Bollywood Gossip: নিজের ভুলই কাল ডেকে আনল! কেরিয়ারে শেষ নিমেষে! অকালেই হারাতে হল শাহরুখের ‘ভাই’কে

সম্প্রতি নিজের কেরিয়ারের ব্যর্থতার কারণ তুলে ধরলেন অভিনেতা জায়েদ খান। ফারাহ খান পরিচালিত ‘ম্যায় হুঁ না’ ছবি থেকে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। অথচ এরপরেই কোনও অজানা কারণেই যেন রুপোলি দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বড় টিকিটের ছবিতে অভিনয় করার তড়িঘড়ি সিদ্ধান্তের কারণেই ব্যর্থতার মুখ দেখতে হয়েছে তাঁকে। এমনকী জ্যুম-এর ইন্টারভিউতে জায়েদ খান জানান যে, মাল্টি-স্টারার ছবিতে ঝাঁপিয়ে পড়ার বদলে বরং নিজেকে প্রধান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করা তাঁর উচিত ছিল।
সম্প্রতি নিজের কেরিয়ারের ব্যর্থতার কারণ তুলে ধরলেন অভিনেতা জায়েদ খান। ফারাহ খান পরিচালিত ‘ম্যায় হুঁ না’ ছবি থেকে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। অথচ এরপরেই কোনও অজানা কারণেই যেন রুপোলি দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বড় টিকিটের ছবিতে অভিনয় করার তড়িঘড়ি সিদ্ধান্তের কারণেই ব্যর্থতার মুখ দেখতে হয়েছে তাঁকে। এমনকী জ্যুম-এর ইন্টারভিউতে জায়েদ খান জানান যে, মাল্টি-স্টারার ছবিতে ঝাঁপিয়ে পড়ার বদলে বরং নিজেকে প্রধান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করা তাঁর উচিত ছিল।
‘ম্যায় হুঁ না’ ছবির পর তাঁকে কেরিয়ারে যে ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে, সেই প্রসঙ্গে অভিনেতা বলেন যে, “আমি আমার স্টারডমকে খুবই হেলাফেলা করেছি। সিঙ্গেল-হিরো থাকবে এমন ছবিতে অভিনয় করার পরামর্শ দিয়েছিলেন অনেকে। কিন্তু তাঁদের কথা আমি শুনিনি। বাজার আপনাকে একবার গ্রহণ করলে আপনাকেও দেখিয়ে দিতে হবে, আপনি নিজের কাঁধে নিয়ে একটা গোটা ছবিকে উতরে দিতে পারেন। সত্যি বলতে কী, আমি বড় বড় ছবিতে কাজ করতে চেয়েছি। আমি আসলে আর্টিস্টিক ফিল্ম করার মতো নই… আমি একজন ফিজিক্যাল অ্যাক্টর। আর আমি অ্যাকশন ধারাটাকে এতটাই পছন্দ করি যে, বড় টিকিটের অ্যাকশন ছবি আমার সেরাটাই পেয়েছে।”
‘ম্যায় হুঁ না’ ছবির পর তাঁকে কেরিয়ারে যে ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে, সেই প্রসঙ্গে অভিনেতা বলেন যে, “আমি আমার স্টারডমকে খুবই হেলাফেলা করেছি। সিঙ্গেল-হিরো থাকবে এমন ছবিতে অভিনয় করার পরামর্শ দিয়েছিলেন অনেকে। কিন্তু তাঁদের কথা আমি শুনিনি। বাজার আপনাকে একবার গ্রহণ করলে আপনাকেও দেখিয়ে দিতে হবে, আপনি নিজের কাঁধে নিয়ে একটা গোটা ছবিকে উতরে দিতে পারেন। সত্যি বলতে কী, আমি বড় বড় ছবিতে কাজ করতে চেয়েছি। আমি আসলে আর্টিস্টিক ফিল্ম করার মতো নই… আমি একজন ফিজিক্যাল অ্যাক্টর। আর আমি অ্যাকশন ধারাটাকে এতটাই পছন্দ করি যে, বড় টিকিটের অ্যাকশন ছবি আমার সেরাটাই পেয়েছে।”
