ্রীজেশের অবদান অনস্বীকার্য। একাধিক গোল বাঁচিয়েছেন। শুধু তাই নয়, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের শ্যুট আউটেও তাঁর রক্ষণ মনে থাকবে ক্রীড়াপ্রেমীদের। সংবাদসংস্থা
পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মনু বলেছেন, “আমরা সবাই পদক জেতার জন্যই পরিশ্রম করি। ভবিষ্যতে যদি একটা অলিম্পিক্স থেকে দুটির বেশি পদক জিতেতে পারি, তাহলে সেটা দুর্দান্ত হবে। ভবিষ্যতে আরও ভাল পারফর্ম করাই আমার লক্ষ্য।’’
ভারতের পতাকাবাহক হতে পেরে গর্বিত মনু। তিনি বলছেন, “এমন অভিজ্ঞতা জীবনে একবারই হয়। আমি এর জন্য কৃতজ্ঞ। চিরকাল মনে রাখব।’’ পাশাপাশি শ্রীজেশকে ভাই সম্বোধন করে তিনি বলেন, “শ্রীজেশ ভাইয়ের সঙ্গে খুব ভাল সম্পর্ক। ছোট থেকে চিনি। সবার সঙ্গে বন্ধুর মতো মেশেন। সাহায্য করেন। খুব বিনয়ীও। সমাপ্তি অনুষ্ঠানে তিনিই আমার কাজটা সহজ করে দিয়েছেন।’’ Photo: Instagram
ভারতের পতাকাবাহক হতে পেরে গর্বিত মনু। তিনি বলছেন, “এমন অভিজ্ঞতা জীবনে একবারই হয়। আমি এর জন্য কৃতজ্ঞ। চিরকাল মনে রাখব।’’ পাশাপাশি শ্রীজেশকে ভাই সম্বোধন করে তিনি বলেন, “শ্রীজেশ ভাইয়ের সঙ্গে খুব ভাল সম্পর্ক। ছোট থেকে চিনি। সবার সঙ্গে বন্ধুর মতো মেশেন। সাহায্য করেন। খুব বিনয়ীও। সমাপ্তি অনুষ্ঠানে তিনিই আমার কাজটা সহজ করে দিয়েছেন।’’ Photo: Instagram

Vinesh Phogat: রুপোর মেডেল কি পাবেন ভিনেশ, কোর্ট অফ আর্বিট্রেশন কী জানাল

সুইৎজারল্যান্ড: কোর্ট অফ আর্বিট্রেশনের অ্যাডহক ডিভিসন নেভিগেশন বিভাগ ভিনেশের আপিলের শুনানি শেষ করতে পারেনি। এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। প্যারিস অলিম্পিক্সে ফাইনালের আগেই অযোগ্য হতে হয়েছিল ভিনেশ ফোগাটকে। এরপরে ভিনেশ রুপোর পদকের জন্য আরবিট্রেশন কোর্টে আবেদন করেছিলেন। প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে ১৩ অগাস্ট রায়দানের কথা ছিল৷ কিন্তু ফের একবার পিছিয়ে গেল রায়দানের তারিখ৷  এখন এই সিদ্ধান্ত হওয়ার কথা ১৬ অগাস্ট৷

কোর্ট অফ আর্বিটেশন (সিএএস) আরবিট্রেশন (সিএএস) আজ ১৬ আগস্ট পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত করে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “অলিম্পিক গেমসের নিয়মের ১৮ অনুচ্ছেদের অধীনে, কোর্ট অফ আরবিট্রেশন ডিভিশনের চেয়ারম্যান প্যানেলের সিদ্ধান্ত দেওয়ার জন্য ১৬ অগাস্ট সময়সীমা নির্ধারণ করেছেন।

ফাইনালের আগে, ভারতের ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিকে 50 কেজি কুস্তি বিভাগে ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু ম্যাচের আগে যখন তার ওজন করা হয়, তখন তা ১০০ গ্রাম বেশি হয়ে যায়। এরপর তাকে অযোগ্য ঘোষণা করা হয়।সেই কুস্তিগীর যাকে ভিনেশ সেমিফাইনালে পরাজিত করেছিলেন। তাকে ফাইনালে জায়গা দেওয়া হয়। তবে ফাইনালে হেরে যান তিনি। স্বর্ণপদক জিতেছিল আমেরিকা। অযোগ্য ঘোষণার পর, ভিনেশ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ আবেদন করেছিলেন।

তৃতীয়বার ধাক্কা  ভিনেশের
ভিনেশ শুধু প্যারিস অলিম্পিকেই নয়। আসলে এর আগেও দুবার ধাক্কা খেয়েছে। ২০১৬ রিও গেমসে ভিনেশের অলিম্পিকে অভিষেক হয়েছিল।২০১৬ রিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে হাঁটুতে চোটের কারণে তার পদকের আশা ভেস্তে যায়। এর পরে, তিনি ২০২০ সালে টোকিও অলিম্পিকের ৫৩ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন এবং এখন ২০২৪ সালে তিনি অতিরিক্ত ওজনের কারণে বাইরে রয়েছেন।