ছবি- রয়টার্স

Bangladesh crisis update: অন্তর্বর্তী সরকারের রূপরেখা কী হবে? ছাত্র প্রতিনিধিদের নিয়েই আলোচনা শুরু ঢাকায়

ঢাকা: দেশ জুড়ে চলেছে খুন, লুঠ, অরাজকতা৷ শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা এবং আওয়ামি লিগের সরকারের পতনের পরেও শান্ত হয়নি বাংলাদেশ৷ এই পরিস্থিতিতে দেশে অন্তর্বর্তী সরকারের রূপরেখা কী হবে এবং বর্তমান পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন৷ শেষ পাওয়া খবর অনুযায়ী,  ঢাকার বঙ্গ ভবনে এখনও এই বৈঠক চলছে৷

বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের দাবিই ছিল শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার গঠন৷ গতকাল শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আর্জি জানানো হবে৷ যদিও তার পরই চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয় গোটা বাংলাদেশ জুড়ে৷

আরও পড়ুুন: ফিরল ৪৯ বছর আগের স্মৃতি, এবারেও দেশ ছাড়লেন একসঙ্গে! হাসিনার ছায়াসঙ্গী রেহানাকে চেনেন?

এই পরিস্থিতির মধ্যেই আজ ছাত্রদের দাবি মতো বাংলাদেশের সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন৷ তার পর এ দিন সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে এই বৈঠক শুরু হয়৷ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মহম্মদ তানজিমউদ্দিন খানও উপস্থিত আছেন৷

ইতিমধ্যেই বাংলাদেশের পুলিশকর্মীদের সর্ববৃহৎ সংগঠনও কর্মবিরতির ডাক দিয়েছে৷ পুলিশ কর্মীদের উপরে একের পর এক নৃশংস হামলার ঘটনার পর প্রাণভয়ে এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা৷ এই পরিস্থিতিতে ঢাকা সহ বিভিন্ন থানার নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেওয়া হয়েছে৷ ফলে অশান্তির মধ্যেই গোটা বাংলাদেশ কার্যত পুলিশশূন্য হয়ে পড়েছে৷ দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করে পরিস্থিতি সামাল দেওয়া যায় কি না, সেদিকেই এখন নজর রাখছে ভারত সহ আন্তর্জাতিক মহল৷ কারণ, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বাংলাদেশি সেনাবাহিনীর উপরেও আন্তর্জাতিক চাপ বাড়ছে৷