জায়েদ বলে চলেন যে, “যখন একাধিক অভিনেতা একসঙ্গে একটি ছবি করেন, তখন তা তৈরি করতে বাজেটও লাগে যথেষ্ট। সম্ভবত আমি একটু দ্রুতই এতে ঝাঁপিয়ে পড়েছি। বরং এই বড় বাজেটের ছবিগুলি করতে রাজি হওয়ার আগে আমার নিজের ব্র্যান্ড তৈরি করা উচিত ছিল। আমার অনুশোচনা হয়। তবে এসব সত্ত্বেও আমি বলব, আমি দারুণ মানুষদের সঙ্গে কাজ করেছি। আর ব্লু-এর মতো ছবি কে না সাইন করে! চিত্রনাট্য অনুযায়ী সেটা দুর্দান্ত ছবি ছিল। ছিলেন দারুণ টেকনিশিয়ানও।"
জায়েদ বলে চলেন যে, “যখন একাধিক অভিনেতা একসঙ্গে একটি ছবি করেন, তখন তা তৈরি করতে বাজেটও লাগে যথেষ্ট। সম্ভবত আমি একটু দ্রুতই এতে ঝাঁপিয়ে পড়েছি। বরং এই বড় বাজেটের ছবিগুলি করতে রাজি হওয়ার আগে আমার নিজের ব্র্যান্ড তৈরি করা উচিত ছিল। আমার অনুশোচনা হয়। তবে এসব সত্ত্বেও আমি বলব, আমি দারুণ মানুষদের সঙ্গে কাজ করেছি। আর ব্লু-এর মতো ছবি কে না সাইন করে! চিত্রনাট্য অনুযায়ী সেটা দুর্দান্ত ছবি ছিল। ছিলেন দারুণ টেকনিশিয়ানও।”
জায়েদ আরও বলেন, "আমি আসলে অতিরিক্ত মাল্টিস্টারার ছবি করে ফেলেছি। আমার বাবা এর জন্য আমার প্রতি বিরক্ত ছিলেন। কারণ তাঁর কিছু রক্ষণশীল ধারণা ছিল। আমি সত্যিই ভেবেছিলাম যে, আমি জানি আমি কী করছি। আসলে বয়সটা কম থাকলে রক্ত টগবগ করে ফোটে। ফলে মনে হয়, আমি সব জানি। আর সকলে ঘিরে থাকার ফলে আরও মনে হয় যেন, আমি যেটা করছি সেটাই ঠিক।” তবে শিক্ষাগুরু হিসেবে ফারাহ খানের উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় জায়েদের কথায়।
জায়েদ আরও বলেন, “আমি আসলে অতিরিক্ত মাল্টিস্টারার ছবি করে ফেলেছি। আমার বাবা এর জন্য আমার প্রতি বিরক্ত ছিলেন। কারণ তাঁর কিছু রক্ষণশীল ধারণা ছিল। আমি সত্যিই ভেবেছিলাম যে, আমি জানি আমি কী করছি। আসলে বয়সটা কম থাকলে রক্ত টগবগ করে ফোটে। ফলে মনে হয়, আমি সব জানি। আর সকলে ঘিরে থাকার ফলে আরও মনে হয় যেন, আমি যেটা করছি সেটাই ঠিক।” তবে শিক্ষাগুরু হিসেবে ফারাহ খানের উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় জায়েদের কথায়।
প্রসঙ্গত অভিনেতাকে শেষ বার দেখা গিয়েছিল ‘শরাফত গয়ি তেল লেনে’ ছবিতে। আপাতত তিনি ওটিটি ডেবিউ-র জন্য প্রস্তুতি নিচ্ছেন। ‘দ্য ফিল্ম দ্যাট নেভার ওয়াজ’-এ দেখা যাবে তাঁকে।
প্রসঙ্গত অভিনেতাকে শেষ বার দেখা গিয়েছিল ‘শরাফত গয়ি তেল লেনে’ ছবিতে। আপাতত তিনি ওটিটি ডেবিউ-র জন্য প্রস্তুতি নিচ্ছেন। ‘দ্য ফিল্ম দ্যাট নেভার ওয়াজ’-এ দেখা যাবে তাঁকে।