সেই সম অনেকের মনে হয়েছিল চোটের কারমে নিজেরা সেরাটা দিতে পারছেন না তিনি। চতুর্থ থ্রো-তে ছন্দে ফেরেন নীরজ। ৮৫.৫৮ মিটার জ্যাভেলিন ছুড়ে তৃতীয় স্থানে উঠে আসেন নীরজ চোপড়া।

নীরজ চোপড়ার জ্যাভেলিনের ওজন কত জানেন? উচ্চতাই বা কত? জেনে নিন

সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই প্যারিস অলিম্পিক্সের জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া।
সোনা ডাবল করতেই এসেছেন তিনি! প্রথম থ্রোতেই প্যারিস অলিম্পিক্সের জ্যাভেলিন ফাইনালে নীরজ চোপড়া।
অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটার জ্যাভেলিন থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট পাকা হয়ে যায়। নীরজকে প্রথম থেকেই দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। রানআপে একাবারে ক্লিনিকাল ফিনিশ করেন ভারতীয় তারকা।
অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৪ মিটার জ্যাভেলিন থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট পাকা হয়ে যায়। নীরজকে প্রথম থেকেই দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। রানআপে একেবারে ক্লিনিকাল ফিনিশ করেন ভারতীয় তারকা।
এদিন নীরজের প্রথম থ্রোতেই জ্যাভেলিন ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে। একইসঙ্গে ফাইনালের টিকিট পাকা করে নেন নীরজ।
এদিন নীরজের প্রথম থ্রোতেই জ্যাভেলিন ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে। একইসঙ্গে ফাইনালের টিকিট পাকা করে নেন নীরজ।
৪ বছর আগে টোকিও অলিম্পিক্সে তিনি সোনা জিতেছিলেন। এবারও তিনি সমান আত্মবিশ্বাসী। এবারও কি জ্যাভেলিনে ভারতের ঘরে আসছে সোনা!
৪ বছর আগে টোকিও অলিম্পিক্সে তিনি সোনা জিতেছিলেন। এবারও তিনি সমান আত্মবিশ্বাসী। এবারও কি জ্যাভেলিনে ভারতের ঘরে আসছে সোনা!
আচ্ছা বলুন তো, যে অস্ত্র দিয়ে নীরজ অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, সেটির ওজন কত! নীরজের জ্যাভেলিনের উচ্চতাই বা কত!
আচ্ছা বলুন তো, যে অস্ত্র দিয়ে নীরজ অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, সেটির ওজন কত! নীরজের জ্যাভেলিনের উচ্চতাই বা কত!
অনেকেই জানেন না এই তথ্য। নীরজের জ্যাভেলিনের ওজন ৮০০ গ্রাম।
অনেকেই জানেন না এই তথ্য। নীরজের জ্যাভেলিনের ওজন ৮০০ গ্রাম।
জ্যাভেলিনের উচ্চতা ২.৬ থেকে ২.৭ মিটার পর্যন্ত। মাঝে থাকে গ্রিপ। লম্বা চেহারার জন্য নীরজ বাড়তি সুবিধা পান জ্যাভেলিন থ্রো-এর ক্ষেত্রে।
জ্যাভেলিনের উচ্চতা ২.৬ থেকে ২.৭ মিটার পর্যন্ত। মাঝে থাকে গ্রিপ। লম্বা চেহারার জন্য নীরজ বাড়তি সুবিধা পান জ্যাভেলিন থ্রো-এর ক্ষেত্রে।